1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে কি না, জানা যাবে ২৮ জুন

২ জুন ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা ভারতে হবে কি না, তা ঠিক করার জন্য ২৮ জুন পর্যন্ত সময় পেল ভারতীয় বোর্ড।

টি-টোয়েন্টি নিয়ে কী করবে সৌরভের নেতৃত্বাধীন ভারতীয় বোর্ড?ছবি: Getty Images/AFP/P. Paranjpe

অক্টোবরের মাঝামাঝি থেকে ভারতে শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। কিন্তু ভারতে এথন করোনার যথেষ্ট প্রকোপ রয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ ভারতকে কাঁপিয়ে দিয়েছে। এখন অবশ্য সংক্রমণ কমেছে। তবে তাও পরিস্থিতি চিন্তাজনক। ভারতে এই গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়নশিপ করা যাবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় বোর্ড আইসিসি-র কাছ থেকে কিছুদিন বাড়তি সময় চেয়েছিল ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ করা নিয়ে।

এই অবস্থায় আইসিসি ভারতীয় বোর্ডকে বাড়তি সময় দিয়েছে। সৌরভ জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে ২৮ জুন পর্যন্ত সময় দিয়েছে আইসিসি। তার মধ্যে জানাতে হবে, ভারত আয়োজন করতে পারবে কি না।

ভারত আয়োজন করতে না পারলে আইসিসি এই বিশ্বকাপকে সরিয়ে নিয়ে যাবে সংযুক্ত আরব আমিরাতে। ওমানেও কিছু ম্যাচ হতে পারে। যে বিষয়টা আইসিসি-কে চিন্তায় রেখেছে তা হলো, বিশেষজ্ঞরা বলছেন, এই বছরের শেষে করোনার তৃতীয় ঢেউ আসতে পারে। তখন ভারতে যদি পরিস্থিতি আবার খারাপ হয়, তা হলে টুর্নামেন্ট করা নিয়ে সংশয় দেখা দেবে।

তাছাড়া কর ছাড়ের বিষয়টিও ঝুলে আছে। আইসিসি চাইছে, বিশ্বকাপের রাজস্ব থেকে কর ছাড় দিক ভারত সরকার। বিসিসিআই-কে বিপুল পরিমাণ টাকা কর দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। বিসিসিআইয়ের শেষ বৈঠকে রাজ্য অ্যাসোসিয়েশনগুলি বলেছে, ভারতে যদি বিশ্বকাপ হয়, তা হলে বিসিসিআই কর দিয়েও তার আয়োজন করুক। এই বিষয়টি নিয়েও জুনের মধ্যেই তাদের আইসিসি-কে জানানোর কথা।

জিএইচ/এসজি(পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ