1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লেডি গাগা’র জনপ্রিয়তা

৫ অক্টোবর ২০১২

লেডি গাগা নামে যাঁকে চিনি আমরা, তাঁর আসল নাম কী জানেন? স্টেফানি জোয়ান অ্যানজেলিনা জার্মানোটা৷ সংগীত জগত আর সামাজিক গণমাধ্যম সবখানেই এখন গাগার ভক্তদের ভীড় আর সবাইকে ছাড়িয়ে গেছে৷

ছবি: AP

যার সর্বশেষ খবর, টুইটারে গাগার ভক্তর সংখ্যা তিন কোটি ছাড়িয়েছে৷ প্রতিদিন বাড়ছে গড়ে ৩০ হাজার করে, তাই একদম সঠিক হিসাবটা বলা বেশ মুশকিল৷ এইসব খবরাখবর যারা রাখে সেই স্টারকাউন্ট ডট কম জানিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মাইক্রোব্লগ টুইটারে গাগার ভক্তের সংখ্যা ছিল ৩,০০,৩০৯৪৯ জন৷

এর মধ্যে যে এই সংখ্যাটা আরও বেড়ে গেছে সেটা বলে দেওয়ার অপেক্ষা রাখে না৷ ২৬ বছর বয়সী এই সংগীত তারকা গুগলের সামাজিক মাধ্যম গুগল প্লাসেও এখন দিন দিন নিজের পরিসর বাড়িয়ে চলেছেন৷ ইতিমধ্যে সেখানে তাঁর ভক্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে৷ সামনে থাকা ব্রিটনি স্পিয়ার্সকে ছাড়াতে হয়তো আর বেশিদিন নেই৷

লেডি গাগার এত জনপ্রিয়তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে স্টারকাউন্ট ডট কম জানিয়েছে, সামাজিক গণমাধ্যমগুলোতে লেডি গাগা প্রায়ই তাঁর ভক্তদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেন৷ তবে এই ক্ষেত্রে টুইটার তাঁকে আকাশচুম্বি জনপ্রিয়তা দিয়েছে৷ তিনিই প্রথমবারের মত এক কোটি এবং দুই কোটি ভক্তের মাইলফলক পার হন৷

উল্লেখ্য, টুইটারে লেডি গাগার আধিপত্য থাকলেও আরেক সামাজিক মাধ্যম ফেসবুক আর ইউটিউবে কিন্তু শীর্ষে আরেক সংগীত তারকা৷ তিনি হচ্ছেন রিয়ানা৷ এখানে রিয়ানার চাহিদা সবচেয়ে বেশি, তবে টুইটারে তাঁর অনুসারীর সংখ্যা এখনও গাগার চেয়ে অনেক পেছনে, দুই কোটি ২৬ লাখ৷

আরআই/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ