1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ভ্রমণইটালি

টেকসই পর্যটনের উদাহরণ হয়ে উঠেছে সার্ডিনিয়া

২০ নভেম্বর ২০২৪

ক্লান্তি কাটিয়ে চাঙ্গা হতে সমুদ্রতট এক চমৎকার স্থান৷ অনেক মানুষ তাই সাগরের কিনারে ছুটে যান৷ কিন্তু ভেনিস এবং বার্সেলোনার মতো শহরগুলোতে অতিরিক্ত পর্যটকের আনাগোনা আবার সমস্যা হয়ে দাঁড়িয়েছে৷

ইটালির দ্বীপ সার্ডিনিয়ার একটি দৃশ্য৷
ইটালির দ্বীপ সার্ডিনিয়া ছবি: Christina & Toni Anzenberger-Fink/DUMONT Bildarchiv/picture alliance

এদিকে, ভূমধ্যসাগরের এক ছোট্ট দ্বীপ টেকসই পর্যটনকে গুরুত্ব দিচ্ছে সুফল পাচ্ছে৷

অনেকেই গণপর্যটনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন৷ প্রতিবাদ করছেন ঘরভাড়া দ্রুত বাড়ার বিরুদ্ধে৷ মায়োর্কায়, ক্যানরি দ্বীপপুঞ্জে, বার্সেলোনায় চলছে এমন প্রতিবাদ৷ স্থানীয়রা মনে করছেন তাদের পাশে ঠেলে পর্যটকদের দিকে ছোটা হচ্ছে৷ পর্যটন খাত থেকে কোটি কোটি টাকা আয় হলেও তার সুফল স্থানীয়রা পাচ্ছেন না৷

এক প্রতিবাদকারী বলেন, ‘‘যথেষ্ট হয়েছে৷ সবকিছু পর্যটনকে কেন্দ্র করে ঘুরছে৷ আর আমরা ক্রমশ নিঃস্ব হয়ে যাচ্ছি, থাকার জায়গা পাচ্ছি না৷''

সার্ডিনিয়া অবশ্য এক ভিন্ন উপায়ের কথা জানাচ্ছে৷ ইটালির ছোট্ট এই দ্বীপটিতে ষোল লাখ মানুষ বসবাস করেন৷ আর গতবছর সেখানে পর্যটকের সংখ্যা ছিল ৭৫ লাখ! অনেক মানুষ৷

তা সত্ত্বেও সামলানো গেছে৷ কারণ সার্ডিনিয়া সবাইকে অন্তর্ভূক্ত করে পর্যটনকে টেকসই করেছে৷ 

টেকসই পর্যটনের উদাহরণ সার্ডিনিয়া

04:10

This browser does not support the video element.

ত্রিশ বছর আগে থেকেই এই খাত সংশ্লিষ্টরা পানি সাশ্রয়, বর্জ্য কমানো এবং স্থানীয় পণ্য ব্যবহারে গুরুত্ব দিয়েছেন৷

সেখানকার ফোর্টে ভিলেজ রিসোর্টের নাইকি শ্রোডার বলেন, ‘‘এখানে খাবার টেবিলে যা কিছু আসে, যেমন সবজি, টমেটো - হয় আমাদের নিজেদের বাগানে উৎপাদিত অথবা দ্বীপের মধ্যেই খুব কাছাকাছি কোথাও থেকে আনা৷ মাছ এবং মাংসের ক্ষেত্রেও তা প্রযোজ্য৷ নব্বই শতাংশ পণ্যই স্বল্প দূরত্ব থেকে আনা হয়৷''

বিস্তৃত এই রিসোর্টে এক হাজার চারশ' অতিথি থাকতে পারেন৷ গাড়ি নিষিদ্ধ৷ তার বদলে ইলেক্ট্রিক বগি ব্যবহার করা হয়৷ আর সেগুলো চলে ছাদে বসানো সোলার প্যানেলের মাধ্যমে৷ সার্ডেনিয়ায় রোদের অভাব নেই৷

লরেন্সো জানুৎসি ত্রিশ বছরেরও বেশি সময় আগে রিসোর্টটি তৈরি করেছেন৷ এবং সেসময়ই তিনি পরিবেশের উপর এত বড় রিসোর্টের প্রভাব কমানোর বিষয়টি মাথায় রেখেছিলেন৷

যেমন প্রতিদিন এখানে দশ লাখ লিটার পানি ব্যবহৃত হয়৷ এবং সার্ডেনিয়ায় পানীয় জলের ভয়াবহ অভাব রয়েছে৷ জুলাইয়ের শেষে আঞ্চলিক সরকার দ্বীপটির কিছু অংশে জল জরুরি অবস্থা ঘোষণা করেছে৷

জানুৎসি অবশ্য অনেক আগেই নিজস্ব জলাধার তৈরি করেছেন৷ সেখানে ৩৫০ মিলিয়ন লিটার পানি জমা করা যায়৷

ফোর্টে ভিলেজ রিসোর্টের এই সিইও এবং জেনারেল ম্যানেজার বলেন, ‘‘সাধারণত শীতকালে আমরা আমাদের জন্য প্রয়োজনীয় বাকি বছরের পানিও সংগ্রহ করে ফেলি৷ আমাদের জলাধার থেকে পানির প্রয়োজন হয় না৷ পরিষ্কার করে বললে, আমরা স্বনির্ভর৷''

রিসোর্টটি থেকে দ্বীপের রাজধানী ক্যালিয়ারি সড়ক পথে এক ঘণ্টার দূরত্ব৷ এটির প্রতি পর্যটকদের বিশেষ আকর্ষণ রয়েছে৷ অনেকে এখান থেকেই সমুদ্রতট উপভোগ শুরু করেন৷

স্বায়ত্তশাসিত অঞ্চল সার্ডেনিয়া পরিবেশ বাঁচাতে সমুদ্রতট এবং বিভিন্ন পর্যটন আকর্ষণে ভ্রমণ দশ বছর ধরে সীমিত করতে শুরু করেছে৷

সার্ডেনিয়ার পর্যটন মন্ত্রণালয়ের রাইমন্ডো মান্ডিস বলেন, ‘‘একদম শুরুর দিকে এটা বেশ কঠিন ছিল৷ এখনও কঠিন৷ অনেক ট্যুর অপারেটর এবং কোম্পানিকে এই তত্ত্বে বিশ্বাসী করতে হয়৷''

তবে নানা স্থানে ভ্রমণ সীমিত করার উদ্যোগে যে কাজ হয়েছে তা বোঝা যাচ্ছে৷ প্রায় কোনো পর্যটকই আর সমুদ্রতটের ক্ষয়রোধে তৈরি বালিয়াড়ি মাড়ান না৷ কারণ সাইনবোর্ড বসিয়ে এব্যাপারে সতর্ক করা হয়েছে৷ তাছাড়া মোটা অংকের জরিমানও করা হতে পারে৷ এবং ফ্লেমিঙ্গোদেরও কেউ বিরক্ত করেন না৷

আপাতদৃষ্টিতে মনে হচ্ছে অনেক পর্যটকও টেকসই পর্যটনকে ইতিবাচকভাবে নিয়েছেন৷ তাদের অনেকেই প্রতি মৌসুমে এখানে ফিরে আসেন৷

প্রতিবেদন: ড্যান হ্যার্শফিল্ড/এআই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ