1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টিকরিট হাতছাড়া, শরণার্থী শিবিরে আইসিসের হামলা

২ এপ্রিল ২০১৫

ইরাকের টিকরিট শহরে পরাজয় ঘটলেও তথাকথিত ইসলামিক স্টেট সিরিয়ার রাজধানী দামেস্কের ইয়ারমুক শরণার্থী শিবিরে হামলা করেছে৷ সেখানকার ফিলিস্তিনি বাসিন্দারা আইসিস-এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে৷

Irak Tikrit Kämpfe Eroberung Rauch
ছবি: picture-alliance/epa/STR

ইরাকের টিকরিট শহরের উপর সরকারি বাহিনী নিয়ন্ত্রণ কায়েম করেছে বলে দাবি জানাচ্ছে৷ খোদ প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি শহরের কেন্দ্রস্থলে হেঁটে বেড়াচ্ছেন – এমন ছবি প্রকাশিত হয়েছে৷ পিট জন টুইটারে খবরটি শেয়ার করেছেন৷

টিকরিট শহরকে আইসিস-মুক্ত করার খবর পেয়ে কুর্দিরা বিশেষভাবে আনন্দিত৷ এর ফলে আইসিস-এর বিরুদ্ধে তাদের প্রতিরোধও জোরদার হবে বলে আশা৷ হেলান ও দিয়ার নামের দুই টুইটার ব্যবহারকারী এই সাফল্যে সন্তুষ্টি প্রকাশ করেছেন৷

সিরিয়ার রাজধানী দামেস্কের ইয়ারমুক শরণার্থী শিবিরের উপর আইসিস-এর হামলা নিয়েও সোশাল মিডিয়া জগতে মন্তব্য ছড়িয়ে পড়ছে৷ ব্রিটিশ সাংসদ ব্যারোনেস মেরাল হুসেন এস লিখেছেন, ইয়ারমুকের ভুলে যাওয়া ফিলিস্তিনিদের সাহায্য করতে রাজনীতিক ও জাতিসংঘের নৈতিক নেতৃত্ব দেখানোর সময় এসেছে৷

জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডাব্লিউএ-র মুখপাত্র ক্রিস গিনেস দুই পক্ষের উদ্দেশ্যে ইয়ারমুকের বেসামরিক মানুষদের সুরক্ষার দায়িত্ব পালন করার ডাক দিয়েছেন৷

হলি টপহ্যাম লিখেছেন, ইয়ারমুক শরণার্থী শিবিরের করুণ পরিস্থিতি যে আরও খারাপ হতে পারে, এমনটা কল্পনা করা যেতো না৷ ঠিক এমন সময় আইসিস হামলা চালালো৷

ইসলামিক স্টেট-এর ছত্রছায়ায় সক্রিয় হতে এখনো ইউরোপের অনেক মানুষ পাড়ি দিচ্ছে৷ এই সমস্যার প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন গ্রেটা ফান সুসটেরেন৷ তিনি একটি রিপোর্ট শেয়ার করেছেন, যাতে ৪ শিশু সহ ৯ জন ব্রিটিশ নাগরিককে এ কারণে গ্রেপ্তারের খবর দেওয়া হয়েছে৷

সংকলন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ