বাজারে গুজব সেরকমই৷ টুইটার নাকি একটি নতুন ফিচার তৈরি করছে, যার কল্যাণে তার প্রখ্যাত বা কুখ্যাত বর্ণ-অক্ষর-চিহ্ন সীমা ১৪০ থেকে বেড়ে ১০,০০০-এ দাঁড়াবে৷ অবশ্য সবাই এ-তে যে খুব খুশি, সেটা বলা যাচ্ছে না৷
বিজ্ঞাপন
১৪০টি ক্যারেক্টারের টুইট, এই তো আমরা চিরকাল জেনে এসেছি৷ গত মঙ্গলবারে প্রযুক্তির খবরাখবর সংক্রান্ত ওয়েবসাইট রি-কোড জানায় যে, টুইটারে মাইক্রোব্লগিং এবার ১৪০টি বর্ণ, অক্ষর বা চিহ্নে সীমিত না থেকে, ১০ হাজারে উঠতে পারে৷
নতুন ফিচারের রিলিজের সঠিক তারিখ এখনও অজ্ঞাত৷ যাতে তার টাইমলাইনের চেহারা না বদলায়, সেজন্য টুইটার আপাতত একটি মডেল টেস্ট করছে, যা-তে প্রথমে ১৪০টি ক্যারেক্টার দেখা যাবে, কিন্তু টুইটের ওপর ক্লিক করলে আরো বেশি টেক্সট দেখা যাবে৷
টুইটারে সবচেয়ে বেশি শেয়ার হয়েছে যেসব টুইট
টুইটারে ২০১৫ সালে সবচেয়ে বেশি রিটুইট হয়েছে কোন টুইটটি? চলতি বছর ব্রিটিশ পপ ব্যান্ড ‘ওয়ান ডাইরেকশন’ মাইক্রোব্লগিং সাইটটিতে আধিপত্য বিস্তার করেছে৷ চলুন দেখি, শেয়ার বিবেচনায় সেরা পাঁচ টুইট৷
ছবি: Twitter
পঞ্চম: ভক্তদের ধন্যবাদ
ব্রিটেনের ছেলেদের ব্যান্ড ‘ওয়ান ডাইরেকশন’-এর লুইস টমলিনসেন ভক্তদের তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান৷ টুইটটি রিটুইট হয়েছে চার লাখ বারো হাজারবারের বেশি৷
ছবি: Twitter
চতুর্থ: সমকামীদের বিয়ে বৈধের ঘোষণা
সমকামীদের বিয়ে বৈধ করে দেয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়ের প্রতি সমর্থন জানিয়ে টুইট করেন সেদেশের প্রেসিডেন্ট বারাক ওবামা৷ তাঁর এই বার্তা সাড়ে চারলাখবারের বেশিবার শেয়ার হয়েছে৷
জায়ান মালিক যখন এই টুইটটি প্রকাশ করেন, তখন আর তিনি ওয়ান ডাইরেকশনের সদস্য ছিলেন না৷ বিচ্ছেদ সত্ত্বেও ব্যান্ডের নতুন অ্যালবাম প্রকাশের পর তিনি তাঁর সাবেক সহকর্মীদের নিয়ে ইটিবাচক টুইট করেন৷ সেটি রিটুইট হয়েছে ৫ লাখ ৬০ হাজারবার৷
ছবি: Twitter
প্রথম: সবশেষে ভালোবাসার জয়
২০১৫ সালের মার্চে ‘ওয়ান ডাইরেকশন’ থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন জায়ান মালিক৷ ব্যান্ড জীবনের ব্যস্ততা থেকে বেরিয়ে যাওয়ার তাঁর সেই সিদ্ধান্ত সমর্থন করে টুইট করেন হ্যারি স্টাইলেস৷ চলতি বছর সবচেয়ে বেশি রিটুইট হয়েছে তাঁর সেই টুইট৷
ছবি: Twitter
5 ছবি1 | 5
১৪০ ক্যারেক্টারের সীমাটা আদতে আরোপ করা হয়েছিল সফটওয়্যারের কিছু বাধ্যবাধকতা ছিল বলে৷ প্রযুক্তি যে আর কোনো বাধা নয়, কোম্পানির বাণিজ্যিক ‘ডাইরেক্ট মেসেজেস' প্রোডাক্টটিই যার প্রমাণ৷ ডাইরেক্ট মেসেজেস-এর মাধ্যমে দশ হাজার বর্ণ, অক্ষর ও চিহ্নের টুইট পাঠানো যায়৷
টুইটার দৃশ্যত এই পন্থায় তার বিজ্ঞাপন থেকে আয় ও ব্যবহারকারীদের সংখ্যা বাড়াতে চায়৷ যেমন টুইটার ব্যবহারকারীদের সংখ্যা ৩০ কোটির বেশি হলেও, ইন্সটাগ্রাম ব্যবহারকারীদের সংখ্যা এখন ৪০ কোটির বেশি৷ তা সত্ত্বেও পর্যবেক্ষক ও বিশ্লেষকদের সন্দেহ থেকে যাচ্ছে৷ এরিক হিপো টুইট করেছেন: ‘টুইটারের এই ধারণাটা পরিত্যাগ করা উচিত যে, তাদের ফেসবুকের সঙ্গে প্রতিযোগিতা চালাতে হবে৷' তার চেয়ে টুইটারের ‘প্রভাবসম্পন্ন নেটওয়ার্ক হিসেবে তার স্বাভাবিক ভূমিকা' গ্রহণ করা উচিত৷
তবে সোশ্যাল মিডিয়ার দুনিয়া যে ঠিক বাস্তবের ধার ধেরে চলে না, সেটা তো ‘নিউ ইয়ার্স স্টিভ' তাঁর টুইটেই বলে দিয়েছেন: ‘ফেসবুকে যতটা দেখায়, ততটা আসলে কেউ সুখি নয়; টুইটারে যতটা দেখায়, ততটা দুখি নয়; বা লিঙ্কডইন-এ যতটা দেখায়, ততটা ব্যস্ত নয়৷'
এসি/ডিজি (ডিডাব্লিউ)
২০১৫ সালে ফেসবুক, টুইটারে যা সাড়া জাগিয়েছে
২০১৫ সালে সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেক কিছু ঘটেছে৷ সন্ত্রাসী হামলার পর মানুষের প্রতিবাদ, একাত্মতার পাশাপাশি শরণার্থীদের নিয়ে আলোচনা ছিল সারা বছর৷ এখানে থাকছে গত ১২ মাসে আলোচিত ১২টি হ্যাশট্যাগের কথা৷
ছবি: picture-alliance/empics/D. Lipinski
জানুয়ারি: #জেসুইশার্লি
জানুয়ারি মাসে ফরাসি ভাষায় হ্যাশট্যাগ #জেসুইশার্লি, যার অর্থ ‘আই অ্যাম শার্লি’ বা ‘আমি শার্লি’ সারাবিশ্বে ট্রেন্ড করেছে৷ প্যারিসে শার্লি এব্দো পত্রিকার কার্যালয়ে সন্ত্রাসী হামলায় ১২ ব্যক্তি নিহতের ঘটনার পর হ্যাশট্যাগটি ছড়িয়ে পড়ে৷
ছবি: CHARLIE HEBDO
ফেব্রুয়ারি: #দ্যড্রেস
কালো এবং নীল নাকি সাদা এবং সোনালি? একটি পোশাকের রং নিয়ে ফেব্রুয়ারি মাসে বিভক্ত হয়ে যায় গোটা ইন্টারনেট বিশ্ব৷ তবে #দ্যড্রেস ব্যবহার করে ব্যাপক, আলোচনা, টুইট, পোস্টের পরও জানা যায়নি পোশাকের রং আসলে কোনটা৷ আপনার কী মনে হয়?
ছবি: tumblr
মার্চ: #জার্মানউইংস
গত মার্চে জার্মান উইংসের ফ্লাইট ৪ইউ৯৫২৫ ফরাসি আল্পসে বিধ্বস্ত হলে ১৫০ ব্যক্তি প্রাণ হারান৷ পরবর্তীতে জানা যায়, বিমানটি সহ-পাইলট আন্দ্রেস ল্যুবিৎস ইচ্ছাকৃতভাবে বিমানটি বিধ্বস্ত করেছিলেন৷ গোটা বিশ্বে এই ঘটনা আলোচিত হয়েছে #জার্মানউইংস হ্যাশট্যাগ ব্যবহার করে৷
ছবি: picture-alliance/dpa/P. Kneffel
এপ্রিল: #ব্ল্যাকলাইভসম্যাটার
গত এপ্রিলে দুই নিরস্ত্র কৃষ্ণাজ্ঞ ব্যক্তি, ওয়াল্টার স্কট এবং ফ্রেডি গ্রে, যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত হন৷ তাঁদের মৃত্যু গোটা দেশে প্রতিবাদের সূচনা করে, সৃষ্টি হয় #ব্ল্যাকলাইভসম্যাটার হ্যাশট্যাগ৷ পরবর্তীতে আরো অনেক হত্যাকাণ্ডের সঙ্গে হ্যাশট্যাগটি ব্যবহার হয়েছে৷ সাক্যুলে ২০১৫ সালে এটি টুইটারে ব্যবহার হয়েছে ৯০ লাখের বেশি বার৷
ছবি: Reuters/A. Latif
মে: #হোমটুভোট
মে মাসে আয়ারল্যান্ডে সমকামীদের বিয়ে নিয়ে গণভোটের আয়োজন করা হয়৷ সেসময় এই হ্যাশট্যাগ ব্যবহার করে অন্যত্র থাকা আইরিশরা ভোট দিতে ঘরে ফেরার কথা জানান৷ গণভোটে সমকামিদের বিয়ে বৈধ করার পক্ষে ৬০ শতাংশের বেশি ভোট পড়ে৷
ছবি: Reuters/C. McNaughton
জুন: #সেলফিউইথডটার
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত জুনে মেয়ের সঙ্গে বাবার সেলফি ইন্টারনেটে পোস্ট করতে ভারতবাসীকে অনুরোধ করেন৷ এরপর অগুনতি গর্বিত পিতা #সেলফিউইথডটার হ্যাশট্যাগ ব্যবহার করে মেয়ের সঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন৷ হ্যাশট্যাগটি শুধু ভারত নয়, গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে৷
ছবি: www.narendramodi.in
জুলাই: #গ্রিফারেন্ডাম
গ্রিসের ঋণ সঙ্কট ২০১৫ সালের অন্যতম আলোচিত বিষয় ছিল৷ জুলাইয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড করে হ্যাশট্যাগ #গ্রিফারেন্ডাম৷ কৃচ্ছ্বতাসাধনের বিনিময়ে আরো আন্তর্জাতিক ঋণ নেয়া হবে কিনা সেটা নির্ধারণে এই গণভোটের আয়োজন করা হয়৷ বলাবাহুল্য, গ্রিসের অধিকাংশ মানুষ তাতে না ভোট দিয়েছিল৷ বরং ইউরোজোন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে মত দেয় তারা৷
ছবি: picture-alliance/dpa/K. Nietfeld
আগস্ট: #রিফিউজিসওয়েলকাম
২০১৫ সালে ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক শরণার্থী দেখেছে বিশ্ব৷ প্রায় দুই কোটি মানুষ নিজের বসতভিটা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে এবছর৷ #রিফিউজিসওয়েলকাম ব্যবহার করে অগুনতি মানুষ শরণার্থীদের গ্রহণে ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন৷ ইউরোপীয়রাও হ্যাশট্যাগটি ব্যবহার করে বিভিন্ন সাহায্য কার্যক্রম পরিচালনা করেছেন৷
ছবি: picture-alliance/dpa/F. Rumpenhorst
সেপ্টেম্বর: #আইস্ট্যান্ডউইথআহমেদ
যখন ১৪ বছর বয়সি একটি ছেলেকে তার ব্যাগ থাকা ঘড়িতে বোমা ভেবে ক্লাসরুম থেকে বের করে দেয়া হয় এবং গ্রেপ্তার করা হয়, তখন বিষয়টি অনলাইনে পৌঁছাতে বেশি দেরি লাগেনি৷ টুইটারে প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে বিশ্বের নামি-দামি অনেক ব্যক্তিত্ব আহমেদ মাহমুদের পাশে দাঁড়ান, সূচনা হয় #আইস্ট্যান্ডউইথআহমেদ হ্যাশট্যাগের৷
অক্টোবরে টিউশন ফি বাড়ানোর প্রতিবাদে রাস্তায় নামে দক্ষিণ আফ্রিকার শিক্ষার্থীরা৷ সপ্তাহব্যাপী প্রতিবাদ, পুলিশের হামলার পর দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা টিউশন ফি বাড়ানোর পরিকল্পনা স্থগিত করেন৷
ছবি: picture-alliance/dpa/A. Hendricks
নভেম্বর: #প্রেফরপ্যারিস
প্যারিসের ব্যঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি এব্দোতে হামলার প্রায় একছর প্যারিসে আবারো সন্ত্রাসী হামলায় প্রাণ হারান ১৩০ ব্যক্তি, আহত ৩৫০ জনের বেশি৷ এই ঘটনা গোটা বিশ্বকে স্তব্ধ করে দেয়৷ #প্রেফরপ্যারিস ব্যবহার করে ভুক্তভোগীদের পাশে দাঁড়িয়েছেন গোটা বিশ্বের মানুষ৷
ছবি: Reuters/Charles Platiau
ডিসেম্বর: #কপ২১
ডিসেম্বরে সবচেয়ে বড় ইস্যু ছিল জলবায়ু সম্মেলন৷ প্যারিসে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন ঘিরে কার্যত সারা বছরই আলোচনায় ছিল #কপ২১ হ্যাশট্যাগ৷