1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরিবেশ

১৬ জুন ২০১২

গত ক'বছর ধরেই অর্থনৈতিক সংকটে পুড়ছে ইউরোপ, অ্যামেরিকা৷ সংকটের এ দাবানল এশিয়াসহ ছড়িয়েছে দুনিয়ার দেশে দেশে৷ জগৎব্যাপী অর্থনীতির এই কঠিন অসুখ সারাতে এবারে নতুন ধরণের পরামর্শ রেখেছেন অর্থনীতিবীদেরা৷

Wind Energy project Description:  Wind Energy project, Bizerte Photo Date/ Location:  2012, Tunis Author / copyright:  Khaled ben Belgacem Zum Thema: Die Grünen in Tunesien Die Bilder haben wir von unserem neuen Korrespondenten in Tunesien Khaled ben Belgacem Eingereicht von Ahmad Hissou am 16.5.2012
ছবি: DW

উচ্চ বেকারত্ব দূরীকরণ এবং বাণিজ্য ভারসাম্য কমানো হবে বলে অ্যামেরিকানদের স্বপ্ন দেখিয়েছিলেন বারাক ওবামা৷ সে স্বপ্ন পূরণের জন্য তিনি লড়াইও করছেন বটে৷ কিন্তু এ লড়াইয়ের ফলাফল খুব একটা সুখকর নয় বলেই তথ্য দিচ্ছে পরিসংখ্যানগুলো৷ অ্যামেরিকার মতোই, ইউরোপের অর্থনীতিও আজ টলটলায়মান অবস্থায় আছে বলে বার বার সতর্ক বাণী দিচ্ছেন বিশ্লেষকেরা৷

ইউরোপের অর্থনীতিকে বিরাট এক ক্ষতের মতো আঁকড়ে ধরেছে গ্রিসের অর্থনৈতিক অস্থিরতা৷ এর সাথে আবার আছে স্পেন, ইটালি আর পর্তুগালের অর্থ-সংকট৷ সব মিলিয়ে সারা ইউরোপই আজ শঙ্কিত৷ এমনকি ‘ইউরো' ব্যাবস্থা থাকবে কী-না সন্দেহ তৈরি হয়েছে তা নিয়েও৷ আর যদি এ সন্দেহ সত্যি হয়, তাহলে ইউরোপকে সমন্বিত করার যে আকাঙ্ক্ষায় তৈরি হয়েছিলে ‘ইউরো' ব্যাবস্থা, সেই স্বপ্নও ব্যার্থ হয়ে যাবে৷

দুনিয়ার এই অর্থনৈতিক সংকটকালে জার্মানির প্রতিষ্ঠান ‘জার্মান এডভাইসরি কাউন্সিল অন গ্লোবাল চেঞ্জ' বলছে, অর্থনীতি হতে হবে ‘ইকো-ফ্রেন্ডলি'৷ অর্থাৎ পরিবেশ বান্ধব৷ নইলে উন্নয়ন হবে না৷

একই কথা বলেছেন ব্রিটিশ অর্থনীতিবিদ লর্ড স্টের্ন৷ তাঁর মতে, ‘‘অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে হবে পরিবেশ বান্ধব৷'' অর্থাৎ ‘ইকো-সিস্টেম'-এর ক্ষতি করে যে ‘প্রবৃদ্ধি' আসে তা আসলে ‘টেকসই উন্নয়ন' নয়৷

টেকসই উন্নয়ন কীভাবে হতে পারে, ধরিত্রীর পরিবেশকে কেমন করে সুরক্ষিত করা যেতে পারে এবং ইকো-সিস্টেম'এর ক্ষতি না করে কীভাবে অর্থনৈতিক মুক্তি আনা সম্ভব - এই বিষয়গুলোকেই মূল আলোচ্য বিষয় হিসেবে নিয়েছে এবারের রিও+২০ সম্মেলন৷

প্রাকৃতিক সম্পদের ক্রমাগত উত্তোলন, ক্রমবর্ধমান হারে মানুষের ভোগের পরিমাণ বাড়ানো এবং প্রকৃতির ভারসাম্য ও ইকো-সিস্টেম'কে বিনষ্ট করে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বাড়ানোর প্রক্রিয়াটিকে আজ প্রশ্নবিদ্ধ করা হচ্ছে৷

বিশেষজ্ঞরা বলছেন, দুনিয়া এখন এক ‘দ্বিমুখী সংকট'-এর মুখোমুখি৷ কারণ একদিকে অর্থনৈতিক অস্থিরতা৷ অন্যদিকে, এই অস্থির অবস্থাকে সামাল দিতে প্রতিটি দেশই আরো বেশি করে জোর দিচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের দিকে৷ আর প্রবৃদ্ধি অর্জনের আশায় প্রকৃতিকে বিনষ্ট করা হচ্ছে যারপরনাই ভাবে৷ ফলে, অর্থনীতি আপাতভাবে একটু ভালো হলেও অনেক বেশি পরিমাণে নষ্ট হচ্ছে ইকো-সিস্টেম৷ তাই একদিকের উন্নয়ন অন্যদিকে কার্যকারিতা হারাচ্ছে৷

এই অবস্থায়, টেকসই উন্নয়নের জন্য, অর্থনৈতিক স্থিতি অর্জনের জন্য একমাত্র পরিবেশ-বান্ধব নীতি ছাড়া আর কোনো উপায় নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷ তাঁদের মতে, প্রাকৃতিক সম্পদ উত্তোলনে ও ব্যবহারে সতর্ক হতে হবে৷ নবায়নযোগ্য শক্তির উপর জোর দিতে হবে৷ আর নিয়ন্ত্রণ করতে হবে নিজেদের অশেষ ভোগের বাসনা৷ যদি তা না করা যায়, তাহলে ভবিষ্যত প্রজন্মের সামনে আসবে আরো কঠিন দিন৷

প্রতিবেদন: ডির্ক মেসনার / মিরজাম গেরকে / আফরোজা সোমা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ