1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্য খারিজ

২৩ নভেম্বর ২০২১

হেনড্রিক স্ট্রিক জার্মানির অন্যতম শীর্ষ ভাইরোলোজিস্ট বা সংক্রমণ বিশেষজ্ঞ৷ তার মতে, জার্মান মন্ত্রীর সাম্প্রতিক করোনা বিষয়ক মন্তব্য বাস্তবের সাথে সাংঘর্ষিক৷

Deutschland | Jens Spahn
ছবি: Kay Nietfeld/dpa/picture alliance

জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর হেনড্রিক স্ট্রিক৷ সোমবার ডয়চে ভেলেকে তিনি বলেন যে স্বাস্থ্যমন্ত্রী ইয়েনস স্পানের করোনা বিষয়ক মন্তব্যের সাথে তিনি সম্পূর্ণ দ্বিমত পোষণ করেন৷

সোমবার একটি সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘‘কিছুটা নিষ্ঠুর শোনালেও, হয়তো এই শীত শেষ হবার সাথে সাথেই জার্মানির সবাই হয় টিকা পাবেন, বা করোনা থেকে সেরে উঠবেন, বা করোনায় মারা যাবেন৷''

বর্তমানে জার্মানি লড়ছে করোনা সংক্রমণের চতুর্থ ও সবচেয়ে বেশি প্রকট ঢেউয়ের বিরুদ্ধে৷ সোমবার একদিনে নতুন সংক্রমণের সংখ্যা ছিল ৩০ হাজার ৬৪৩৷ পাশাপাশি, হাসপাতালের আইসিইউগুলি দ্রুত ভরে উঠচে রোগীতে, যা এর আগের বছর এভাবে দেখা যায়নি৷

করোনা এভাবে বাড়ে না'

স্পানের মন্তব্যের সাথে করোনা ভাইরাসের বাস্তবিক চলনের কোনো মিল নেই বলে মনে করেন স্ট্রিক৷ তিনি বলেন, ‘‘আমি একমত যে বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক৷ কিন্তু আমি মনে করিনা যে আসন্ন শীতের মধ্যে সবাই টিকা পাবেন বা করোনা থেকে সেরে উঠবেন বা মারা যাবেন৷ তা হলে তো এই ভাইরাস সারা দেশে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে পৌঁছাবে৷''

এভাবে করোনা ভাইরাস কাজ করেনা বলে জানান তিনি৷ স্ট্রিকের মতে, ‘‘সংক্রমণের এই ঢেউ আকারে চলার অর্থ হচ্ছে যে ভাইরাসটি একটি সামাজিক গোষ্ঠী থেকে আরেকটি সামাজিক গোষ্ঠীতে ছড়ায়৷''

হেনড্রিক স্ট্রিক স্বাস্থ্যমন্ত্রীর সাথে একমত যে, করোনা ঠেকাতে সবচেয়ে বেশি সুরক্ষা দিতে পারবে টিকাই৷ কিন্তু ২০২২ সালের বসন্তের আগেই অতিমারি শেষ হয়ে যাবে, তা মনে করেন না স্ট্রিক৷

তার বক্তব্য, ‘‘টিকাদানের হার না বাড়লে এই পরিস্থিতি আগামী শীতে ও তার পরের শীতেও বহাল থাকবে৷''

বাধ্যতামূলক টিকা?

করোনা ভাইরাসের টিকাকে দেশে বাধ্যতামূলক করার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করতে হবে বলে মনে করেন স্ট্রিক৷ তার মতে, যদি টিকার কার্যক্ষমতা ছয়মাস পরে কমতে থাকে, সেক্ষেত্রে ‘‘একটা দীর্ঘ সময় ধরে বছরে দুবার করে টিকা নেওয়া বাধ্যতামূলক'' করতে হবে৷

স্ট্রিক বলেন, ‘‘রাজনীতিকরা জনগণকে বাধ্যতামূলক টিকা না করার আশ্বাস দিয়ে এসেছেন৷ এখন যদি তা করা হয়, তাহলে সেটা সরকারের ওপর মানুষের আস্থা কমিয়ে আনবে৷'' বর্তমান পরিস্থিতিতে জনগণের সরকারের ও প্রশাসনের ওপর আস্থা থাকা জরুরি বলে মনে করেন স্ট্রিক৷

তবে, প্রথমসারির করোনা যোদ্ধাদের ক্ষেত্রে যদি টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয় ও তার ফলে গণহারে স্বাস্থ্যকর্মীরা চাকরি ছেড়ে দেন, তবে হিতে বিপরীত হতে পারে বলে আশঙ্কা করছেন স্ট্রিক৷ দেশজুড়ে সংকট চলাকালীন ‘‘এমনটা হলে অনেকেই হয়তো বাধ্যতামূলক টিকা নেবার বদলে কাজ ছেড়ে দেবে'' বলে তার মত, যা এই সংকটকে আরো গভীর করে তুলতে পারে৷

এলিজাবেথ শুমাখার/এসএস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ