1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্য

টিকায় আস্থা: ইউরোপের চেয়ে বাংলাদেশে বেশি

২৩ জুন ২০১৯

উন্নত দেশগুলোতে স্বাস্থ্য সচেতনতা অনেক বেশি? ধারণাটা ভুল৷ এক জরিপ বলছে, টিকা দেয়ায় আস্থা ইউরোপে সবচেয়ে কম আর বাংলাদেশ ও রুয়ান্ডায় সবচেয়ে বেশি৷

ছবি: picture-alliance/dpa/empics/PA Wire/O. Humphreys

সারা বিশ্বের ১৪৪টি দেশের ১৫ বা তার চেয়ে বেশি বয়সি এক লাখ ৪০ হাজার মানুষকে নিয়ে একটি জরিপ করেছে গ্যালপ ওয়ার্ল্ড পোল এবং ব্রিটেনভিত্তিক সংস্থা ওয়েলকাম ট্রাস্ট৷ জরিপে দেখা গেছে, টিকা দেয়ার প্রতি আস্থা ইউরোপ ও বিশ্বের কিছু ধনী দেশে সবচেয়ে কম৷ এমন দেশগুলোর মধ্যে ফ্রান্সে সবচেয়ে কম৷ সে দেশের ৩৩ ভাগ মানুষ টিকা দেয়াকে নিরাপদ মনে করে না৷ জরিপে আরো দেখা গেছে, টিকার প্রতি আস্থা বাংলাদেশ আর রুয়ান্ডায় সবচেয়ে বেশি৷ এই দুটি দেশে শতকরা প্রায় একশ ভাগ মানুষই মনে করে; টিকা দেয়া ভালো; টিকা দিলে শিশুরা সুস্থ থাকে৷

টিকা দেয়ায় সবচেয়ে কম আস্থা পশ্চিম ইউরোপে৷ এই অঞ্চলের মানুষদের মধ্যে ২২ ভাগই টিকা দেয়াকে নিরাপদ মনে করে না৷ পূর্ব ইউরোপে এই হার শতকরা ১৭ ভাগ৷

 সারা বিশ্বে টিকা দেয়ার প্রবণতা এখনো কাঙ্খিত মাত্রায় পৌঁছেনি৷ জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ২০১০ থেকে ২০১৭ সালের মধ্যে ১৬ কোটি ৯০ লাখ শিশুকে হামের টিকা দেয়া হয়নি৷

এসিবি/এমকে (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ