1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টুইটারে তিন কন্যাকে অভিনন্দন জানানোর হিড়িক

৮ মে ২০১৫

ব্রিটেনের সাধারণ নির্বাচনে ‘বাংলাদেশের তিন কন্যা' রুশনারা আলী, রূপা হক এবং টিউলিপ সিদ্দিক জয়ী হয়েছেন৷ খবরটি এখন দেশ-বিদেশের প্রায় সব বাঙালির মুখে মুখে৷ টুইটারেও তিন বাঙালি কৃতী সন্তানকে অভিনন্দন জানাচ্ছেন সবাই৷

Großbritannien Wahl zum Unterhaus Ergebnis
ছবি: Reuters/E. Keogh

বাংলাদেশের সংবাদমাধ্যমও খুব গুরুত্ব দিয়ে পরিবেশন করেছে খবরটি৷

অনেক পাঠকের কাছেই রুশনারা, রূপা এবং টিউলিপের ব্রিটেন জয় দিনের সবচেয়ে বড় খবর৷

প্রত্যাশিতভাবেই দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য হয়েছেন সিলেটের মেয়ে রুশনারা আলী৷ বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে লেবার পার্টির প্রার্থী রুশনারা জিতেছেন ২৪ হাজার ভোটের ব্যবধানে৷

উত্তর-পশ্চিম লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে জিতেছেন লেবার পার্টির আরেক বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক৷ তিনি পেয়েছেন ২২ হাজার ২ ভোট আর কনজারভেটিভ পার্টির প্রার্থী এনজি ব্রে পেয়েছেন ২১ হাজার ৭০১ ভোট৷

টুইটারে তাঁকেও অভিনন্দন জানানোর হিড়িক৷

লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে লেবার পার্টির প্রার্থী টিউলিপ জয়ী হয়েছেন৷ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে বলে টিউলিপ শুরু থেকেই ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে৷ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে আসনটিতে৷ টিউলিপ পেয়েছেন ২৩ হাজার ৯৭৭ ভোট৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির সায়মন মার্কাস পেয়েছেন ২২ হাজার ৮৩৯ ভোট৷

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ