1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টি-টোয়েন্টি সিরিজে সমতা আনল বাংলাদেশ

২০ ডিসেম্বর ২০১৮

ঢাকায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফররত ওয়েস্ট ইন্ডিজকে ৩৬ রানে হারিয়েছে বাংলাদেশ৷ ফলে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচের একটি করে জিতলো ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ৷ সিরিজ নির্ধারণী ম্যাচটি হবে শনিবার৷

ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেটের পতনের পর টাইগারদের উল্লাসছবি: Getty Images/AFP/M. U. Zaman

প্রথমে ব্যাট করতে নেমে লিটন দাসের ৩৪ বলে ৬০ রান আর মাহমুদুল্লাহ ও সাকিবের যথাক্রমে ৪৩ ও ৪২ রানের সুবাদে মাত্র চার উইকেট হারিয়ে ২১১ রান করে টাইগাররা, যা দেশের মাটিতে সর্বোচ্চ৷ 

লিটন দাস ৬০ রান করতে ছয় মেরেছেন চারটি, আর চার হাঁকিয়েছেন ছয়টি৷ টি-টোয়েন্টিতে এটি তাঁর দ্বিতীয় অর্ধশতক৷

মাহমুদুল্লাহ আর সাকিবের জুটি মাত্র সাত ওভারে ৮৯ রান যোগ করে৷ এছাড়া সৌম্য সরকার ২২ বলে ৩২ রান করেছেন৷

এরপর সাকিবের দুর্দান্ত বোলিংয়ে ১৭৫ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা৷ তখনও চার বল বাকি ছিল৷ 

২১ রান দিয়ে পাঁচ উইকেট নেন সাকিব৷ এছাড়া মুস্তাফিজ দুটি, আর আবু হায়দার, মিরাজ ও মাহমুদুল্লাহ একটি করে উইকেট পেয়েছেন৷

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন ওয়ানডে অধিনায়ক রোভম্যান পাওয়েল৷

সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে আট উইকেটে হারিয়েছিল সফরকারীরা৷ ওই ম্যাচে মাত্র ১২৯ রানে অলআউট হয়ে গিয়েছিল টাইগাররা৷

ছবি: Getty Images/AFP/M. U. Zaman

দেশের মাঠে সর্বোচ্চ রান

বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২১১ রান করার আগে দেশের মাটিতে টাইগারদের সর্বোচ্চ রান ছিল পাঁচ উইকেটে ১৯৩ রান৷ চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ঐ সংগ্রহ ছিল বাংলাদেশের৷

ওই ম্যাচের পর শ্রীলঙ্কা সফরে গিয়ে বিদেশে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ৷ ১০ মার্চ কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ ২১৫ রান করে টাইগাররা৷ এটিই এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ৷ ঐ ম্যাচে মুশফিক ৩৫ বলে ৭২ রান করেছিলেন৷ লিটন দাসও সেদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন৷ তিনি ১৯ বলে করেছিলেন ৪৩ রান৷

জেডএইচ/এসিবি (ইএসপিএন)

১৩ ডিসেম্বরের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ