1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডেঙ্গুর টিকা

৩১ জুলাই ২০১২

বাংলাদেশ ভারত সহ দক্ষিণ এশিয়ায় ডেঙ্গু একটি আতঙ্কের নাম৷ তবে সেই ডেঙ্গুর সফল টিকা আবিষ্কারের কথা জানা গেলো দিন কয়েক আগে৷ এর ফলে নতুন আশার সঞ্চার হয়েছে এই অঞ্চলের মধ্যে৷

ছবি: picture-alliance/dpa

ফ্রান্সের ওষুধ তৈরি কোম্পানি সানোফি এসএ অনেক দিন ধরেই এই ডেঙ্গুর টিকা আবিষ্কারের জন্য কাজ করে আসছে৷ সম্প্রতি থাইল্যান্ডে তাদের এই টিকার পরীক্ষা বেশ সফলতা এনেছে৷ গত ২৫ জুলাই তারা জানিয়েছে যে তাদের প্রস্তুত টিকা ডেঙ্গুর চার ধরনের ভাইরাসের মধ্যে তিনটির বিরুদ্ধেই কার্যকর বলে প্রমাণিত হয়েছে৷

ফরাসি কোম্পানি সানোফি থাইল্যান্ডের চার হাজার শিশুকে এই টিকা দিয়েছিল যাদের বয়স ছিল চার থেকে ১১ বছর৷ এই পরীক্ষা চালানোর সময় তারা খেয়াল করে যে এই টিকা ডেঙ্গুর চারটি ভাইরাসের মধ্যে তিনটির বিরুদ্ধেই বেশ কাজে দিচ্ছে৷ উল্লেখ্য, ডেঙ্গুর চার ধরনের ভাইরাস রয়েছে৷ সানোফির কর্মকর্তারা এখন আরও পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন৷ ফরাসি এই কোম্পানি গত কয়েক বছরে এই টিকা আবিষ্কারের জন্য ৩৫ কোটি ইউরো বিনিয়োগ করেছে৷ কেবল থাইল্যান্ড নয়, এশিয়া এবং ল্যাটিন অ্যামেরিকার অনেক দেশেই সানোফি ডেঙ্গু প্রতিরোধের গবেষণা চালিয়ে যাচ্ছে৷ নতুন এই টিকাটি বাজারে আসতে অবশ্য সময় লাগবে আরও তিন বছর৷ সানোফি ছাড়া আরও একাধিক কোম্পানি ডেঙ্গুর টিকা আবিষ্কারের জন্য কাজ করছে৷ তবে তাদের চেয়ে এগিয়ে গেলো এই ফরাসি কোম্পানিটি৷

নতুন এই খবরটি স্বাভাবিকভাবেই রোগী এবং চিকিৎসকদের মধ্যে আশার আলো সঞ্চার করেছে৷ এর ফলে ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই আরও জোরদার হলো৷ বাংলাদেশের রংপুর মেডিকেল কলেজের চিকিৎসক ডা. এম মোরশেদ জামান মিয়া জানান যে তিনি নতুন টিকা আবিষ্কারের খবরটি জানতে পেরেছেন৷

গোটা বিশ্বের প্রায় ৩০০ কোটি মানুষের জন্য এই ডেঙ্গু একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে৷ বিশেষ করে বাংলাদেশ, ভারত সহ দক্ষিণ এশিয়াতে এই ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি দেখা যায়৷ এডিস মশার কাছ থেকে এই ডেঙ্গুর ভাইরাস ছড়িয়ে পড়ে৷ প্রতি বছর এডিস মশার কামড় থেকে ডেঙ্গু রোগে অনেকের মৃত্যু ঘটছে৷ গত বছর ইউরোপীয় ইউনিয়ন ৬০ লাখ ইউরোর একটি তহবিল ডেঙ্গুর গবেষণার জন্য অনুদান দিয়েছিল৷ দক্ষিণ এশিয়াতে কেন ডেঙ্গুর প্রকোপ বেশি সেই প্রশ্ন করলে ডা. এম মোরশেদ জামান মিয়া জানান যে, শীত প্রধান দেশের চেয়ে নিরক্ষীয় এলাকাতেই এই এডিস মশা জন্মায় বেশি৷ তাই আমাদের দেশে ডেঙ্গু রোগের প্রকোপ দেখা যায়৷

সাধারণত নোংরা ও ময়লা পানিতেই মশার জন্ম হয়৷ কিন্তু এডিস মশা এই ক্ষেত্রে ব্যতিক্রম৷ ডা. জামান মিয়া জানান, পরিষ্কার পানিতেই এডিস মশার জন্ম হয়৷ এছাড়া আক্রান্ত ব্যক্তির মাধ্যমেও এই ডেঙ্গু রোগটি অন্য জায়গায় ছড়িয়ে পড়ে৷

আক্রান্ত ব্যক্তিকে সময়মত ডেঙ্গুর চিকিৎসা দেওয়া সম্ভব হলে আর কোনো বিপদ হয় না৷ তবে এই ক্ষেত্রে দেরি হয়ে গেলে রোগী মারা যায়৷ তবে চিকিৎসা নয়, বিজ্ঞানীরা টিকা আবিষ্কারের মাধ্যমে এই ডেঙ্গুকে একেবারে নির্মূল করতে চান৷ আর সানোফির নতুন টিকা আবিষ্কার এখন সেই সম্ভাবনাকে উজ্জ্বল করেছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম (রয়টার্স)

সম্পাদনা: আরাফাতুল ইসলাম / ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ