1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টিকা দিতে প্রস্তুত হাজারো কেন্দ্র

৬ ফেব্রুয়ারি ২০২১

রোববার থেকে বাংলাদেশের সব জেলায় শুরু হচ্ছে করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম৷ সারাদেশের এক হাজার পাঁচটি কেন্দ্রে রোববার টিকা দেওয়া হবে৷ একটি কেন্দ্রে সর্বোচ্চ ১৫০ জনকে টিকা দেওয়া যাবে৷

রোববার থেকে বাংলাদেশের সব জেলায় শুরু হচ্ছে করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম৷ সারাদেশের এক হাজার পাঁচটি কেন্দ্রে রোববার টিকা দেওয়া হবে৷ একটি কেন্দ্রে সর্বোচ্চ ১৫০ জনকে টিকা দেওয়া যাবে৷
সাম্প্রতিক ছবি৷ছবি: Mohammad Ponir Hossain/REUTERS

সক্ষমতা অনুযায়ী প্রথম দিন দেড় লাখ মানুষ টিকা নিতে পারবেন৷ শনিবার পর্যন্ত সারাদেশে টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন তিন লাখ ২৮ হাজার জন৷ এদিন প্রধান বিচারপতি, স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী, সচিবদের টিকা নেওয়ার কথা রয়ছে৷

সকাল ১০টায় নিজে টিকা নেওয়ার পর ভিডিও কনফারেন্সে এই কার্যক্রমের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক৷

ডা. শহীদুল্লাহ দেওয়ান

This browser does not support the audio element.

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর ও মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম ডয়চে ভেলেকে জানান, ঢাকায় ৫০টি স্থানে টিকাদান কার্যক্রম চলবে৷ সেখানে কাজ করবে স্বাস্থ্যকর্মীদের ৩০০ জন৷ ঢাকার বাইরে সারাদেশের বিভিন্ন হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলিয়ে ৯৫৫টি স্থান নির্ধারণ করা হয়েছে৷ এসব জায়গায় এক হাজার ৯১০টি দল টিকাদান কার্যক্রম পরিচালনা করবে৷ দুইজন স্বাস্থ্যকর্মী ও দুইজন স্বেচ্ছাসেবক মিলিয়ে প্রতিটি দলে চারজন সদস্য থাকবেন৷ প্রত্যেকটি দলের স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ ১৫০ জনকে টিকা প্রয়োগ করতে পারবেন৷ সে হিসেবে সব মিলিয়ে প্রথম দিনে দেড় লাখ মানুষকে টিকা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে৷ সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে৷

স্বাস্থ্যমন্ত্রী ও অধিদপ্তরের কথা মিলছে না

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, কেন্দ্রে এসেও যাতে নিবন্ধন ও টিকা নেওয়া যায় সেই ব্যবস্থা রাখা হচ্ছে৷ এক্ষেত্রে টিকা নিতে ইচ্ছুক ব্যক্তিকে জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে৷ টিকাদানের আগে নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে না পারলে টিকাগ্রহীতার সব তথ্য রেখে দেওয়া হবে, স্বাস্থ্যকর্মীরা পরে তা ডেটাবেইজে তুলে দেবেন৷ নিবন্ধন করতে পারেননি, কিন্তু কেন্দ্রে যারা আসবেন তাদের ফেরত দেওয়া যাবে না বলে জানান তিনি৷ অনেকের কাছে স্মার্টফোন নেই, অনেকে নিবন্ধন করতে পারবেন না৷ এ কারণে চেয়ারম্যান থেকে শুরু করে মেয়র-এমপিরা মানুষকে কেন্দ্রে নিয়ে আসবেন, টিকা দেবেন ও নিবন্ধন করাবেন৷

আগে থেকে নিবন্ধন ছাড়া কেন্দ্রে গিয়ে টিকা নেওয়ার সুযোগের কথা স্বাস্থ্যমন্ত্রী বললেও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় এমন কিছু নেই৷ ডা. মো. নাজমুল ইসলাম বলেন, যাদের কাছে স্মার্টফোন নেই তারা কেন্দ্রে গেলে স্বাস্থ্যকর্মীরা তাদের রেজিস্ট্রেশন করিয়ে দেবেন৷ সংশ্লিষ্ট ব্যক্তির কাছে থাকা মোবাইল ফোনে পরবর্তীতে নির্দেশনা যাবে, তিনি কবে টিকা নেবেন৷ তাৎক্ষনিকভাবে রেজিস্ট্রেশন করে টিকা নেওয়ার কোন সুযোগ নেই বলেই জানালেন ডা. নাজমুল৷

সারাদেশের সিভিল সার্জনদের কাছেও এমন নির্দেশনা দেওয়া হয়েছে৷ মাগুরার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান ডয়চে ভেলেকে বলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সম্প্রতি তাদের সঙ্গে বৈঠক করে বলেছেন, রেজিস্ট্রেশন ছাড়া কেউ কেন্দ্রে এলে তাকে রেজিস্ট্রেশন করিয়ে দেওয়া হবে৷ কিন্তু তাৎক্ষণিকভাবে টিকা নিতে পারবেন না৷ কবে টিকা পাবেন সেটা তার মোবাইল ফোনে পরে বার্তা পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে৷

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, রোববার সকাল ১০টায় স্বাস্থ্যমন্ত্রী ভিডিও কনফারেন্সে ৬৪ জেলার টিকা কার্যক্রমের উদ্বোধন করবেন৷ যারা টিকা নিবেন তাদের এক ঘণ্টা কেন্দ্রে থাকতে হবে৷ স্বাস্থ্যকর্মীদের পরামর্শ নেওয়ার পর তারা বাসায় ফিরবেন৷

ডা. মো. নাজমুল ইসলাম

This browser does not support the audio element.

কে কোথায় টিকা নিবেন

রোববার ঢাকার শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক টিকা নেবেন৷ প্রধান বিচারপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সকালে টিকা নেবেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে৷ দুর্যোগ প্রতিমন্ত্রী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে টিকা নিবেন৷ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) ও হাসপাতালে, কেবিনেট সচিব টিকা নেবেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি কেন্দ্রে৷ 

স্বাস্থ্য অধিদফতর থেকে জানানো হয়েছে, সরকারের অন্য মন্ত্রী, এমপিরা মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে টিকা নেবেন৷ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সচিবালয় ক্লিনিক এবং সরকারি কর্মচারী হাসপাতাল, আইনজীবীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা নিতে পারবেন৷ এর বাইরেও সবাই নিজের পছন্দমতো জায়গা থেকে টিকা নিতে পারবেন৷

ভারত সরকারের উপহার হিসেবে ২০ লাখ ও ক্রয় চুক্তি অনুযায়ী ৫০ লাখ ডোজ টিকা আগেই দেশে পৌঁছেছে৷ স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সরকার দেশের মোট জনসংখ্যার ৮০ শতাংশ, অর্থাৎ ১৩ কোটি ৮২ লাখ ৪৭ হাজার ৫০৮ জন মানুষকে করোনা ভাইরাসের টিকা দেওয়ার পরিকল্পনা করেছে৷ প্রতিজনকে দেওয়া হবে দুই ডোজ টিকা৷ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, প্রথম মাসে ৩৫ লাখ ডোজ টিকা দেওয়া হবে৷

২৭ জানুয়ারির ছবিঘর দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ