1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অপরাধযুক্তরাষ্ট্র

টেক্সাসে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৯

৭ মে ২০২৩

টেক্সাসের ডালাসের কাছে একটি শপিং মলে বন্দুক হামলায় অন্তত আট জন নিহত হয়েছেন৷ সন্দেহভাজন বন্দুকধারী পুলিশের গুলিতে মারা গেছেন বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷

USA, Allen | Schüsse in einer Mall
ছবি: LM Otero/AP/picture alliance

শনিবারের এই হামলায় অনেকে আহত হয়েছেন৷ তাদের মধ্যে সাতজন এখনও হাসপাতালে৷ এরমধ্যে তিনজনের পরিস্থিতি গুরুতর৷

ডালাস থেকে ২৫ মাইল দূরে অ্যালেন শহরে একটি শপিংমলে স্থানীয় সময় দুপুর ৩:৪৫-এ গুলি চালানোর ঘটনা ঘটে৷

এর আগে অ্যালেন পুলিশ বিভাগ নয়জনকে হাসপাতালে নেয়ার তথ্য দিয়েছিল৷ তার মধ্যে দুই জন মারা যান বলে পরে জানিয়েছে তারা৷

প্রত্যক্ষদর্শীর ভিডিওতে শিকাগোর বন্দুক হামলা

01:44

This browser does not support the video element.

পুলিশের এক কর্মকর্তার গুলিতেসন্দেহভাজন বন্দুকধারী ঘটনাস্থলেই নিহত হন বলেও উল্লেখ করেছে তারা৷ তবে তার সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি পুলিশ৷ তাদের ধারণা হামলাকারী একাই ছিলেন৷

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে৷ ২০২৩ সালে এখন পর্যন্ত ১৯৫ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন৷  দেশটিতে জনসংখ্যা চেয়েও আগ্নেয়াস্ত্রের সংখ্যা বেশি৷ 

এফএস/এআই (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ