1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টুইটারে শ্বশুর জানালেন পুত্রবধূ সন্তানসম্ভবা

২২ জুন ২০১১

শ্বশুর অমিতাভ বচ্চন, পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন, ছেলে অভিষেক বচ্চন৷ এমন তারকাখচিত পরিবারে নতুন সদস্য আসার খবর এলো টুইটার থেকে৷

India, Bollywood, Aishwarya Rai Bachchan
ঐশ্বর্য রাই বচ্চনছবি: UNI

বহুকাল ধরেই জল্পনা-কল্পনা চলছিল৷ এতদিন বিয়ে হয়েছে, সন্তান কই? তবে কি...? এই প্রশ্নকে ঘিরে নানা গুজব বচ্চন পরিবারকে বেশ আহত করেছিল৷ এবার ঐশ্বর্য সন্তানসম্ভবা হওয়ার পর সিনিয়ার বচ্চন আর দেরি করেন নি৷ পরিবারের কর্তা হিসেবে তিনিই মঙ্গলবার রাতে নিজের ‘সম্প্রসারিত টুইটার পরিবার'কে জানিয়ে দিলেন এই সুখবর৷ বার্তাটিও চমৎকার – ‘‘খবর আছে, খবর আছে, খবর আছে৷ আমি ঠাকুরদা বা দাদা হতে চলেছি৷ ঐশ্বর্য সন্তানসম্ভবা৷ আমি খুবই খুশি ও রোমাঞ্চিত৷'' বার্তা লেখার মাত্র এক ঘণ্টার মধ্যে ‘টুইটার পরিবার' থেকে ২,৮৪৩টি শুভেচ্ছা-বার্তা পেয়ে বচ্চন আবেগে আপ্লুত হয়ে পড়েন৷ বুধবার সকালে নিজের ব্লগ সাইট ‘বিগআড্ডা ডট কম'এ তিনি আরো লেখেন, চারিদিকে এখন শুধু আনন্দের ঢেউ বইছে৷

শ্বশুর অমিতাভ বচ্চন এবং স্বামী অভিষেক বচ্চন’এর সঙ্গে ঐশ্বর্যছবি: UNI

২০০৭ সালের এপ্রিল মাসে ঐশ্বর্য ও অভিষেকের বিয়ে হয়৷ এখন ঐশ্বর্যের বয়স ৩৭, স্বামীর ৩৫৷ গত কয়েক সপ্তাহ ধরে সংবাদ মাধ্যমে ঐশ্বর্যের ওজন বাড়া-কমা নিয়ে বেশ জল্পনা-কল্পনা চলছিল৷ তবে বচ্চন পরিবারে তৃতীয় প্রজন্মের আগমনের ঘটনা এই প্রথম নয়৷ অভিষেকের বোন শ্বেতার দুই সন্তান রয়েছে, যারা তাদের নানার খুবই প্রিয়৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ