টেক্সাসের ডালাসের কাছে একটি শপিং মলে বন্দুক হামলায় অন্তত আট জন নিহত হয়েছেন৷ সন্দেহভাজন বন্দুকধারী পুলিশের গুলিতে মারা গেছেন বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷
ছবি: LM Otero/AP/picture alliance
বিজ্ঞাপন
শনিবারের এই হামলায় অনেকে আহত হয়েছেন৷ তাদের মধ্যে সাতজন এখনও হাসপাতালে৷ এরমধ্যে তিনজনের পরিস্থিতি গুরুতর৷
ডালাস থেকে ২৫ মাইল দূরে অ্যালেন শহরে একটি শপিংমলে স্থানীয় সময় দুপুর ৩:৪৫-এ গুলি চালানোর ঘটনা ঘটে৷
এর আগে অ্যালেন পুলিশ বিভাগ নয়জনকে হাসপাতালে নেয়ার তথ্য দিয়েছিল৷ তার মধ্যে দুই জন মারা যান বলে পরে জানিয়েছে তারা৷
প্রত্যক্ষদর্শীর ভিডিওতে শিকাগোর বন্দুক হামলা
01:44
This browser does not support the video element.
পুলিশের এক কর্মকর্তার গুলিতেসন্দেহভাজন বন্দুকধারী ঘটনাস্থলেই নিহত হন বলেও উল্লেখ করেছে তারা৷ তবে তার সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি পুলিশ৷ তাদের ধারণা হামলাকারী একাই ছিলেন৷
পরপর দু’টি বন্দুক হামলার ঘটনায় দক্ষিণ-পূর্ব ও মধ্য ইউরোপের দেশ সার্বিয়ায় শোক নেমে এসেছে৷ সাধারণ মানুষ ফুল নিয়ে মৃতদের স্মরণ করছেন৷
ছবি: Antonio Bronic/REUTERS
কিশোরের হামলা
গত ৩ মে রাজধানী বেলগ্রেডে মাত্র ১৩ বছর বয়সি এক কিশোর তার স্কুলে বন্দুক নিয়ে পরিকল্পিত হামলা চালায়৷ তার বন্দুকের গুলিতে মারা যায় ৯ জন, যার মধ্যে রয়েছে ৮ স্কুলের শিক্ষার্থী ও একজন গার্ড৷
ছবি: Antonio Bronic/REUTERS
আবারো হামলা
এর দু’দিন পর আবারো বন্দুক হামলার ঘটনা ঘটে৷ বেলগ্রেডের কাছে তিনটি গ্রামে হামলা চালিয়ে আটজনকে হত্যা করে বন্দুকধারী৷
ছবি: Armin Durgut/AP Photo/picture alliance
স্বজনদের আহাজারি
এদিকে, স্কুলের হামলার ঘটনার পর স্বজনরা জড়ো হন প্রতিষ্ঠানটির সামনে৷ কান্নায় ভেঙে পড়েন তারা৷
ছবি: Zorana Jevtic/REUTERS
বেলগ্রেডবাসীর শোক
পরে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন সেখানে৷ ফুল দিয়ে, মোম জ্বালিয়ে তারা তাদের স্মরণ করেন৷
ছবি: Antonio Bronic/REUTERS
তিনদিনের শোক
ঘটনার পর তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে সার্বিয়া৷
ছবি: Zorana Jevtic/REUTERS
বন্দুক আইন
ঘটনার পর আবারো বন্দুক আইন নিয়ে প্রশ্ন উঠেছে৷ সেদেশে সহজেই বন্দুক রাখতে পারে মানুষ৷ বন্দুক হামলার ঘটনাও ঘটেছে অনেকগুলো৷ দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ আইনকে কঠোর করার কথা বলেছেন৷
ছবি: Darko Vojinovic/AP/picture alliance
জরিপের তথ্য
স্মল আর্মস নিয়ে ২০১৮ সালে করা জরিপে দেখা যায়, প্রতি ১০০ জনে ৩৯.১টি বন্দুক আছে সেখানকার অধিবাসীদের৷