টুইটারের বিরুদ্ধে মামলাকারীর কাছে তথ্য চান ইলন মাস্ক
৩০ আগস্ট ২০২২
টুইটারের বিরুদ্ধে স্প্যাম অ্যাকাউন্টকে যথেষ্ট গুরুত্ব না দেয়ার অভিযোগ তোলা পেটার জাটকোর কাছে এ বিষয়ে যাবতীয় তথ্য চেয়েছেন ইলন মাস্ক৷ সোমবার আদালতের মাধ্যমে এসব তথ্য চান টুইটার কেনার চুক্তি করেও সরে আসা মাস্ক৷
বিজ্ঞাপন
২০২০ সালের নভেম্বরে নির্বাহী হিসেবে টুইটারে যোগ দিয়েছিলেন পেটার জাটকো৷ সুপরিচিত হ্যাকার ‘মাজ' থেকে বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম টুইটারের নির্বাহী হওয়া জাটকো সেই পদে বহাল ছিলেন ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত৷ ২০২২ সালের জানুয়ারিতে চাকরিচ্যূত করা হয় তাকে৷ চাকরি হারানোর কয়েক মাস পর টুইটারের বিরুদ্ধে মামলা ঠুকে দেন জাটকো৷ তার অভিযোগ- টুইটার কর্তৃপক্ষ নির্বাহীদের মোটা অঙ্কের বোনাস দেয় শুধু ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে, কিন্তু ফেক বা ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে কঠোর হওয়ার বিষয়টিকে তারা গুরুত্ব দেয় না৷
গত জুলাইয়ে মামলাটি করার পর জাটকো বলেন, ‘‘ (স্প্যাম অ্যাকাউন্টের) প্রকৃত সংখ্যাটা প্রকাশ করলে (টুইটার) কোম্পানির ভাবমূর্তি ক্ষুন্ন হবে এবং কোম্পানির দামও কমে যাবে৷''
অন্যদিকে সেই মাস, অর্থাৎ গত জুলাইয়েই প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করে টুইটার৷ ম্যারিল্যান্ডের আদালতে করা মামলায় টুইটার কর্তৃপক্ষ দাবি করে ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার চুক্তি করে সেই চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়ে অন্যায় করেছেন, সুতরাং তাকে আগের চুক্তিতে ফিরতে হবে৷
সোশ্যাল মিডিয়া ভেরিফিকেশন
ফেসবুক, টুইটার, ইউটিউব কীভাবে ভেরিফাইড করবেন, এমন প্রশ্ন অনেকেরই৷ জনপ্রিয় কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ভেরিফিকেশনের তথ্য পাবেন এই ছবিঘরে৷
ছবি: DW/A. Islam
ফেসবুক পেজ
পাবলিক ফিগার, ক্রীড়া, মিডিয়া, বিনোদন ও সরকারি পাতা ফেসবুক পেজ ভেরিফিকেশনের জন্য উপযুক্ত৷ পাতার সব তথ্য পূরণ করা আছে কিনা তা পরীক্ষা করুন৷ এরপর ‘Request a Verified Badge’-এ গিয়ে নির্দিষ্ট ফর্মে পেজটি সিলেক্ট করুন৷ অফিসিয়াল আইডি আপলোড করুন৷ অফিসিয়াল পেজের লিঙ্ক দিন৷ এবার প্রেরণ করুন৷ ভাগ্য ভালো থাকলে কয়েক সপ্তাহের মধ্যেই আপনার পেজে ভেরিফাইড ব্লু মার্কটি দেখাবে৷
ছবি: DW/P. Böll
ফেসবুক প্রোফাইল
ফেসবুক পেজের মতো প্রোফাইলেও একই নিয়ম৷ তবে সেক্ষেত্রে প্রোফাইল ভেরিফিকেশনের ফর্ম পূরণ করতে হবে৷ বিজনেস পেজের ক্ষেত্রে নিয়ম একটু ভিন্ন৷ সেখানে ফর্ম পূরণ করে অথবা আপনার ও ব্যবসার সব তথ্য আছে এমন বিজনেস ডকুমেন্ট আপ করে ভেরিফাই করতে পারেন৷
ছবি: DW/A. Islam
টুইটার অ্যাকাউন্ট ভেরিফিকেশন
সংগীত, অভিনয়, ফ্যাশন, সরকার, রাজনীতি, ধর্ম, সাংবাদিকতা, মিডিয়া, ক্রীড়া, ব্যবসাসহ বিভিন্ন রকমের টুইটার অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ভেরিফিকেশনের জন্য আবেদন করতে পারতেন৷ সেজন্য প্রোফাইল পাবলিক থাকতে হতো৷ এজন্য একটি ফোন নম্বর ও ই-মেল অ্যাড্রেসও লাগতো৷ তবে আপাতত এই সুবিধা বন্ধ রেখেছে টুইটার৷
ছবি: DW/P. Böll
ইউটিউব
ইউটিউবে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার এক লাখ হলেই আপনি ভেরিফিকেশনের জন্য আবেদন করতে পারবেন৷ তবে পরবর্তীতে আপনি যদি চ্যানেলের নাম পরিবর্তন করেন, তাহলে ভেরিফাইড ব্যাজ উঠে যাবে৷
ছবি: Reuters/L. Nicholson
গুগল প্লাস
ফেসবুকের মতো গুগল প্লাসেও আপনি সরাসরি আবেদন করতে পারেন৷ তবে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটকে আগে ভেরিফাইড করতে হবে৷
ছবি: picture-alliance/dpa
ইনস্টাগ্রাম
ইনস্টাগ্রাম আগে শুধুমাত্র সেলিব্রেটি ব্যক্তি বা ব্র্যান্ডেরই ভেরিফিকেশনের সুযোগ দিতো৷ তবে এখন প্রোফাইল ‘পাবলিক’ রেখে যেকেউ অ্যাপের মাধ্যমে ভেরিফিকেশনের আবেদন করতে পারেন৷ তবে এজন্য প্রোফাইলের সব তথ্য যথাযথভাবে পূরণ রাখতে হবে৷
ছবি: DW
6 ছবি1 | 6
চুক্তি খারিজ করার প্রধান কারণ হিসেবে তখন ওই স্প্যাম অ্যাকাউন্টের কথাই উল্লেখ করেছিলেন মাস্ক৷ বলেছিলেন, ভুয়া অ্যাকাউন্ট চিহ্নিতকরণ এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে টুইটার যে প্রক্রিয়া অনুসরণ করে তা ভীষণ শিথিল৷ তবে টুইটারের দাবি, চুক্তি সম্পাদনের আগেই বলা হয়েছিল স্প্যাম অ্যাকাউন্টের হিসেবটা অনুমাননির্ভর, তাই স্প্যামের বিষয়ে প্রশ্ন তুলে মাস্ক চুক্তি খারিজ করতে পারেন না৷
ইলন মাস্কের বিরুদ্ধে টুইটারের করা মামলার শুনানি আগামী ১৭ অক্টোবর শুরু হওয়ার কথা৷ মাস্ক এখন সেই মামলার প্রস্তুতিতেই ব্যস্ত৷