1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টু-জি স্পেকট্রাম কেলেঙ্কারি ইস্যুর জের কাটেনি, সংসদ উত্তাল

১৮ নভেম্বর ২০১০

টু-জি স্পেকট্রাম কেলেঙ্কারি ইস্যুর জেরে ভারতের সংসদ আজও উত্তাল৷ বিরোধী পক্ষ এই কেলেঙ্কারির তদন্ত করতে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবিতে অনড়৷

প্রবল চাপের মুখে প্রধানমন্ত্রীছবি: UNI

এর মাঝখানে সুপ্রিম কোর্ট এসে পড়ায় সরকারের উদ্বেগ আরও বেড়ে গেছে৷ এর জল শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় , তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে৷

টু-জি স্পেকট্রাম কেলেঙ্কারি ইস্যুর ঝড় থামার কোন লক্ষণ নেই৷ সংসদের ভেতরে ও বাইরে গোটা বিরোধীপক্ষ যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবিতে সরকারকে যেভাবে চেপে ধরেছে, যেভাবে দিনের পর দিন সংসদ অচল করে রাখছে, তাতে মনে হচ্ছে এ দাবি না মেনে সরকারের নিস্তার নেই৷

দুর্নীতির প্রশ্নে সুপ্রিম কোর্ট কড়া অবস্থান নিচ্ছেছবি: cc-by-nc-sa roop1977

দ্বিতীয়ত, বিষয়টি সুপ্রিম কোর্টের আওতায় আসায় ইস্যুটি পেয়েছে ভিন্ন মাত্রা৷ টু-জি স্পেকট্রাম মামলায় আজ সুপ্রিম কোর্ট সরকারকে হলফনামা দাখিল করতে বলেছেন আগামীকাল৷ জনতা পার্টির নেতা সুব্রহ্মনিয়াম স্বামী ২০০৮ সালে প্রাক্তন টেলিকমমন্ত্রী এ.রাজার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করার অনুমতি চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেন৷ কিন্তু ১৬ মাসেও তার কোন সঠিক জবাব না পেয়ে তিনি দ্বারস্থ হন সুপ্রিম কোর্টের৷ আজ তার শুনানি হয়৷ প্রধানমন্ত্রীর দপ্তর কেন তার জবাব দেননি, তার কৈফিয়ৎ চান আদালত৷ সরকারি সলিসিটর জেনারেল গোপাল সুব্রহ্মনিয়াম সরকারের নিরুত্তর থাকার কথা অস্বীকার করে সংশ্লিষ্ট রেকর্ড আদালতের সামনে রাখতে রাজি হন৷ জনতা পার্টি নেতা আজ সাংবাদিকদের বলেন, সলিসিটর জেনারেল সত্যকে রঙচঙ দিয়ে পেশ করতে চাইছেন৷ সলিসিটর জেনারেল প্রধানমন্ত্রীর দপ্তরকে বিপথে চালিত করছেন, নাকি আদালতকে ভুল তথ্য দিচ্ছেন, হলফনামাতে তা স্পষ্ট হবে বলে তিনি বলেন৷

এ. রাজার প্রস্থানের পরও পরিস্থিতি শান্ত হয় নিছবি: AP

প্রধানমন্ত্রীর কথিত নীরবতা নিয়ে রাজনৈতিক দলগুলি সোচ্চার৷ সিপিআই-এম সাংসদ বৃন্দা কারাট বলেন, গোটা দেশের একটিই প্রশ্ন, প্রধানমন্ত্রী জবাব দিন৷ কেন আপনি চুপ করে আছেন? কেন ব্যবস্থা নেননি, জবাব দিন? এই নীরবতার পেছনে কীসের বাধ্যবাধকতা আছে, বলুন ? বিজেপি মুখপাত্র প্রকাশ জাভেদকরের প্রতিক্রিয়া, যেভাবে জেপিসির দাবি উঠেছে, তাতে সরকারের উচিত তা মেনে নেওয়া৷ এটা জনতার দাবি৷ দুর্নীতি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে দেশে৷ আন্দোলনের চেহারা নিতে চলেছে৷ দুর্নীতিবাজদের কেন শাস্তি হয়না, তার জবাব চাইছে দেশের মানুষ৷

তামিলনাড়ুতে ডিএমকে দলের প্রতিদ্বন্দ্বী দল জয়ললিতার এআইএডিএমকে দলের সাংসদ ভি.মৈত্রিয়ান কটাক্ষ করে বলেছেন, রাজার ওপরে আছেন মহারাজা, যিনি বসে আছেন চেন্নাই-এ৷ তাই আদালতের ভৎর্সনা সত্বেও প্রধানমন্ত্রী মৌন৷ বলা বাহুল্য, আঙুল জোটসঙ্গী ডিএমকের শীর্ষ নেতৃত্বের দিকে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ