1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টিভিতে ‘গুজব’ তদারকির পরিপত্র বাতিল

২৬ মার্চ ২০২০

করোনা ভাইরাস সংক্রমণের সংবাদ নিয়ে বাংলাদেশের বেসরকারি টেলিভিশনগুলোতে কোনো গুজব ছড়ানো হচ্ছে কিনা জানতে কয়েকজন কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে একটি পরিপত্র জারি করেছিল তথ্য মন্ত্রণালয়৷ ব্যাপক সমালোচনার মুখে সেটি বাতিল করা হয়েছে৷

ছবি: Getty Images/S. Franklin

আগের পরিপত্র জারির কয়েক ঘণ্টা পরই তথ্য মন্ত্রণালয় আরেকটি পরিপত্র জারি করে৷ অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. মিজান উল আলম স্বাক্ষরিত এই আদেশে বলা হয়, ‘‘কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত প্রচারণা/গুজব মনিটরিং করার জন্য জারিকৃত পত্রে ভুলভ্রান্তি থাকায় তা কর্তৃপক্ষের নির্দেশের পরিপ্রেক্ষিতে বাতিল করা হলো৷’’

দেশের ৩০টি বেসরকারি টেলিভিশনে গুজব ছড়ানো হচ্ছে কিনা ‘মনিটর' করতে মন্ত্রণালয়ের ১৫ কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে বৃহস্পতিবার দুপুরে আদেশ জারি করেছিল মন্ত্রণালয়৷ সেই আদেশটিতে সই করেছিলেন মন্ত্রণালয়ের উপসচিব নাসরিন পারভীন৷

অবশ্য আগের আদেশটিতে ঠিক কী ধরনের ‘ভুলভ্রান্তি’ ছিল, তা উল্লেখ করা হয়নি পরের আদেশে৷

এডিকে/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ