1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টিগ্রেতে আটাকলে ড্রোন হামলা, মৃত ১৭

১২ জানুয়ারি ২০২২

ইথিওপিয়ার টিগ্রেতে একটি আটাকলে ড্রোন হামলা। মৃত ১৭, আহত বহু।

ইথিওপিয়াকে ড্রোন সরবরাহ করে তুরস্ক, ইরান ও আমিরাত। ছবি: Alex Brandon/AP/picture alliance

সোমবার এই ড্রোন হামলায় যারা মারা গেছেন তাদের অধিকাংশই নারী। স্থানীয় এক ত্রাণ কর্মী সংবাদসংস্থা এএফপি-কে বলেছেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ড্রোন থেকে কয়েকটি বোমা ফেলা হয়। তারপরই প্রচণ্ড আওয়াজ, চিৎকার, হুড়োহুড়ি। মানুষ দিশেহারা হয়ে ছোটাছুটি করতে থাকেন।

গত শুক্রবারই একটি ত্রাণশিবিরে ড্রোন হামলা হয়েছিল, সেখানে ৫৯ জন মারা যান। আহত হন ১৪০ জন। তারপরই আটা কলে ড্রোন হামলা হলো।

জাতিসংঘের মুখপাত্র জানিয়েছেন, তারা এই ঘটনা সম্পর্কে কিছুই জানাতে পারবেন না। কারণ, ওই এলাকা পুরোপুরি বন্ধ করে রাখা হয়েছে। টেলিযোগাযোগ ব্যবস্থাও  বন্ধ রাখা হয়েছে। আদ্দিস আবাবায় ইথিওপিয়া সরকারের প্রতিনিধিরা জানিয়েছেন, তাদের কাছে এই ধরনের কোনো খবর নেই।

রাজনৈতিক সমাধানের জন্য চাপ

যেদিন এই ড্রোন হামলা হয়েছে, সেদিনই মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ। বাইডেন জানিয়েছেন, ইথিওপিয়ায় টিগ্রে পিপলস লিবারেশন ফোর্স(টিপিএলএফ) ও সেনার মধ্যে সংঘাতে প্রচুর সাধারণ মানুষ মারা গেছেন ও যাচ্ছেন। লাখ লাখ মানুষ গৃহহীন। তাই তিনি উদ্বিগ্ন। বাইডেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের উপর জোর দিয়েছেন।

বর্তমান প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ ২০১৮ সালে ক্ষমতায় এসেছিলেন। তার আগে ৩০ বছর ধরে ইথিওপিয়ায় কেন্দ্রীয় সরকার টিপিএলএফের প্রশ্নাতীত নিয়ন্ত্রণ ছিল।

জিএইচ/এসজি(এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ