1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টেক্সাসে মহানবীর কার্টুন প্রদর্শনীতে গুলিচালনা

৪ মে ২০১৫

টেক্সাসের গারল্যান্ড শহরে হজরত মহম্মদের কার্টুন সংক্রান্ত একটি প্রদর্শনী ও প্রতিযোগিতা শেষ হবার সময় দু'জন বন্দুকধারী এক নিরাপত্তা কর্মীর দিকে গুলি চালায়৷ পরে আততায়ীরা পুলিশের গুলিতে নিহত হয়৷

USA Texas Mohammed Karikaturen Anschlag
ছবি: Reuters/Mike Stone

ঘটনাস্থল ড্যালাস শহরের উপকণ্ঠে কার্টিস কালওয়েল সেন্টার৷ এ'টি একটি ইনডোর অ্যারেনা, বস্তুত স্কুল ডিস্ট্রিক্টের অংশ৷ রবিবার সেখানে হজরত মহম্মদের কার্টুন সংক্রান্ত প্রতিযোগিতা ও প্রদর্শনীটির আয়োজন করেছিলেন এএফডিআই বা অ্যামেরিকান ফ্রিডম ডিফেন্স ইনিশিয়েটিভ সংগঠনের প্রধান প্যামেলা গেলার৷

সাদার্ন পভার্টি ল সেন্টার গেলার-এর সংগঠনকে একটি ‘হেট গ্রুপ' হিসেবে বর্ণনা করেছে৷ গেলার স্বয়ং কট্টর ইসলাম বিরেধী৷ ২০১০ সালে যখন নাইন-ইলেভেনের সন্ত্রাসে বিধ্বস্ত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কাছে একটি ইসলামিক সেন্টার সৃষ্টির কথা চলেছে, তখন গেলার তার বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের ব্যবস্থা করেছিলেন৷

এমনকি তাঁর গারল্যান্ডের ভেন্যুটি বেছে নেওয়ার কারণও নাকি এই যে, প্যারিসে শার্লি এব্দো হত্যাকাণ্ডের ঠিক এক সপ্তাহ পরে এই কার্টিস কালওয়েল সেন্টারেই ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছিল৷ রবিবারের প্রদর্শনীতে জুরি এবং জনতার নির্বাচিত সেরা কার্টুনের জন্য নগদ পুরস্কারের ব্যবস্থা ছিল৷ অনুষ্ঠানে গেলার ছাড়াও বক্তৃতা দিয়েছিলেন ওলন্দাজ রাজনীতিক গের্ট উইল্ডার্স, যিনি তাঁর ইসলাম বিরোধী মনোভাবের জন্য পরিচিত৷

রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ কার্টিস কালওয়েল সেন্টারের বাইরের পার্কিং লটে দু'জন বন্দুকধারী একজন সিকিওরিটি গার্ডের দিকে অটোম্যাটিক রাইফেল থেকে গুলি চালাতে শুরু করে৷ অকুস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তারা উভয় আততায়ীকেই গুলি করে হত্যা করেন৷ বিশেষত দ্বিতীয় আততায়ী যখন তার পিঠের রুকস্যাকের দিকে হাত বাড়ায়, তখন সেখানে বোমা কিংবা বিস্ফোরক রাখা থাকতে পারে ভেবে পুলিশ অফিসাররা সঙ্গে সঙ্গে গুলি চালান৷ আততায়ীদের গাড়িতেও বোমা থাকতে পারে, এই আশঙ্কায় পুলিশ গাড়ি সার্চ না হওয়া পর্যন্ত নিহত বন্দুকধারীদের মৃতদেহ সেখানেই ফেলে রেখেছে৷ এমনকি কালওয়েল সেন্টারের কাছাকাছি এলাকা থেকে প্রথমে বাসিন্দাদের স্থানান্তরিত করা হয়েছে৷

ওলন্দাজ রাজনীতিক গের্ট উইল্ডার্সছবি: epa/dpa

গুলিতে আহত সিকিওরিটি গার্ড হাঁটুতে চোট পেয়েছেন৷ হাসপাতালে চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়৷ ঘটনার সময় প্রায় ২০০ মানুষ কালএয়েল অ্যারেনা'টিতে ছিলেন৷ তারা জানতেও পারেননি বাইরে কি ঘটছে৷ পুলিশ অফিসাররা প্রথমে তাদের ভিতরেই থাকতে বলেন৷

আততায়ীদের পরিচিতি সম্পর্কে পুলিশ এখনও কিছু বলতে পারেনি৷ সাইট ইন্টেলিজেন্স গ্রুপের বিবরণ অনুযায়ী একজন ইসলামিক স্টেট যোদ্ধা টুইটারে দাবি করেছে যে, ‘‘আমাদের ২ জন ভ্রাতা (টেক্সাসের প্রদর্শনীর উপর) এইমাত্র গুলি চালানো শুরু করেছে৷'' টুইটে আরো যোগ করা হয়: ‘‘ওরা ভেবেছিল, ওরা টেক্সাসে ইসলামিক স্টেটের সৈনিকদের হাত থেকে নিরাপদ৷''

অপরদিকে এএফডিআই সংগঠনের যুগ্ম-প্রতিষ্ঠাতা প্যামেলা গেলার টেক্সাসের ঘটনাকে ‘‘বাকস্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ'' বলে বর্ণনা করেছেন৷ ‘‘এটা আমাদের সকলের স্বাধীনতার উপর আক্রমণ'', বলে মন্তব্য করেছেন গের্ট উইল্ডার্স৷

এসি/ডিজি (এপি, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ