1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাষ্ট্র

টুইটারের পর ফেসবুক, ইনস্টাগ্রামেও স্বাগত ট্রাম্প

২৬ জানুয়ারি ২০২৩

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেরার সুযোগ পাচ্ছেন৷ ওয়াশিংটনে ক্যাপিটল হিলে দাঙ্গার পর তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাতিল করা হয়েছিল৷

ছবি: zz/Dennis Van Tine/STAR MAX/IPx/picture alliance

নির্বাচনে হেরেও পরাজয় স্বীকার করার পাত্র নন ডনাল্ড ট্রাম্প৷ ২০২১ সালের ৬ই জানুয়ারি বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনি ক্যাপিটল হিলে তার উগ্র সমর্থকদের জনরোষে কতটা ইন্ধন জুগিয়েছিলেন, তা নিয়ে এখনো সংসদীয় তদন্ত চলছে৷ অ্যামেরিকার জন্য কঠিন সেই সময়ে চরম বিতর্কিত বক্তব্য ও  আচরণের কারণে ট্রাম্প টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে বহিষ্কৃত হয়েছিলেন৷ ইলন মাস্ক টুইটারের মালিকানা পাবার পর নভেম্বর মাসে ট্রাম্প তার অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন৷ এবার মেটা কোম্পানিও তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আবার চালু করার ছাড়পত্র দিলো৷ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সেই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে কোম্পানি জানিয়েছে৷ উল্লেখ্য, ট্রাম্পের আইনজীবী স্কট গ্যাস্ট গত সপ্তাহে নিষেধাজ্ঞা তুলে নেবার জন্য মেটা কোম্পানিকে চিঠি লিখেছিলেন৷

গত বছরের নভেম্বর মাসেই ট্রাম্প ২০২৪ সালে আবার প্রেসিডেন্ট পদের জন্য লড়াইয়ের ঘোষণা করেছেন৷ রিপাব্লিকান দল যদি সত্যি তাঁকে আবার সেই সুযোগ দেয়, তাহলে তাঁর ক্ষমতায় ফেরার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না৷ সেই লক্ষ্য পূরণ করতে সামাজিক যোগাযোগ মাধ্যম বড় ভূমিকা পালন করতে পারে৷ সাসপেন্সনের আগে ফেসবুকে তাঁর প্রায় তিন কোটি, ৪০ লাখ এবং ইনস্টাগ্রামে দুই কোরিট ৩০ লাখ ফলোয়ার ছিল৷

সামাজিক যোগাযোগ মাধ্যমের মঞ্চ হারানোর পর ট্রাম্প নিজেই ‘ট্রুথ সোশাল' নামের এক মঞ্চ গড়ে তুলে সেখানেই নিজের বক্তব্য রেখে চলেছেন৷ নভেম্বর মাসে আবার টুইটারে ফেরার সুযোগ পেলেও তিনি এখনো সেই সুযোগের সদ্ব্যবহার করেন নি৷ ফেসবুক ও ইনস্টাগ্রামে ফেরার সুযোগ সম্পর্কে তাঁর চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানা যায় নি৷ তবে তাঁর প্রচার অভিযানের মুখপাত্র ফক্স নিউজ নেটওয়ার্ককে বলেছেন, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে ফেসবুক অত্যন্ত গুরুত্বপূর্ণ এক হাতিয়ার হবে৷ ট্রাম্প নিজে ‘ট্রুথ সোশাল' মঞ্চে এক বিবৃতিতে বলেছেন, কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের সঙ্গে  এমন আচরণ আর কখনো হওয়া উচিত নয়৷

শেষ পর্যন্ত ট্রাম্প এই দুই মঞ্চে ফিরে আবার যদি বিতর্কিত মন্তব্য করে মুক্ত চিন্তার সীমা লঙ্ঘন করেন, সে ক্ষেত্রে মেটা কোম্পানি কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে৷ সে ক্ষেত্রে পোস্ট সরানো থেকে শুরু করে এক মাস থেকে দুই বছর পর্যন্ত অ্যাকাউন্ট সাসপেন্ড করা হতে পারে৷

সমালোচকরা অবশ্য মেটা কোম্পানির এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন৷ অনেক নাগরিক অধিকার কর্মীর মতে, কাগজেকলমে নীতিমালা থাকলেও বাস্তবে সেগুলি প্রয়োগের ক্ষেত্রে শিথিলতা দেখা যাচ্ছে৷ গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর আবার হামলা ঘটলে ফেসবুক তা আগেভাগে প্রতিহত করার ক্ষমতা রাখে কিনা, সে বিষয়েও প্রশ্ন উঠছে৷ অন্যদিকে মুক্ত চিন্তার প্রবক্তারা সব সম্ভাব্য প্রার্থীর বক্তব্য শোনার গুরুত্ব তুলে ধরে এই সিদ্ধান্তকে সমর্থন জানাচ্ছেন৷

এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ