ঢাকায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফররত ওয়েস্ট ইন্ডিজকে ৩৬ রানে হারিয়েছে বাংলাদেশ৷ ফলে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচের একটি করে জিতলো ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ৷ সিরিজ নির্ধারণী ম্যাচটি হবে শনিবার৷
বিজ্ঞাপন
প্রথমে ব্যাট করতে নেমে লিটন দাসের ৩৪ বলে ৬০ রান আর মাহমুদুল্লাহ ও সাকিবের যথাক্রমে ৪৩ ও ৪২ রানের সুবাদে মাত্র চার উইকেট হারিয়ে ২১১ রান করে টাইগাররা, যা দেশের মাটিতে সর্বোচ্চ৷
লিটন দাস ৬০ রান করতে ছয় মেরেছেন চারটি, আর চার হাঁকিয়েছেন ছয়টি৷ টি-টোয়েন্টিতে এটি তাঁর দ্বিতীয় অর্ধশতক৷
মাহমুদুল্লাহ আর সাকিবের জুটি মাত্র সাত ওভারে ৮৯ রান যোগ করে৷ এছাড়া সৌম্য সরকার ২২ বলে ৩২ রান করেছেন৷
এরপর সাকিবের দুর্দান্ত বোলিংয়ে ১৭৫ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা৷ তখনও চার বল বাকি ছিল৷
২১ রান দিয়ে পাঁচ উইকেট নেন সাকিব৷ এছাড়া মুস্তাফিজ দুটি, আর আবু হায়দার, মিরাজ ও মাহমুদুল্লাহ একটি করে উইকেট পেয়েছেন৷
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন ওয়ানডে অধিনায়ক রোভম্যান পাওয়েল৷
সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে আট উইকেটে হারিয়েছিল সফরকারীরা৷ ওই ম্যাচে মাত্র ১২৯ রানে অলআউট হয়ে গিয়েছিল টাইগাররা৷
দেশের মাঠে সর্বোচ্চ রান
বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২১১ রান করার আগে দেশের মাটিতে টাইগারদের সর্বোচ্চ রান ছিল পাঁচ উইকেটে ১৯৩ রান৷ চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ঐ সংগ্রহ ছিল বাংলাদেশের৷
ওই ম্যাচের পর শ্রীলঙ্কা সফরে গিয়ে বিদেশে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ৷ ১০ মার্চ কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ ২১৫ রান করে টাইগাররা৷ এটিই এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ৷ ঐ ম্যাচে মুশফিক ৩৫ বলে ৭২ রান করেছিলেন৷ লিটন দাসও সেদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন৷ তিনি ১৯ বলে করেছিলেন ৪৩ রান৷
জেডএইচ/এসিবি (ইএসপিএন)
১৩ ডিসেম্বরের ছবিঘরটি দেখুন...
বাংলাদেশের ক্রিকেট রেকর্ড
ক্রিকেট দুনিয়ায় বাংলাদেশের খেলোয়াড়রা বারবার নিজেদের প্রমাণ করেছেন৷ চলুন এক নজরে দেখে নিই বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে কারা সেরা৷
ছবি: Getty Images/AFP/I. S. Kodikara
সেরা ব্যাটসম্যান
ওয়ানডে, টেস্ট ও টিটোয়েন্টি তিন ফরম্যাটেই বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল৷ তিনি এরই মধ্যে টেস্টে চার হাজার, ওয়ানডেতে ৬ হাজার ও টিটোয়েন্টিতে দেড় হাজার রানের মাইলফলক পেরিয়েছেন৷
ছবি: Getty Images/AFP/Strdel
সেরা বোলার
টেস্ট ও টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলার সাকিব আল হাসান৷ টেস্টে ২০০ উইকেটের মাইলফলক এরই মধ্যে পেরিয়েছেন৷ তবে ওয়ানডেতে এখনো মাশরাফিই সেরা৷ অবশ্য মাশরাফি ক্রিকেট ছেড়ে দিলে সাকিব যে কোনো সময়ই টপকে যেতে পারেন তাঁকে৷
ছবি: Getty Images/AFP/M. Melville
সেরা অলরাউন্ডার
সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার৷ তাই বিনাবাক্যে বাংলাদেশেরও সেরা অলরাউন্ডার তিনি৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
সেরা উইকেটরক্ষক
তিন ফরম্যাটেই বাংলাদেশের সেরা উইকেটরক্ষক মুশফিকুর রহিম৷ মিস্টার ডিপেন্ডেবল ব্যাট হাতেই শুধু দলের হাল ধরেন না, সব ফরম্যাটেই সবচেয়ে বেশি ডিসমিসালের মালিক তিনি৷
ছবি: Reuters/D. Gray
সবচেয়ে বড় ইনিংস
টেস্টে ২০১৮ সালের নভেম্বরে মুশফিকের ২১৯ রানের অপরাজিত ইনিংসটিই বাংলাদেশের সেরা৷ ওয়ানডেতে ২০০৯ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে তামিমের ১৫৪ এবং ২০১৬ সালে বিশ্ব টি-টোয়েন্টির বাছাই পর্বে ওমানের বিপক্ষে তাঁর অপরাজিত ১০৩ রান এই ফর্মেটে বাংলাদেশের কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ ইনিংস৷
ছবি: AP
সেরা বোলিং
এক টেস্টে ১২ উইকেট নেবার অভিজ্ঞতা দু’বার হয়েছে মেহেদী হাসান মিরাজের৷ এনামুল হক জুনিয়রেরও আছে একটি৷ তবে ইকোনমিতে মিরাজই সেরা৷ ওয়ানডেতে মাশরাফি, রুবেল ও মুস্তাফিজ তিনজনেরই এক ম্যাচে ৬ উইকেট নেয়ার অভিজ্ঞতা আছে৷ তবে ইকোনমি রেটের কারণে কেনিয়ার বিপক্ষে ২০০৬ সালে নাইরোবিতে মাশরাফির ২৬ রানে ৬ উইকেটের বোলিংটিই এগিয়ে৷ টি-টোয়েন্টিতে ইলিয়াস সানি ও মুস্তাফিজের ৫ উইকেট নেবার অভিজ্ঞতা হয়েছে৷
ছবি: Picture-alliance/AP Photo/A.M. Ahad
সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান
টেস্টে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ড এখনো বাংলাদেশের মোহাম্মদ আশরাফুলের৷ শ্রীলঙ্কার বিপক্ষে ২০০১ সালে কলম্বোয় ১৭ বছর ৬১ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন তিনি৷ বাংলাদেশের হয়েও তিনি সব ফরম্যাটে সবচেয়ে কনিষ্ঠ সেঞ্চুরিয়ান৷
ছবি: Lakruwan Wanniarachchi/AFP/Getty Images
সর্বকনিষ্ঠ ৫ উইকেট শিকারি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে অভিষেকেই পাঁচ উইকেট নিয়েছেন বাংলাদেশের তরুণ স্পিনার নাঈম হাসান৷ ১৭ বছর বয়সে তিনি এই মাইলফলক অর্জনের মাধ্যমে গড়েছেন বিশ্বরেকর্ড৷