1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সামনে নগ্ন নারী, ধারাভাষ্যে পুরুষ

এলেন ওটসেন / জেডএইচ১৩ মে ২০১৩

পুরো ঘর অন্ধকার৷ শুধু একটি স্থানে আলো ফেলা হয়েছে৷ সামনে বসে দুজন পুরুষ৷ কিছুক্ষণ পর ঐ আলোর নীচে এসে দাঁড়ায় এক নারী৷ এরপর পরনে থাকা কাপড়টি খুলে ফেলে সে৷ তারপর কয়েক মুহূর্তের নীরবতা৷

***Screenshot darf nur in Zusammenhang mit einer Berichterstattung über die Webseite verwendet werden*** Webseite der Dänischen Senders dr.dk. Die umstrittene TV Sendung Blachman. http://www.dr.dk/TV/kanal/DR2/Artikler/20130507132719.htm
ছবি: dr.dk

এই হলো এখনকার সময়ে বিতর্কিত একটি টেলিভিশন শো'র শুরুর দিককার কয়েক মিনিটের বর্ণনা৷

নীরবতা কেটে গেলে শুরু হয় বসে থাকা দুই পুরুষের ধারা বর্ণনা৷ একে একে তারা তাদের সামনে দাঁড়িয়ে থাকা সম্পূর্ণ নগ্ন ঐ নারীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা দিতে থাকেন৷ অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী ঐ নারীটির কথা বলার কোনো অধিকার নেই৷ সে শুধু শুনবে৷

অনেকে এটাকে ইতিহাসের সবচেয়ে যৌনবৈষম্যবাদী অনুষ্ঠান বলছেনছবি: Dron/Fotolia

ডেনমার্কের ‘ডিআর২' নামক টেলিভিশন চ্যানেলের প্রাইম টাইমে ‘ব্লাখমান' নামক এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে৷ অনুষ্ঠানের নাম এসেছে বিতর্কিত এই শো'র পরিকল্পনাকারী টোমাস ব্লাখমানের নাম থেকে৷ তিনি একজন তারকা জ্যাজ মিউজিশিয়ান এবং ডেনিশ ‘এক্স-ফ্যাক্টর' শো'র সাবেক বিচারক৷

প্রতিটি অনুষ্ঠানে ব্লাখমানের সঙ্গে থাকেন একজন অতিথি৷ এই দুজন মিলেই নগ্ন নারীর শরীরের বর্ণনা দেন৷ এখন পর্যন্ত এই শো'তে অতিথি হয়ে এসেছেন লেখক, ফ্যাশন ডিজাইনার থেকে শুরু করে যৌনতা বিষয়ক বিশেষজ্ঞ, কৌতুক অভিনেতা, এমন অনেকে৷

সমালোচনা

অনুষ্ঠানটির প্রচার শুরু হওয়ার পর থেকে সমালোচনায় মুখর হয়ে উঠেছেন দর্শক সহ ডেনমার্কের অনেকেই৷ তাঁরা এটাকে ইতিহাসের ‘সবচেয়ে যৌনবৈষম্যবাদী' অনুষ্ঠান বলছেন৷ কারণ এর মাধ্যমে নারীকে চরম অবমাননা করা হচ্ছে বলে মনে করেন তাঁরা৷

পরিকল্পনাকারীর বক্তব্য

ব্লাখমান বলেন, ‘‘একজন নারী তাঁর দেহ সম্পর্কে একজন পুরুষের কথা শুনতে চায়৷ এই অনুষ্ঠানে পুরুষরা নারীর সামনেই তার শরীর নিয়ে কথা বলে৷

অনুষ্ঠানটার উদ্দেশ্য হচ্ছে পর্নোগ্রাফির দিকে না গিয়ে নারীর শরীরের সৌন্দর্য নিয়ে আলোচনা করা৷''

ব্লাখমান আরও বলেন, তিনি ‘নারীদের সম্পর্কে পুরুষরা কী ভাবে, সে সম্পর্কে নারীদের চিন্তাভাবনায় পরিবর্তন আনতে চান৷'

এই দুজন মিলেই নগ্ন নারীর শরীরের বর্ণনা দেনছবি: DR/Mads Rahbæk

নগ্ন হওয়া নারী কী বলছেন

অনুষ্ঠানে নগ্ন হওয়া এক নারী মেটে মুনকো ডয়চে ভেলেকে বলেন, ‘‘এটা একটা শিল্প, এটা কোনো সস্তা দরের টিভি অনুষ্ঠান নয়৷ এই পুরুষরাতো আর আমাদের শরীর দেখে লালায়িত হচ্ছে না৷ বরং তারা নারীর শরীরকে সম্মান করছে৷''

প্রিয় পাঠক, এবার আপনার পালা মন্তব্য করার৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ