1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টি-টোয়েন্টি বিশ্বকাপে কেমন হলো ভারতীয় দল?

১৪ সেপ্টেম্বর ২০২২

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই দল নিয়ে চলছে তুমুল আলোচনা। হচ্ছে সমালোচনাও।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। ছবি: Getty Images/D. Sarkar

বিসিসিআই ঘোষিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল এরকম: রোহিত শর্মা(অধিনায়ক), কে এল রাহুল(সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যজুবেন্দ্র চাহল, অক্ষর প্যাটেল, যশপ্রিত বুমরাহ, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং।

মহম্মদ শামি, রবি বিষ্ণোই, শ্রেয়স আইয়ার ও দীপক চাহারকে রিজার্ভে রাখা হয়েছে। কোনো ক্রিকেটার আহত হলে বা জরুরি দরকারে তাদের ডাকা হতে পারে।

কী বলছেন সাবেক ক্রিকেটাররা?

সাবেক অধিনায়ক আজহারউদ্দিন বলেছেন, ''শ্রেয়স আইয়ার ও শামি বাদ পড়ায় আমি অবাক হয়েছি।'' সাবেক ক্রিকেটার এবং নির্বাচক কমিটির সাবেক চেয়ারম্যান কৃষ্ণমাচারি শ্রীকান্ত খোলাখুলি বলেছেন, ''আমি নির্বাচন কমিটির  চেয়ারম্যান হলে শামিকে অবশ্যই নিতাম। আমাদের অস্ট্রেলিয়ায় খেলতে হবে। শামির পেস আছে, বাউন্স আছে। ইনিংসের শুরুতে উইকেট নিতে পারে। তাই হর্ষল প্যাটেলের জায়গায় আমি শামিকেই বাছতাম।''

দলে শামির না থাকা নিয়ে বিতর্ক তুঙ্গে। ছবি: Getty Images/A. Davidson

শ্রীকান্তের মতে, ''হর্ষল ভালো বোলার। কিন্তু এই টিমে শামিকে দরকার ছিল। আইপিএলেও শামি ভালো খেলেছে। তাই আমার টিমে শামি থাকতই।''

সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার রবি বিষ্ণোইয়ের বাদ পড়ার কথা তুলেছেন। নিউজ১৮-কে তিনি বলেছেন, ''এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে রবি ভালো খেলেছিল। বাবর আজমের উইকেট নেয়। বেশি রান দেয়নি। তাকে বাদ দেয়া হয়েছে।'' তবে গাভাস্কার মনে করেন, বিষ্ণোইয়ের সামনে এখনো অনেকগুলি টি-টোয়েন্টি  বিশ্বকাপে খেলার সুযোগ আছে।

গাভাস্কারের মত হলো, ''এখন দল ঘোষণা হয়ে গেছে। কে বাদ পড়ল, কে খেলছে, এখন এই সব প্রশ্ন না তুলে ভারতীয় দলকে সমর্থন করতে হবে।''

চোট সারিয়ে দলে ফিরেছেন বোলিংয়ের বড় ভরসা বুমরাহ।ছবি: Getty Images/AFP/A. Dennis

নেটিজেনজদের সমালোচনা

নেটিজেনরা সবচেয়ে বেশি সোচ্চার সঞ্জু স্যামসনকে বাদ দেয়া নিয়ে। টুইটারে প্রচুর মানুষ প্রশ্ন তুলেছেন, কেন সঞ্জু বাদ? কেন কে এল রাহুলের মতো ফর্মে না থাকা ব্যাটার টিমে থাকবেন? ঋষভ পন্থের ব্যাটিং নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। অনেকে বলছেন, কেন শামিকে বাদ দেয়া হলো?

এমনকী এই প্রশ্নও উঠছে, ঋদ্ধিমানকে বয়সের কারণ দেখিয়ে ছেঁটে ফেলা হলো। অথচ, দীনেশ কার্তিকের মতো বয়স্ক প্লেয়ারকে বহু বছর পর টি-টোয়েন্টি দলে ফেরানো হলো। অশ্বিনকেও দলে রাখা হলো। দুই রকম মাণদণ্ড কেন?

ফলে টিম নিয়ে সংশয় ও সমালোচনা আছে। আবার ধারাবাষ্যকার হর্ষ ভোগলের মতে, এই টিমই সেরা। এদের বাদ দিয়ে আর কাউকে টিমে ভাবতে পারছেন না তিনি।

জিএইচ/এসজি (পিটিআই, ইন্ডিয়ান এক্সপ্রেস)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ