1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ব্যবসা-বাণিজ্যযুক্তরাষ্ট্র

টুইটারের সিইও পদ ছাড়বেন মাস্ক

২১ ডিসেম্বর ২০২২

টুইটার ব্যবহারকারীদের কাছ থেকে জানতে চেয়েছিলেন ইলন মাস্ক। তিনি কি সিইও থাকবেন? ৫৭ শতাংশ বললেন, না।

ছবি: Yui Mok/PA Wire/picture alliance

এরপরই মাস্কের ঘোষণা, তিনি টুইটারের সিইও পদ ছেড়ে দেবেন। তিনি কেবল সার্ভার ও সফটওয়্যার দেখবেন।  চিফ এক্সিকিউিভ অফিসার বা সিইও হিসাবে কাউকে খুঁজে পেলেই তিনি দায়িত্ব ছাড়বেন। মাস্ক টুইট করে বলেছেন, ''সিইও-র দায়িত্ব নেয়ার জন্য যথেষ্ট বোকা কাউকে পেলেই আমি দায়িত্ব ছেড়ে দেব।''

স্পষ্ট মত

টুইটার ব্যবহারকারীদের কাছে মাস্ক জানতে চেয়েছিলেন, তিনি কি টুইটারের প্রধানের পদে থাকবেন? এক কোটি ৭৫ লাখ টুইটার ব্যবহারকারী তাদের মতামত জানান। তার মধ্যে ৫৭ দশমিক পাঁচ শতাংশ বলেন, তারা মাস্ককে সিইও হিসাবে চান না।

বিতর্ক

টুইটার নিয়ে পাঁচ মাস ধরে আইনি লড়াই চলেছে। টুইটার কেনার জন্য চার হাজার চারশ কোটি ডলারের ডিল করেছিলেন মাস্ক। নানান টালবাহানা ও আইনি লড়াইয়ের পর অক্টোবরের শেষে তিনি টুইটার কেনেন।  টুইটার সদরদপ্তরে মাস্কের প্রবেশ ঘটে।

তার পরের দুই মাস মাস্কও টুইটার বিতর্কের কেন্দ্রে। গণহারে ছাঁটাই হয়েছে। নীল চেক মার্ক নিয়ে প্রবল বিতর্ক হয়েছে, ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট আবার চালু করা হয়েছে, বহু সাংবাদিকেরঅ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। মাস্কের একটার পর একটা সিদ্ধান্ত নিয়ে বিতর্কের ঝড় বয়েছে। তারপর তিনি এই মতামত সমীক্ষা করেন। সমীক্ষার ফলও তার বিরুদ্ধে যায়।

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ