1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঘ্রাণ শুঁকে যৌনসঙ্গী চয়ন

২৫ আগস্ট ২০১৪

পরপর তিনদিন একই টি-শার্ট পরে ঘুমানো৷ তারপর সেটা প্লাস্টিকের ব্যাগে ভরে পার্টিতে নিয়ে যাওয়া৷ সেখানে যদি কেউ টি-শার্টের গন্ধ শুঁকে পছন্দ করে তাহলেই পাওয়া যাবে ‘আইডিয়াল’ যৌনসঙ্গী৷

চলছে ফেরোমোন পার্টিছবি: picture-alliance/AP Photo

বিষয়টা মোটামুটি এই রকম৷ ২০১০ সাল থেকে যুক্তরাষ্ট্রে এ ধরণের পার্টির আয়োজন হচ্ছে৷ চলতি বছর লন্ডনেও এমনটা শুরু হয়েছে৷

এ ধরণের পার্টিকে বলা হচ্ছে ‘ফেরোমোন পার্টি'৷ ফেরোমোন হলো এক ধরণের রাসায়নিক, যেটা প্রাণীদের যৌন আচরণ নিয়ন্ত্রণ করে৷ অর্থাৎ একটা প্রাণীর দেহের ফেরোমোন একই প্রজাতির অন্য প্রাণীর আচরণের উপর প্রভাব ফেলে৷ ১৯৯৫ সালে সুইস বিজ্ঞানী ক্লাউস ভেডেকিন্ড জানান, ফেরোমোনের এই বিষয়টা মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে৷

এই তথ্যের উপর ভিত্তি করে জুডিথ প্রেস ২০১০ সালে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ফেরোমোন পার্টির আয়োজন করেন৷ সাধারণত বারগুলোতে এ ধরণের পার্টির আয়োজন করা হয়৷ সেখানে নারী-পুরুষরা নিজেদের টি-শার্ট পলিথিন ব্যাগে ভরে নিয়ে হাজির হন৷ নিয়ম অনুযায়ী, টি-শার্টটি অবশ্যই পরপর তিন রাতে ঘুমানোর কাজে ব্যবহার হওয়া হতে হবে৷ এরপর টি-শার্টগুলোর ব্যাগে নম্বর লিখে সেগুলো টেবিলে রাখা হয়৷ মেয়েদের টি-শার্টে গোলাপি আর ছেলেদের টি-শার্টে নীল রং দিয়ে নম্বর লেখা হয়৷

অর্থের বিনিময়ে পার্টিতে অংশ নেয়ারা একটার পর একটা টি-শার্টের ঘ্রাণ শুঁকে দেখে৷ একজন অংশগ্রহণকারী যে ব্যাগ পছন্দ করে সেই ব্যাগের নম্বরটি বড় স্ক্রিনে দেখানো হয়৷ এভাবে পছন্দের মানুষকে খুঁজে নেন অংশগ্রহণকারীরা৷

গন্ধের মাধ্যমে টি-শার্টের মালিকের স্টাইল ও তার বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পাওয়া বলে জানান পার্টিতে অংশ নেয়া নারী-পুরুষরা৷

লন্ডনে এমন পার্টি আয়োজন করেন জুডি নাদেল৷ মার্চের প্রথম পার্টি থেকে ছয় জোড়া জুটি পাওয়া গিয়েছিল বলে জানান তিনি৷ তবে সেই সম্পর্ক স্থায়ী হয়েছে কিনা, তা তিনি জানেন না বলে জানিয়েছেন৷

একেকটি পার্টিতে ১৪০ জনেরও বেশি নারী-পুরুষ অংশ নেন বলে জানা গেছে৷ পার্টিতে অংশ নিতে আগে থেকেই টিকিট কাটতে হয়৷ মূল্য ১৫ ইউরো করে৷

জেডএইচ/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ