1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টুইটারে আলোচনায় নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা

২ ডিসেম্বর ২০১৪

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলায় আরও তিন র‌্যাব সদস্যকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ৷ এই ঘটনাটি নিয়ে অনেকেই মন্তব্য করেছেন টুইটারে৷

Opfer des Rapid Action Battalion (RAB) in Bangladesh
ছবি: DW

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম তাদের প্রতিবেদনে জানিয়েছে, সোমবার রাতে র‌্যাব সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে৷ মঙ্গলবার সকালে তাদের নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করে পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক সাত দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন৷

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তাঁর বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহীম গত ২৭ এপ্রিল অপহৃত হন৷ পরে শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ৷

আরও তিন ব়্যাব সদস্যকে রিমান্ডে নেয়ার খবরটি বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোতে ব্রেকিং নিউজ আকারে এসেছে৷

বিশাল সেগাল খবরটি শেয়ার করে টুইটারে লিখেছেন, সাত খুনের ঘটনায় এ পর্যন্ত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷

আজাদ মিয়া লিখেছেন, এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে ২৪ জনকে৷

বেসরকারি টিভি চ্যানেল টুয়েন্টিফোর সাত খুনের ঘটনা নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছে৷ প্রতিবেদনটি তারা টুইটারেও শেয়ার করেছে৷

সংকলন: অমৃতা পারভেজ

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ