1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব়্যাবের সঙ্গে ক্রসফায়ারে ৭ রোহিঙ্গা নিহত

২ মার্চ ২০২০

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় ব়্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত দল ‘জকি বাহিনীর' সাত সদস্য নিহত হয়েছেন৷

ছবি: DW

সোমবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের মোছনী ক্যাম্পের কাছে পাহাড়ে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে জানায় ব়্যাব৷

তবে তারা তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিয়ে কোনো তথ্য দেয়নি বলে জানায় ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷

র‌্যাব-১৫ রামু ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. রবিউল ইসলাম সাংবাদিকদের বলেন, গোপন খবরে ডাকাতদলের অবস্থান জানতে পেরে র‌্যাব ঘটনাস্থলে অভিযান চালায়৷ এ সময় ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করলে আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি করে৷

অভিযান শেষে ঘটনাস্থলে সাতজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়৷ তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন৷

ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়েছে৷ সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলেও জানান তিনি৷

এসএনএল/এসিবি 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ