কোভিডবিধি না মানায় অস্ট্রেলিয়ায় ঢুকতে পারলেন না নোভাক জোকোভিচ। তিনি এখনো ভ্যাকসিন নেননি।
বিজ্ঞাপন
অস্ট্রেলিয়ান ওপেন খেলতে মেলবোর্ন বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন জোকোভিচ। কিন্তু তিনি একটিও টিকা নেননি। জোকোভিচের অনুরোধ ছিল, তাকে কিছুটা ছাড় দেয়া হোক। নয় ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করার পর জোকোভিচ জানতে পারেন, তাকে অস্ট্রেলিয়ায় ঢুকতে দেয়া হবে না।
অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট বলেছেন, কঠোর সিদ্ধান্ত, কিন্তু ঠিক সিদ্ধান্ত।
সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছে, জোকোভিচ এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানাতে পারেন। জোকোভিচের বাবা এর আগে জানিয়েছিলেন, টেনিস প্লেয়ারকে একটা ঘরে রাখা হয়েছে। বাইরে দুই জন পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। সেই ঘরে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না।
কেন এই সিদ্ধান্ত?
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, জোকোভিচ বিমানবন্দরে এমন কোনো নথি দেখাতে পারেননি, যার ফলে তাকে এই ছাড় দেয়া যেতে পারে। প্রধানমন্ত্রীর কথায়, ''এইটুকুই বলতে পারি, তিনি যে নথিপত্র দিয়েছিলেন, তা যথেষ্ট নয়। আর জোকোভিচের জন্য শুধু এই সিদ্ধান্ত নেয়া হয়নি। এটা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য।''
চার ঘণ্টার লড়াই, ফ্রেঞ্চ ওপেন জোকোভিচের, হেরেও প্রশংসিত চিচিপাস
ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে অসাধারণ লড়াই। দুই সেটে পিছিয়ে গিয়েও পরের তিন সেট জিতে খেতাব জিতলেন জোকোভিচ।
ছবি: Gonzalo Fuentes/REUTERS
পরপর দুই বার
পরপর দুই বার ফ্রেঞ্চ ওপেন জিতলেন নোভাক জোকোভিচ। ৫২ বছরে দ্বিতীয়বার এই ঘটনা ঘটল। ১৯ তম গ্র্যান্ড স্ল্যামও জয় করলেন তিনি।
ছবি: Gonzalo Fuentes/REUTERS
দুই সেটে পিছিয়ে
ফাইনালে জোকোভিচের প্রতিদ্বন্দ্বী ছিলেন গ্রিসের ২২ বছরের স্তেফানোস চিচিপাস। প্রথম দুই সেট অসাধারণ খেলে জিতে নিয়েছিলেন চিচিপাস। তাকে তখন অপ্রতিরোধ্য লাগছিল। সেখান থেকে খেলা ঘোরালেন জোকোভিচ। পরপর তিনটি সেট জিতলেন। জিতলেন ফ্রেঞ্চ ওপেন টুর্নামেন্টও। চার ঘণ্টা ধরে অসাধারণ লড়াই হলো।
ছবি: Gonzalo Fuentes/REUTERS
জেতার পর
এই অসাধারণ জয়ের পর একবারই উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে জোকোভিচকে। ডান হাত মুষ্ঠিবদ্ধ করে হুঙ্কার।
ছবি: Benoit Tessier/REUTERS
শুধুই প্রশংসা
জোকোভিচ এরপর প্রশংসায় ভরিয়ে দিলেন চিচিপাসকে। তিনি বললেন, ‘‘আমি চিচিপাসকে নিয়ে কথা বলতে চাই। ওর মানসিক অবস্থা বুঝতে পারছি। আমিও এমন কঠিন অবস্থার মধ্যে দিয়ে গিয়েছি। জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে জয়ের এত কাছে পৌঁছে হেরে যাওয়া এবং সেই হারকে মেনে নেওয়া খুব কঠিন।’’
ছবি: Gonzalo Fuentes/REUTERS
হেরে গেলেও
হেরে গেলেও অসাধারণ খেলেছেন চিচিপাস। জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যামের একেবারে কাছাকাছি এসে পৌঁছেছিলেন। জোকোভিচের মতো প্লেয়ারকে হারিয়ে দেয়ার জায়গায় চলে গিয়েছিলেন। নিজের প্রতিভা চিনিয়ে দিতে পেরেছেন স্তেফানোস। তবে শেষরক্ষা হয়নি। কারণ, পরে জোকোভিচ ছিলেন অপ্রতিরোধ্য।
ছবি: Gonzalo Fuentes/REUTERS
সেমিফাইনালের লড়াই
জোকোভিচ সেমিফাইনালে নাদালের বিরুদ্ধে জয়কেও সমান গুরুত্ব দিচ্ছেন। সেখানেও প্রথম সেট হেরে নাদালের বিরুদ্ধে পরপর তিনটি সেট জিতেছেন তিনি।
ছবি: Sarah Meyssonnier/REUTERS
অবিস্মরণীয় ৪৮ ঘণ্টা
প্রথমে নাদাল, তারপর চিচিপাসের বিরুদ্ধে এই জয় অবিস্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন জোকোভিচ। এই ৪৮ ঘণ্টা তাকে অনেক কিছু দিয়েছে। স্মরণীয় জয়, ইতিহাস ছোঁয়ার সম্মান এবং টেনিসে দুইটি অবিস্মরণীয় ম্যাচ জেতার সুযোগ।
ছবি: Benoit Tessier/REUTERS
দেশের হয়ে
জোকোভিচ সার্বিয়ার প্লেয়ার। জেতার পর তিনি গ্রিসের প্রশংসায় পঞ্চমুখ হলেন। তিনি বললেন, ''গ্রিসের ভাই-বোনদের ধন্যবাদ জানাতে চাই। সার্বিয়ার সঙ্গে আপনাদের দেশের সম্পর্ক খুব ভালো। শুধু তাই নয়, আপনাদের দেশ থেকে চিসিপাস ও মারিয়া সাক্কারির মতো প্রতিভা উঠে আসছে। সেটা টেনিস বিশ্বের কাছে দারুণ খুশির খবর।''
ছবি: Gonzalo Fuentes/REUTERS
8 ছবি1 | 8
আগামী ১৭ জানুয়রি থেকে অস্ট্রেলিয়ান ওপেন শুরু হচ্ছে। চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। এই প্রতিযোগিতার কর্মকর্তারা আগেই জানিয়ে দিয়েছিলেন, যারা টিকার পুরো ডোজ নিয়েছেন অথবা যারা চিকিৎসাগত কারণে ছাড় পেয়েছেন, তারাই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
টেনিস অস্ট্রেলিয়ার কর্তা ক্রেগ টিলে জানিয়েছেন, অস্ট্রেলিয়ার ঢোকার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। হয় পুরো ভ্যাকসিন নিতে হবে, অথবা ছয় মাসের মধ্যে কেউ করোনায় আক্রান্ত হয়েছেন এবং সেরে গেছেন এমন প্রমাণ দিতে হবে। চিকিৎসা সংক্রান্ত কারণও দেখানো যেতে পারে। এর বাইরে কোনো ছাড় দেয়া হয় না।
মরিসন বুধবারই জানিয়েছিলেন, জোকোভিচকে প্রমাণ দিতে হবে যে, তিনি চিকিৎসাগত কারণে টিকা নেননি। তারকা টেনিস প্লেয়ার বলে তিনি কোনো ছাড় পাবেন না। তাকে সাধারণ মানুষের মতোই দেখা হবে এবং নিয়ম মানতে হবে।
নিয়ম মানতেই হবে
জোকোভিচের ভিসা বাতিল করার পর মরিসন বলেছেন, নিয়ম নিয়মই, সকলকে সেটা মানতে হবে। বিশেষ করে যদি সেটা দেশে প্রবেশের ক্ষেত্রে হয়।
মরিসনের স্পষ্ট কথা, জোকোভিচ হোন বা অন্য কেউ, তাদের জন্য কোনো বিশেষ নিয়ম থাকবে না।