1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টেট দুর্নীতি মামলায় গ্রেপ্তার মানিক

১১ অক্টোবর ২০২২

সোমবার সিজিও কমপ্লেক্সে সারা রাত জেরা করার পর মঙ্গলবার সকালে মানিক ভট্টাচার্যকে ইডি গ্রেপ্তার করে।

মানিক ভট্টাচার্য
ছবি: Subrata Goswami/DW

প্রাথমিক শিক্ষা পর্ষদের সাবেক সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সারা রাত ধরে তাকে সিজিও কমপ্লেক্সে জেরা করে ইডি। মঙ্গলবার সকালে ইডি-র তরফে জানানো হয়, মানিকের বয়ানে একাধিক অসঙ্গতি থাকার কারণেই তাকে গ্রেপ্তার করা হচ্ছে। বস্তুত, এর আগে একাধিকবার মানিককে জেরা করেছে ইডি।

প্রাথমিক শিক্ষা সংসদের সাবেক এই সভাপতি বর্তমানে পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক। ইডি-র সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় মানিক ইডি-র কাছে যে নথি জমা দিয়েছেন, তার মধ্যে একাধিক গরমিল আছে। এরপরেই মানিককে তলব করা হয়। সোমবার তাকে যখন ইডি দপ্তরে যেতে বলা হয়েছিল, তার অনেক পরে মানিক সেখানে পৌঁছান বলে অভিযোগ। রাতভর জেরায় ইডির সঙ্গে মানিক সহযোগিতা করেননি বলেও অভিযোগ।

এর আগে এই সংক্রান্ত মামলাতেই সাবেক শিক্ষামন্ত্রী এবং তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়-সহ একাধিক সাবেক শিক্ষা দপ্তরের কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। এবার গ্রেপ্তার করা হলো মানিককে। মঙ্গলবারই তাকে আদালতে তোলা হবে বলেইডি-সূত্রজানিয়েছে।

এসজি/জিএইচ (পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ