1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টুইটারে দশ হাজার ক্যারেক্টার!

৯ জানুয়ারি ২০১৬

বাজারে গুজব সেরকমই৷ টুইটার নাকি একটি নতুন ফিচার তৈরি করছে, যার কল্যাণে তার প্রখ্যাত বা কুখ্যাত বর্ণ-অক্ষর-চিহ্ন সীমা ১৪০ থেকে বেড়ে ১০,০০০-এ দাঁড়াবে৷ অবশ্য সবাই এ-তে যে খুব খুশি, সেটা বলা যাচ্ছে না৷

Symbolbild - Twitter
ছবি: picture-alliance/dpa/S.Stache

১৪০টি ক্যারেক্টারের টুইট, এই তো আমরা চিরকাল জেনে এসেছি৷ গত মঙ্গলবারে প্রযুক্তির খবরাখবর সংক্রান্ত ওয়েবসাইট রি-কোড জানায় যে, টুইটারে মাইক্রোব্লগিং এবার ১৪০টি বর্ণ, অক্ষর বা চিহ্নে সীমিত না থেকে, ১০ হাজারে উঠতে পারে৷

নতুন ফিচারের রিলিজের সঠিক তারিখ এখনও অজ্ঞাত৷ যাতে তার টাইমলাইনের চেহারা না বদলায়, সেজন্য টুইটার আপাতত একটি মডেল টেস্ট করছে, যা-তে প্রথমে ১৪০টি ক্যারেক্টার দেখা যাবে, কিন্তু টুইটের ওপর ক্লিক করলে আরো বেশি টেক্সট দেখা যাবে৷

১৪০ ক্যারেক্টারের সীমাটা আদতে আরোপ করা হয়েছিল সফটওয়্যারের কিছু বাধ্যবাধকতা ছিল বলে৷ প্রযুক্তি যে আর কোনো বাধা নয়, কোম্পানির বাণিজ্যিক ‘ডাইরেক্ট মেসেজেস' প্রোডাক্টটিই যার প্রমাণ৷ ডাইরেক্ট মেসেজেস-এর মাধ্যমে দশ হাজার বর্ণ, অক্ষর ও চিহ্নের টুইট পাঠানো যায়৷

টুইটারে রোষ

সুশান্ত টুইট করেছেন: ‘টুইটার দশ হাজারের আইডিয়াটা ভালো নয়৷ টুইটারের মজাই হলো ১৪০৷'

টুইটার দৃশ্যত এই পন্থায় তার বিজ্ঞাপন থেকে আয় ও ব্যবহারকারীদের সংখ্যা বাড়াতে চায়৷ যেমন টুইটার ব্যবহারকারীদের সংখ্যা ৩০ কোটির বেশি হলেও, ইন্সটাগ্রাম ব্যবহারকারীদের সংখ্যা এখন ৪০ কোটির বেশি৷ তা সত্ত্বেও পর্যবেক্ষক ও বিশ্লেষকদের সন্দেহ থেকে যাচ্ছে৷ এরিক হিপো টুইট করেছেন: ‘টুইটারের এই ধারণাটা পরিত্যাগ করা উচিত যে, তাদের ফেসবুকের সঙ্গে প্রতিযোগিতা চালাতে হবে৷' তার চেয়ে টুইটারের ‘প্রভাবসম্পন্ন নেটওয়ার্ক হিসেবে তার স্বাভাবিক ভূমিকা' গ্রহণ করা উচিত৷

তবে সোশ্যাল মিডিয়ার দুনিয়া যে ঠিক বাস্তবের ধার ধেরে চলে না, সেটা তো ‘নিউ ইয়ার্স স্টিভ' তাঁর টুইটেই বলে দিয়েছেন: ‘ফেসবুকে যতটা দেখায়, ততটা আসলে কেউ সুখি নয়; টুইটারে যতটা দেখায়, ততটা দুখি নয়; বা লিঙ্কডইন-এ যতটা দেখায়, ততটা ব্যস্ত নয়৷'

এসি/ডিজি (ডিডাব্লিউ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ