1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টিপাইমুখ বাঁধ নির্মানের প্রতিবাদে লং মার্চ শুরু

Golan Mostofa Sarowar৮ আগস্ট ২০০৯

ভারতের টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে তিন দিনের লং মার্চ শনিবার বাংলাদেশের রাজধানি ঢাকা থেকে শুরু হয়েছে৷আগামী সোমবার সিলেটের জকিগঞ্জে গিয়ে শেষ হবে এই লংমার্চ৷

ছবি: Bdnews24.com

টিপাইমুখ বাঁধ প্রতিরোধ কমিটি ও সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ নামে দু'টি সংগঠনের আহ্বানে চলছে এই কর্মসূচী ৷

সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে লংমার্চের উদ্ভোধন করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশল বাংলাদেশের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমেদ৷ তিনি বলেন, টিপাই প্রকল্পের বিষয়ে জনগনের মত উপেক্ষা করে কোন সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না৷ সরকার যতদিন জনমঙ্গালিক পথে থাকবে ততদিন আমরাও তাদের পাশে থাকব৷ কারণ হিসেবে তিনি বলেন, টিপাইমুখ বাঁধের কারণে যে সমস্যা হবে তা জনগণের৷ এটি কোন দলীয় বিষয় নয়৷ অধ্যাপক মোজাফফর আহমেদ আরো বলেন, ২০০৩ সালে বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নেতৃত্বেই প্রথমবারের মত টিপাইমুখ প্রকল্পের বিরদ্ধে পরিবেশবাদীরা সোচ্চার হয়৷

বিশেষজ্ঞরা বলছেন, টিপাইমুখ বাঁধটি নির্মিত হলে অনেক নদীই শুকিয়ে যাবেছবি: AP

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ, পরিবেশ বিশেষজ্ঞ প্রকৌশলী এসআই খান, টিপাইমুখ বাঁধ প্রতিরোধ কমিটির সভাপতি আবেদ রাজা প্রমূখ৷ সকাল পৌনে ১১টায় লংমার্চ শহীদ মিনার থেকে বেরিয়ে মুক্তাঙ্গনে পৌঁছে৷ এরপর গাড়িবহর জকিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়৷

পরিবেশ বিশেষজ্ঞ প্রকৌশলী এসআই খান বলেন, ভারতের এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের পূর্ব উত্তরাঞ্চল মরুভুমিতে পরিণত হবে৷

আবেদ রাজা বলেন, ভারত সম্পূর্ণ অন্যায়ভাবে টিপাইমুখ বাঁধ নির্মান করতে যাচ্ছে৷ তিনি বলেন, টিপাইমুখ বাঁধ নির্মিত হলে সুরমা, কুশিয়ারা ও মেঘনা শুকিয়ে যাবে৷ আমরা ৫ লাখ লোক নিয়ে সিলেটের জকিগঞ্জ সীমান্ত বৈঠক করব৷ তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচীতে ভারত যদি বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে৷

উল্লেখ্য গত ২৯শে জুলাই টিপাইমুখ বাধ পরিদর্শনে গিয়েছিলেন বাংলাদেশের একটি সংসদীয় প্রতিনিধি দল৷ দলের নেতা আবদুর রাজ্জাক দেশে ফিরে বলেছেন, বাংলাদেশের জন্য ক্ষতিকর কোন প্রকল্প ভারত বাস্তবায়ন করবে না বলে তাদের আশ্বস্ত করেছে৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: আবদুস সাত্তার

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ