1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দরকার টেকসই রাজনৈতিক ব্যবস্থা

আরাফাতুল ইসলাম১৭ মার্চ ২০১৬

বাংলাদেশের সম্ভাবনা অনেক৷ আর সেই সম্ভবনা কাজে লাগিয়ে দারিদ্র পুরোপুরি দূর করা অসম্ভব নয়৷ সমস্যা হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা, যা দেশটির উন্নয়নে বড় বাধা৷

বাংলাদেশে সংসদ নির্বাচন
ছবি: Reuters

বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি আকাঙ্খা প্রবল৷ একবার ক্ষমতায় যেতে পারলে যে কোনো উপায়ে সেটা ধরে রাখা৷ জনগণের ইচ্ছা, আকাঙ্খা বা দেশ পরিচালনায় দলটির সাফল্য, ব্যর্থতা এক্ষেত্রে বিবেচ্য নয়৷ আর তাই একটি সরকারের মেয়াদ শেষ হওয়ার সময় হলে দেশটিতে শুরু হয় এক ধরনের রাজনৈতিক অস্থিরতা৷ ক্ষমতাসীনদের চেষ্টা থাকে ক্ষমতা ধরে রাখা, আর বিরোধী দল চায় যেকোন উপায়ে তাদের টেনে নামাতে৷ ফলাফল: অবরোধ, হরতালে অসংখ্য প্রাণহানি আর সম্পদের বিপুল ক্ষতি৷

সর্বশেষ জাতীয় নির্বাচনের কথাই ধরুন৷ ২০১৪ সালের পাঁচ জানুয়ারির সেই নির্বাচনের আগে দেশটির বিরোধী দল দাবি করলো, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে৷ কিন্তু বাধ সাধলো ক্ষমতাসীনরা৷ তারা নিজেরাও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনেই শেষবার ক্ষমতায় এসেছিল৷ কিন্তু পরে তাদের মনে হয়েছে, সে ব্যবস্থা ঠিক নয়৷ তাই সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিলেন ক্ষমতাসীনরা৷

দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্তে অনড় বিরোধী দল নির্বাচন বর্জন করলো৷ শুধু বর্জন নয়, তাদের ডাকা হরতাল, অবরোধের সময় প্রাণহানি ঘটলো প্রচুর, সম্পদের ক্ষতিও হয়েছে হাজার হাজার কোটি টাকার, অর্থনীতি মুখ খুবড়ে পড়েছে৷ তাতে অবশ্য ক্ষমতাসীনরা তাদের অবস্থান থেকে সরে আসেনি৷ বরং এমন এক একতরফা নির্বাচন তারা করেছে, যেখানে ১৫৩টি আসনে, অর্থাৎ সংসদের অর্ধেকের বেশি আসনে ভোটাভুটিই হয়নি৷

আরাফাতুল ইসলাম, ডয়চে ভেলেছবি: DW/Matthias Müller

নৈতিকভাবে দুর্বল সেই নির্বাচন জয় করার পর অবশ্য ক্ষমতাসীনরা মোটামুটি নিজের অবস্থান পোক্ত করে নিয়েছে৷ ক্রসফায়ার আর মামলা, মোকাদ্দমায় জড়িয়ে বিরোধী দলকে কোনঠাসা করে দিয়েছে৷ অবস্থা এমন যে, বাংলাদেশে বর্তমানে কার্যত কোনো বিরোধী দল নেই৷ অথচ সদিচ্ছা থাকলে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করা যেত, যা বাংলাদেশের রাজনীতিতে স্থিতিশীল অবস্থা নিশ্চিত করতো৷

সাসটেনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজির মূল কথা হচ্ছে টেকসই উন্নয়ন৷ যে ১৭টি লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে, তা অর্জন অসম্ভবও নয়৷ তবে সেটা তখনই সম্ভব হবে, যখন বাংলাদেশের রাজনৈতিকক্ষেত্রে একটি টেকসই ব্যবস্থা নিশ্চিত করা যাবে৷ প্রশ্ন হচ্ছে, সেটা কি আদৌ সম্ভব?

বন্ধু, আপনি কি লেখকের সঙ্গে একমত? জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ