একদিনের বিশ্বকাপে ভারতের দলে থাকা চারজন বাদে বাকি সবাইকে বিশ্রামে পাঠানো হলো। নতুন অধিনায়ক সূর্যকুমার।
বিজ্ঞাপন
একদিনের ক্রিকেট এখন অতীত, বিশ্বকাপের কথা মাথায় রেখে এবার টি-টোয়েন্টি ক্রিকেটে প্রবেশ করছে ভারত। প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া। আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের সিরিজ। সেখানেই ভারতের দলে আমূল পরিবর্তন করা হয়েছে। রোহিত, বিরাট, কে এল রাহুল, বুমরাহ, শামি, জাদেজা, কুলদীপরা কেউ দলে নেই। তাদের বিশ্রাম দেয়া হয়েছে।
হার্দিক পান্ডিয়া যেহেতু এখনো চোট-আঘাত সারিয়ে ফিরতে পারেননি, তাই অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে। একদিনের বিশ্বকাপে সূর্যের পারফরমেন্স মোটেই আহমরি নয়। তিনি অনেকগুলি ম্যাচে সুযোগ পেলেও রান করতে পারেননি। ফাইনালেও ব্যর্থ হয়েছেন। তবে গাভাস্কার-সহ অনেক বিশেষজ্ঞই মনে করেন, সূর্য ৫০ ওভারের ম্যাচের প্লেয়ারই নন। তিনি টি-টোয়েন্টির প্লেয়ার।
শক্তিশালী অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে তিনিই অধিনায়ক। প্রথম দুইটি ম্যাচে সহ-অধিনায়ক করা হয়েছে রুতুরাজ গাইকোয়াড়কে। তার নেতৃত্বেই এশিয়ান গেমসে ক্রিকেট দল গিয়েছিল। তবে শেষ দুইটি ম্যাচে সহ-অধিনায়ক হিসাবে থাকবেন শ্রেয়স আইয়ার।
শামি কীভাবে এই সাফল্য পেলেন?
বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাত উইকেট নিয়ে দলকে জিতিয়েছেন শামি। তার এই সাফল্যের রহস্য কী?
ছবি: PUNIT PARANJPE/AFP/Getty Images
অবিশ্বাস্য বোলিং
নয় দশমিক পাঁচ ওভারে ৫৭ রান দিয়ে সাত উইকেট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই অতিমানবিক পারফরমেন্স করে ভারতকে ফাইনালে তুললেন মহম্মদ শামি। আউট করলেন কনওয়ে, রাচিন রবীন্দ্র, উইলিয়ামসন, মিচেল, লাথাম, স্যন্টনার, সাউদিকে। নিউজিল্য়ান্ডের মতো প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এই বোলিং নিয়ে কোনো কথা হবে না।
ছবি: Manish Swarup/AP Photo/picture alliance
তাও অখুশি শামি
এই পারফরমেন্সের পরেও শামি খুশি নয়। খেলা শেষ হয়ে যাওয়ার পর তিনি বারবার আক্ষেপ করছিলেন, ''উইলিয়ামসনের ক্যাচটা ফেলা আমার উচিত হয়নি। অবশ্যই ধরা উচিত ছিল। ক্যাচটা ফেলে খুব খারাপ লাগছিল।'' যে ক্যাচের কথা শামি বলছেন, সেটা মোটেই কঠিন ছিল না। পরে অবশ্য উইলিয়ামসনকে তিনিই আউট করেন।
ছবি: Adnan Abidi/REUTERS
'সুযোগের অপেক্ষায় থাকি'
শামি জানিয়েছেন, তিনি সুযোগের অপেক্ষায় থাকেন। তার কথায়, ''আমি সাদা বলে খেলার খুব বেশি সুযোগ পাই না। তাই মুখিয়ে থাকি। সুযোগ পেলে তার সদ্বব্যবহার করার চেষ্টা করি।'' এবারের বিশ্বকাপেও প্রথম কয়েকটা ম্যাচে খেলার সুয়োগ পাননি। বাইরে বসে কাটাতে হয়েছিল। প্রথম সুযোগেই বজিমাত করছিলেন শামি। নিয়েছিলেন পাঁচ উইকেট।
ছবি: Rajanish Kakade/AP/picture alliance
সাফল্যের রহস্য কী?
শামি জানিয়েছেন, তার সাফল্যের রহস্য হলো, বলটা ঠিক জায়গায় রাখা। শামি বলেছেন, ''অনেকে বলের বৈচিত্রের কথা বলেন, তবে আমার মনে হয়, বল ঠিক জায়গায় রাখাটাই সবচেয়ে জরুরি। তাহলে সাফল্য আসবেই। ম্যাচের যে কোনো সময় এভাবেই উইকেট পাওয়া যায়।'' তবে, শামির বলের বৈচিত্রও যথেষ্ট। দুই দিকেই সুইং করাতে পারেন। অসম্ভভ ভালো স্লোয়ার দেন। ইয়র্কারেও পারদর্শী।
ছবি: SAEED KHAN/AFP/Getty Images
১৭ ম্যাচে ৫০ উইকেট
বিশ্বকাপে মাত্র ১৭ ম্যাচ খেলে ৫০ উইকেট পেয়েছেন শামি। বিশ্বকাপে তার উইকেটের সংগ্রহ ৫৪। বিশ্বকাপে এত দ্রুত ৫০ উইকেট কোনো বোলার নিতে পারেননি। বিশ্বের সপ্তম বোলার হিসাবে একদিনের বিশ্বকাপে শামি ৫০ উইকেট নিলেন। বোলিংয়ের ক্ষেত্রে একটা অবিশ্বাস্য সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি।
ছবি: FRANCIS MASCARENHAS/REUTERS
চারবার পাঁচ উইকেট
এই বিশ্বকাপে এই নিয়ে তিনবার পাঁচ উইকেট পেলেন শামি। তিনবার ম্যাচের সেরা হলেন তিনি। সবমিলিয়ে বিশ্বকাপে চারবার পাঁচ উইকেট নিয়েছেন তিনি। এই নজির আর কোনো বোলারের নেই।
ছবি: Rajanish Kakade/AP/picture alliance
সবচেয়ে বেশি উইকেট
উইকেট নেয়ার তালিকায় জাম্পাকে পিছনে ফেলে এখন এক নম্বরে শামি। এই বিশ্বকাপে তিনি ২৩টি উইকেট নিয়েছেন। তাছাড়া তিনিই একমাত্র ভারতীয় বোলার যিনি বিশ্বকাপের একটি ম্যাচে সাতটি উইকেট নিলেন। এর আহে নেহরা ছয়টি উইকেট নিয়েছিলেন।
ছবি: PUNIT PARANJPE/AFP/Getty Images
পারিবারিক জটিলতা টলাতে পারেনি
কিছুদিন আগে বাবাকে হারিয়েছেন। স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। স্ত্রী হাসিন জাহান শামির বিরুদ্ধে নিয়মিত ভয়ংকর সব অভিযোগ করেন। আত্মহত্যারও চেষ্টা করেছেন শামি। সেখান থেকে মাঠে ফিরে এসে নিজেকে উজাড় করে দিয়েছেন। ক্রিকেটের ২২ গজই তার মুক্তির জায়গা।
ছবি: Getty Images/R. Cianflone
8 ছবি1 | 8
সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে আইপিএলে ভালো খেলা ক্রিকেটারদের দলে নেয়া হয়েছে। ১৫ জনের দলে রাখা হয়েছে মারকুটে ব্যাটার রিঙ্কু সিং-কে। সুযোগ পেয়েছেন তিলক বর্মা, যশস্বী জয়সওয়াল, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, মুকেশ কুমার, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণ, জিতেশ শর্মা, ইশান কিশান।
আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৪ থেকে ৩০ জুন এই বিশ্বকাপ চলবে অ্যামেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে। তার দিকে নজর রেখেই এই টিম গড়া হয়েছে। সেজন্যই এভাবে প্রতিভাবানদের নিয়ে দল গড়া হয়েছে। আর সিনিয়ররা সমানে খেলতে খেলতে ক্লান্ত। তার উপর বিশ্বকাপ ফাইনালে হারের ধাক্কার পর তাদের বিশ্রামের প্রয়োজন আছে বলে নির্বাচকরা মনে করছেন।
উইলো ক্রিকেট ব্যাটের ভবিষ্যৎ কি সংকটে?
01:14
নতুন কোচ কে হবেন, তা নিয়ে এখন প্রচুর জল্পনা চলছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট বলছে, ভিভিভি এস লক্ষ্মণই পরবর্তী কোচ হতে পারেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ হবে বিশাখপত্তনমে ২৩ নভেম্বর, তারপর ২৬ নভেম্বর থিরুঅনন্তপুরম, ২৮ নভেম্বর গুয়াহাটি, ১ ডিসেম্বর নাগপুর ও ৩ ডিসেম্বর হায়দরাবাদে ম্যাচ হবে।