1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টিকফা চুক্তি

৭ সেপ্টেম্বর ২০১২

বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র দ্রুত টিকফা চুক্তির ব্যাপারে আগ্রহ দেখালেও সরকারের শেষ সময়ে এই চুক্তি করার পর্যাপ্ত প্রস্তুতি নেই বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ৷

ছবি: AP

তিনি ডয়চে ভেলেকে বলেন, এই চুক্তি হলে তৈরি পোশাক শিল্প লাভবান হওয়ার সম্ভাবনা আছে সত্য৷ কিন্তু লাভ আর লোকসানের বিষয়টি নির্ভর করে দক্ষতার ওপর৷

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি যুক্তরাষ্ট্র সফরে বুধবার ভারপ্রাপ্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম জে বার্নসের সঙ্গে বৈঠক করেছেন৷ বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত বাণিজ্য এবং বিনিয়োগ সহযোগিতা ফোরাম বা টিকফা নিয়ে আলোচনা হয়েছে৷ কথা হয়েছে গ্রামীণ ব্যাংক নিয়ে৷

গত চার বছর ধরে ঢাকা এবং ওয়াশিংটনের মধ্যে এই টিকফা নিয়ে আলোচনা চলছে৷ ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে, টিকফা চুক্তি সই হলে যুক্তরাষ্ট্র তাদের বাজারে বাংলাদেশি পণ্যের উচ্চ শুল্ক হ্রাসের বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছে৷ যুক্তরাষ্ট্র বাংলাদেশে তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার৷ তৈরি পোশাক থেকে রফতানি আয়ের ৩০ ভাগ আসে সেখান থেকে৷ টিকফা চুক্তি সই হলে তৈরি পোশাক শুল্ক এবং কোটা মুক্তভাবে প্রবেশের সুবিধা পাবে৷যুক্তরাষ্ট্র এই চুক্তি দ্রুত সইয়ের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে৷

বৈঠকে গ্রামীণ ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন উইলিয়াম জে বার্নস৷ ডা. দীপু মনি এব্যাপারে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোবেল জয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের অনেক নারী গ্রহীতার স্বার্থ সংরক্ষণে বদ্ধ পরিকর৷ গ্রামীণ ব্যাংক বর্তমানে তার আইন ও বিধি অনুযায়ী পরিচালিত হচ্ছ বলে জানান ডা. দীপু মনি৷ এমাসের শেষ সপ্তাহে অনুষ্ঠেয় বাংলাদেশ মার্কিন অংশীদারী সংলাপের সফলতার ব্যাপারে আশাবাদ জানান তাঁরা৷

টিকফা নিয়ে আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ ঢাকায় ডয়চে ভেলেকে জানান, এই চুক্তি হলে লাভ লোকসানের বিষয়টি নির্ভর করবে দক্ষতার ওপর৷ তবে তিনি মনে করেন, সরকারের শেষ সময়ে বাংলাদেশের এই চুক্তি করার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেই৷

তিনি বলেন, গ্রামীণ ব্যাংক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগ যথার্থ৷ কারণ এই ব্যাংকটির এখন যা পরিস্থিতি তা নিয়ে বাংলাদেশের মানুষই উদ্বিগ্ন৷

মার্কিন যুক্তরাষ্ট্রে তিনদিনের সফর শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি'র কাতারের দোহা হয়ে চীন যাওয়ার কথা আছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ