1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইটালি

টিকটক নিয়ে তদন্তে ইটালি

২২ মার্চ ২০২৩

নেদারল্যান্ডসের পর টিকটক নিয়ে সতর্কতা জারি ইটালিতেও। বিপজ্জনক বিষয় টিকটকে থেকে যাচ্ছে বলে অভিযোগ।

ছবি: The Canadian Press/AP/dpa/picture alliance

চীনের তৈরি অ্যাপ টিকটক নিয়ে বিভিন্ন দেশেই সমস্যা তৈরি হয়েছে। ভারত আগেই এই অ্যাপ বন্ধ করে দিয়েছিল। অ্যামেরিকা নানা প্রশ্ন তুলেছে। এবার টিকটকের বিষয়বস্তু নিয়ে প্রশ্ন তুলেছে ইটালি।

সম্প্রতি নেদারল্যান্ডসের সরকার জানিয়েছে, কোনো সরকারি প্রতিনিধি তাদের অফিসের দেয়া ফোনে এই অ্যাপ ডাউনলোড করতে পারবেন না। যুক্তরাজ্য, বেলজিয়াম এবং অ্যামেরিকা আগেই এই নির্দেশ জারি করেছিল।

ইটালির বক্তব্য, টিকটক যে নিয়মাবলি দিয়ে রেখেছে, তা পালন হচ্ছে কি না, সে দিকে নজর দেয় না। শুধু তা-ই নয়, তারা নিজেদের নিয়ম নিজেরাই ভাঙছে বলে অভিযোগ। আত্মহত্যা, নিজেকে কষ্ট দেওয়া, দারিদ্র্য, খেতে না পাওয়া— এই সমস্ত বিষয়ের উপর টিকটকে কনটেন্ট থাকছে বলে অভিযোগ। কর্তৃপক্ষ তা সরিয়ে দিচ্ছেন না।

সম্প্রতি টিকটকে একটি প্রতিযোগিতা হয়েছে। তাতে বলা হয়েছিল, নিজের মুখের চামড়া চাপ দিয়ে ফাটিয়ে ফেলতে হবে, যাতে রক্ত বের হয়। টিকটকে এই প্রতিযোগিতা ভাইরাল হয়ে যায়। তারপরই নড়েচড়ে বসে প্রশাশন। টিকটকের কনটেন্ট নিয়ে তদন্ত শুরু হয়।

ইউরোপের একাধিক দেশে টিকটকের উপর আংশিক নিষেধাজ্ঞা জারি হয়েছে। নরওয়েতেও সম্প্রতি এমন নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের মতো বেশ কিছু দেশে টিকটক সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ