নেদারল্যান্ডসের কয়েক হাজার অভিভাবক ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের কাছে প্রায় সাড়ে ১৪ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে৷ তাদের অভিযোগ শিশুদের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষায় টিকটক যথেষ্ট কাজ করছেনা৷
বিজ্ঞাপন
দ্য মার্কেট ইনফরমেশন রিসার্চ ফাউন্ডেশন বা এসওএমআই বা সোমি মঙ্গলবার এ বিষয়ে আমস্টারডামের এক আদালতে সপিনা পাঠিয়েছে৷ সোমির দাবি, তারা প্রায় ৬৪ হাজার অভিভাবকের প্রতিনিধিত্ব করছে৷
২০১৮ সালের ২৫ মে থেকে শিশুদের যে ক্ষতি হয়েছে তা টাকার অংকে নির্ধারণ করেছে সোমি৷ ১৩ বছরের নীচের প্রতিটি শিশুর জন্য প্রায় দুই লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে৷ ১৩ থেকে ১৫ বছর বয়সিদের জন্য এক লাখ এবং ১৬ ও ১৭ বছর বয়সিদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে৷
অভিযোগ
টিকটকের বিরুদ্ধে সোমির অভিযোগ হচ্ছে, তারা অনুমতি না নিয়ে টার্গেটেড বিজ্ঞাপন দেখাতে অপ্রাপ্তবয়স্কদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে৷ সোমির আইনজীবী ডুভে লিন্ডার্স নেদারল্যান্ডসের এক গণমাধ্যমকে জানান, প্রয়োজনের চেয়ে বেশি তথ্য সংগ্রহ করছে টিকটিক- যা ইউরোপীয় ইউনিয়নের আইনের লঙ্ঘন৷ ‘‘টিকটক কীভাবে ব্যক্তিগত তথ্য ব্যবহার করছে এটা স্পষ্ট নয়,'' বলেন তিনি৷ এসব তথ্য যুক্তরাষ্ট্র কিংবা চীনের কাছে পাঠানো হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন লিন্ডার্স৷
আরেকটি অভিযোগ হচ্ছে, টিকটক শিশুদের বিপজ্জনক সব চ্যালেঞ্জে অংশ নিতে উৎসাহিত করে৷ এটা করতে গিয়ে সারা বিশ্বে কয়েকজন শিশু মারা গেছে বলে অভিযোগ রয়েছে৷ এমন একটি চ্যালেঞ্জ হচ্ছে, দ্য ব্ল্যাকআউট চ্যালেঞ্জ৷ এটি একে অপরকে শ্বাসরুদ্ধ করে রাখার প্রতিযোগিতা৷ এই চ্যালেঞ্জ থেকে একজন সরে না আসা পর্যন্ত তা চলতে থাকে৷
সোমির আইনজীবী লিন্ডার্স বলেন, এমন ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জের কারণে মৃত্যু না হলেও এটা শিশুদের মানসিক ও শারীরিক ক্ষতি করতে পারে৷
অবশ্য টিকটক আসার অনেক আগেই শিশুদের মধ্যে এমন চ্যালেঞ্জ ছড়িয়ে পড়ার খবর শোনা যেত৷
সমান্তরাল সংস্কৃতির তারকারা
তাঁরা কেউ গান করেন৷ কেউ নাচ৷ কেউ বা বিউটি টিপস দিয়ে ব্লগ লেখেন৷ টিকটক, ভাইন, ইনস্টাতে তাঁদের কোটি কোটি ফলোয়ার৷ খুব কম বয়সে তাঁরা হয়ে উঠেছেন তারকা, সমান্তরাল সংস্কৃতির তারকা৷
ছবি: Getty Images/EIF & XQ
মজার তারকা
নিজেকে নিয়ে জোকস শেয়ার করতেন ভাইন-এ৷ আর বন্ধু ও পরিবারের লোকেদের প্র্যাংক করতেন৷ ভাইনে তাঁর ফলোয়ারের সংখ্যা ৮১ লাখ৷ টুইটারে ফলোয়ার এক কোটি ১৩ লাখ৷ ইনস্টাতে দুই কোটি ১০ লাখ৷ ক্যামেরন ডালাসকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি৷ অভিনয় করছেন৷ নেটফ্লিক্সে তাঁকে নিয়ে রিয়্যালিটি শো হচ্ছে 'চেসিং ক্যামেরন'৷
ছবি: Getty Images/J. McCarthy
এক নম্বরে
চার্লি ডামেলিও৷ বয়স মাত্র ১৬৷ টিকটকে ফলোয়ার সাত কোটি ৬৪ লাখ৷ এই মুহূর্তে তিনিই এক নম্বরে৷ গত বছর তিনি তাঁর প্রথম পোস্ট করেন৷ নাচের৷ কিছুদিনের মধ্যেই হইহই করে ফলোয়ারের সংখ্যা বাড়তে থাকে৷ ইনস্টাতেও তাঁর অনুগামী আড়াই কোটির বেশি৷ মাত্র এক বছরের মধ্যেই খ্যাতির চূড়োয়৷ নিউ ইয়র্ক টাইমসের মতে, তিনি এখন টিকটকের রানী৷ বোন ডিক্সি-রও ফলোয়ার প্রচুর৷ ছবিতে বোনের সঙ্গে দেখা যাচ্ছে তাঁকে৷
ছবি: Getty Images/EIF & XQ
অ্যাডিসনের কামাল
অ্যাডিসন রে৷ নাচ করেন৷ মাত্র ১৯ বছর বয়স৷ মূলস্রোত থেকে তিনি উঠে আসেননি৷ তিনি টিকটক তারকা৷ তাঁর ফলোয়ারের সংখ্যা পাঁচ কোটি ৩০ লাখ৷ সবকটি পোস্ট মিলিয়ে তিনি ৩১০ কোটি লাইক পেয়েছেন৷ এই অভাবনীয় জনপ্রিয়তা নিয়ে তিনি আছেন বর্তমানে টিকটক জনপ্রিয়তার তালিকায় দুই নম্বরে৷
ছবি: Getty Images
কিং সত্যিই রাজা
জ্যাক কিং-ই বা কম কী৷ তিনি ডিজিট্যালি সম্পাদিত ছয় সেকেন্ডের ভিডিও বানান, যা দেখে মনে হয় তিনি ম্যাজিক করছেন৷ নিজের ভিডিওকে তিনি বলেন 'হাতের ডিজিটাল ভোজবাজি'৷ টিকটকে সাড়ে চার কোটি ফলোয়ার৷ তারকাদের মধ্যে তাঁর বয়স সামান্য বেশি৷ ৩০ বছর
ছবি: Getty Images/AFP/L. O´Connor
ফিটনেস কুইন
তিনি পার্সোনাল ট্রেনার, লেখক, এবং উদ্যোগপতি৷ কেইলা ইটসিনেস মাত্র ২৯ বছরে বয়সেই টাইমসের সব চেয়ে প্রভাবশালী ৩০ জন নারীর তালিকায় ঠাঁই পেয়েছেন৷ তাঁর ফিটনেস ই বুক সিরিজ 'বিকিনি বডি গাইডস' এবং খাবার ও ওয়ার্কআউটের অ্যাপ 'ফিট উইথ কেইলা' জনপ্রিয়তার শিখরে৷ ফিটনেস ই বুক তো কয়েক মাসের মধ্যেই ১০ লাখ বার ডাউনলোড হয়েছিল৷
ছবি: Getty Images/M. Schipper
গানের সুরে
টিক টকে তাঁর ফলোয়ারের সংখ্যা চার কোটি ১০ লাখ, ইনস্টাতে এক কোটি ৯৭ লাখ৷ সব সামাজিক মাধ্যম মিলিয়ে ৭ কোটি ৫৫ লাখ ফলোয়ার৷ লরেন গ্রে-র বয়স মাত্র ১৮৷ এর মধ্যেই সুরের দোলায় দুলিয়ে দিচ্ছেন কোটি কোটি মানুষকে৷ এক বছর ধরে তিনি ছিলেন টিকটকের সব চেয়ে জনপ্রিয় তারকা৷ এখন অবশ্য কিছুটা পিছনে চলে গেছেন৷ একাধিক পুরস্কার পেয়েছেন৷
ছবি: Getty Images/American Heart/M. Coppola
স্পেনসার এক্স
তিনিও গায়ক৷ বয়স ২৯ বছর৷ টিক টকের ফলোয়ার সংখ্যার নিরিখে সাত নম্বরে৷ প্রায় চার কোটি ফলোয়ার৷ তাঁর ইউ টিউব চ্যানেলে গান শোনা হয়েছে ৭ কোটি ৬০ লাখ বার৷ অ্যামেরিকার এই তারকা সমান্তরাল সংস্কৃতির বড় তারকা৷
ছবি: Getty Images for Mashup LA
প্রভাবশালী টিনএজার
বয়স মাত্র ১৯৷ হলে কী হয়, বেবি এরিয়ল টাইম ও ফোর্বসের সব চেয়ে প্রভাবশালী এন্টারটেইনারের তালিকায় নাম তুলে ফেলেছেন৷ তাঁরও খ্যাতি টিকটক, ইনস্টা, ইউ টিউবের কল্যাণে৷ গান করেন, অভিনয়ও৷ টিকটকে ফলোয়ার সংখ্যা ৩ কোটি ৪৫ লাখ৷
ছবি: Getty Images/J. Kopaloff
খ্যাতির সঙ্গে অর্থও
এই তারকারা শুধু খ্যাতিই নয়, পাচ্ছেন প্রচুর অর্থও৷ মাস তিনেক আগের খবর, টিকটকের একেবারে শীর্ষে থাকা তারকারা প্রতিটি পোস্টের জন্য ৪০ থেকে ৪৮ হাজার ডলার পান৷ তাছাড়া আছে বিজ্ঞাপন, নানা অনুষ্ঠান, অন্য সামাজিক মাধ্যম থেকে বিপুল আয়৷ ফলে অল্প বয়সেই তাঁদের সমৃদ্ধির ভাড়ার উপচে পড়ছে৷
ছবি: Getty Images/AFP/M. Turkia
9 ছবি1 | 9
টিকটকের বক্তব্য
অ্যাকাউন্ট খুলতে অপ্রাপ্তবয়স্কদের তাদের অভিভাবকদের অনুমতি নিতে হয়৷ আর ১৩ বছরের কমবয়সিদের সাধারণত টিকটক ব্যবহারের অনুমতি নেই৷
শিশুদের রক্ষায় টিকটক যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছে টিকটক৷ যেমন ১৩ থেকে ১৫ বছর বয়সিদের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবেই ‘প্রাইভেট' করে রাখা হয়৷ ফলে অচেনা কেউ শিশুদের ভিডিও দেখতে পারেনা৷
এছাড়া টিকটকের মডারেটররা অনুপযুক্ত ভিডিও সরিয়ে ফেলেন এবং এমন ভিডিও নির্মাতাদের অ্যাকাউন্ট স্থগিত করে দেন৷ টিকটক ব্যবহারকারীরাও চাইলে কোনো ভিডিওর বিরুদ্ধে রিপোর্ট করতে পারেন৷
টিকটকের মালিক চীনের ইন্টারনেট কোম্পানি বাইটড্যান্স৷ এর ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৭০ কোটি৷ সংবাদ সংগ্রহ করতে ডয়চে ভেলেসহ অন্যান্য গণমাধ্যমও টিকটক ব্যবহার করছে৷
একই ধরনের মামলা
গত এপ্রিলে ব্রিটেনের শিশু অধিকার কর্মীরা টিকটকের বিরুদ্ধে নেদারল্যান্ডসের মতো প্রায় একইরকম আইনি প্রক্রিয়া শুরু করেন৷
গতমাসের শেষে ইউরোপীয় কমিশন টিকটকের ব্যবসানীতি পর্যালোচনা করার ঘোষণা দিয়েছে৷ এছাড়া টিকটকের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনাও শুরু হয়েছে৷
২০১৯ সালে যুক্তরাষ্ট্রেও টিকটকের বিরুদ্ধে তদন্ত হয়েছিল৷