1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ ঘিরে তুমুল উত্তেজনা

২২ অক্টোবর ২০২১

দীর্ঘদিন পর আবার ক্রিকেটের মাঠে ভারত-পাকিস্তান দ্বৈরথ। আগামী ২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে। বাড়ছে উত্তেজনা।

প্রতীকী ছবি। ছবি: Getty Images/AFP/D. Sarkar

ভারত-পাক ক্রিকেট ম্যাচ মানেই টানটান উত্তেজনা, তীব্র প্রতিদ্বন্দ্বিতা, বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি না ছাড়ার মনোভাব এবং দুই দেশের কোটি কোটি ক্রিকেট ফ্যানের আবেগের বিস্ফোরণ। সেজন্যই এই ম্যাচের গুরুত্ব, তাৎপর্য আলাদা। আগামী রোববার আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে ভারত ও পাকিস্তান। এখন থেকেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। আর এই উত্তজনা যে কতটা বাড়ে, ম্যাচ শুরুর পর সমর্থকদের আবেগের বিস্ফোরণ যে কোন জায়গায় পৌঁছায়, তা মাপার মতো কোনো যন্ত্র এখনো আবিষ্কার হয়নি।

ম্যাচ বাতিলের দাবি

পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ থাকলেই ভারতে তা বাতিল করার দাবি ওঠে। তোলেন, মূলত রাজনীতিকরা। এবারেও তার অন্যথা হয়নি। বিজেপি, আপ, আরপিআই নেতারা ম্যাচ বাতিলের দাবি জানিয়েছেন। তবে বিসিসিআই-ও জানিয়ে দিয়েছে ম্যাচ বাতিলের কোনো সম্ভাবনা নেই।

কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ কিশোরের দাবি, ''ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক ভালো নয়। তাই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে সিদ্ধান্ত আরেকবার খতিয়ে দেখা হোক।'' আরেক কেন্দ্রীয় মন্ত্রী ও আরপিআই নেতা রামদাস আঠাবলে বলেছেন, ''পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলা উচিত নয় ভারতের। কারণ, প্রতিবেশী দেশ এখনো শিক্ষা নেয়নি। পাকিস্তান কাশ্মীরের উন্নয়ন হতে দিচ্ছে না। তাই ওদের বিরুদ্ধে ক্রিকেট ম্যাচ খেলা উচিত নয়।'' আপ বিধায়ক অতিশি বলেছেন,'' আমরা দেখছি, কাশ্মীরে মানুষ আক্রান্ত হচ্ছেন। ভারতের বিরুদ্ধে স্টেট স্পনসরড টেররিজম চলছে। তাই কেন ক্রিকেটের ময়দানে পাকিস্তানের সঙ্গে খেলবে ভারত?''

কিন্তু বিসিসিআইয়ের কর্মকর্তা ও কংগ্রেস নেতা রাজীব শুক্ল বলেছেন, ''কাশ্মীরের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। কিন্তু ম্যাচ বাতিল করা হচ্ছে না।''

ভারত এগিয়ে?

সাবেক ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ এবং সাবেক পাকিস্তান ক্রিকেটার সেলিম মালিক মনে করেন, এই ম্যাচে ভারতই এগিয়ে। পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে ভারত কখনোই পাকিস্তানের কাছে হারেনি।

এবিপি নিউজকে শেহবাগ বলেছেন, ভারতীয় ক্রিকেটারদের উপর চাপ কম থাকবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সবসময়ই পাকিস্তানের তুলনায় ভালো খেলেছে। তার দাবি, খেলার আগে ভারতীয় ক্রিকেটাররা কখনো বড় বড় কথা বলেন না। সেটা আসে পাকিস্তানি ক্রিকেটারদের তরফ থেকে। ভারত সবসময় ভালো করে প্রস্তুতি নেয়। আর ভালো প্রস্তুতি থাকলে ফলাফলও ভালো হয়।

আনন্দবাজারকে দেয়া সাক্ষাৎকারে সেলিম মালিক বলেছেন, কোনো সন্দেহ নেই, পাকিস্তানের তুলনায় ভারত এবার এগিয়ে। আইপিএল খেলার ফলে টি-টোয়েন্টিতে ভারত খুবই ভালো জায়গায় এসে গেছে। ভারতীয় দলকে হারানো খুবই কঠিন। তার মতে, ভারত চাপের মুখে ভেঙে পড়লে অঘটন ঘটতে পারে।

সেলিম মালিক পাকিস্তান ক্রিকেট কর্তাদের প্রবল সমালোচনা করেছেন। তিনি সাক্ষাৎকারে বলেছেন, প্রথমে একটা দল বাছা হলো। তারপর সমালোচনা হওয়ায় দল বদলে ফেলা হলো। এটা অর্থহীন। এরকম করলে ক্রিকেটাররা চাপে পড়ে। মালিকের মতে, পাকিস্তানের ব্যাটিং ভরসা হলেন বাবর আজম এবং ফখর জামান।

পাক নির্বাচকরা আবার প্রবীণ ক্রিকেটার শোয়েব মালিককে দলে নিয়ে এসেছেন। সেলিম মালিক মনে করেন, এতে অভিজ্ঞতা বাড়লেও চাপ আরো বেড়েছে। সবসময় বাদ যাওয়ার চিন্তা মাথায় থাকছে। তার অভিযোগ, ভারতীয় ক্রিকেটাররা দলের জন্য খেলে, আর পাকিস্তানি ক্রিকেটাররা দলে জায়গা ধরে রাখার জন্য খেলে।

সৌরভের পরামর্শ

ভারতীয় দলকে আরো পরিণত হওয়ার পরামর্শ দিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া সম্ভব। কোহলিদের প্রতিভা আছে। তবে তাদের আরো পরিণত হতে হবে। মানসিকভাবে জয়ের জায়গায় পৌঁছতে হবে তাদের।

রামিজ রাজার চেষ্টা

২০২৩ সালে পাকিস্তানে এশিয়া কাপ হওয়ার কথা। সেই প্রতিযোগিতায় ভারতীয় ক্রিকেট দল যাতে অংশ নেয়, তার জন্য এখন থেকেই উদ্যোগী  হয়েছেন রামিজ রাজার পাকিস্তান ক্রিকেট বোর্ড। দুবাইয়ে সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় সৌরভ ও জয় শাহের সঙ্গে কথা বলেছেন রামিজ রাজা। পরে তিনি বলেন, খেলার সঙ্গে রাজনীতির সম্পর্ক থাকা উচিত নয়। আমি দুই দেশের মধ্যে ক্রিকেট সম্পর্ক আবার স্থাপন করার চেষ্টা করছি।

কিন্তু আমিরাতের মাঠে বিশ্বকাপের আসরে পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলা একটা ব্যাপার, আর পাকিস্তানে গিয়ে ম্যাচ খেলার তাৎপর্য আলাদা। বিজেপি সূত্র জানাচ্ছে, দুই দেশের সম্পর্ক যে জায়গায়, তাতে পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলার প্রশ্ন এখন উঠছে না।

ক্রিকেট মাঠে ভারত-পাক লড়াই

ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান লড়াই সবসময়ই অনন্য। পাকিস্তানের ব্যাটিং পরামর্শদাতা ম্যাথু হেডেন বলেছেন, ক্রিকেটের সব চেয়ে বড় দ্বৈরথ অপেক্ষা করে আছে। অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ বলেছেন, ভারতীই বিশ্বকাপ জিতবে। সব দিক থেকে ভালো দল। স্মিথের মতে, আইপিএলের শেষ পর্ব দুবাইতে হয়েছে। তাই সব ভারতীয় ক্রিকেটার পরিবেশের সঙ্গে খুব ভালোভাবে নিজেদের মানিয়ে নিয়েছে।

ইনজামাম উল হকও একই কথা বলছেন। তিনি বলেছেন, এই উপমহাদেশের উইকেটে ভারত ভয়ংকর দল। ওদের অভিজ্ঞতাও প্রচুর। তার মতে, ভারত-পাক ম্যাচ মানে বিশ্বকাপ ফাইনালের আগে একটা ফাইনাল খেলা হয়ে যাওয়া।

জিএইচ/এসজি (পিটিআই, এএনআই, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ