1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টেনিসে বর্ষসেরা হলেন নাদাল ও ভজনিয়াকি

১৫ ডিসেম্বর ২০১০

টেনিসে ২০১০ সালের শীর্ষ পদক পেলেন রাফায়েল নাদাল এবং ক্যারোলিন ভজনিয়াকি৷ আন্তর্জাতিক টেনিস নিয়ন্ত্রণকারী সংস্থা আইটিএফ-এর বিবোচনায় বর্ষসেরা টেনিস তারকার খেতাবে ভূষিত হলেন এই স্প্যানিশ এবং ড্যানিশ খেলোয়াড়৷

রাফায়েল নাদালছবি: AP

নাদালের শিরে এমন সম্মানজনক পদক শোভা জুটল দ্বিতীয়বারের মতো৷ তবে ড্যানিশ টেনিস তারকা ভজনিয়াকির জন্য এবারই প্রথম বর্ষসেরা হওয়ার সৌভাগ্য হলো৷ এদিকে, পুরুষ টেনিসে মার্কিন যমজ ভাই বব এবং মাইক ব্রায়ান হলেন বর্ষসেরা জুটি৷ শুধু তা-ই নয় এটি তাদের একটি বিশ্ব রেকর্ডও৷ কারণ সপ্তমবারের মতো বর্ষসেরা টেনিস জুটি হিসেবে মনোনীত হলেন তাঁরা৷ মেয়েদের টেনিসে বর্ষসেরা জুটি হয়েছেন আর্জেন্টিনার গিজেলা ডাল্কো এবং ইটালির ফ্লাভিয়া পেনেটা৷

এ বছর বর্ষসেরা হওয়ার দৌড়ে নাদাল এগিয়েছেন তাঁর বেশ কিছু সাফল্যের ধারাবাহিকতায়৷ গত সেপ্টেম্বরে ইউএস ওপেন-এর পদক জিতে ক্যারিয়ার গ্রান্ড স্লাম জয় করেন নাদাল৷ টেনিসের ইতিহাসে এমন কৃতিত্বের অধিকারী সপ্তম পুরুষ তিনি৷ এছাড়া এ বছর পঞ্চমবারের মতো ফ্রেঞ্চ ওপেন জিতেছেন ২৪ বছর বয়সি নাদাল৷ উইম্বলডন শিরোপা ছিনিয়ে নিয়েছেন দ্বিতীয়বারের মতো৷ এতগুলো অর্জনের ফলেই রজার ফেদেরারের শির থেকে বর্ষসেরার মুকুটটি নিজের করে নিলেন এই স্প্যানিশ টেনিস তারকা৷

ক্যারোলিন ভজনিয়াকিছবি: AP

এছাড়াও নাদালের ঝুলিতে রয়েছে অলিম্পিকে সোনা এবং ডেভিস কাপে দুইবার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব৷ সবমিলিয়ে টেনিস জগতের মর্যাদাকর অধিকাংশ শিরোপায় পৌঁছে গেছে নাদালের ঘরে৷ আইটিএফ পদক জয়ের পর উচ্ছাসে আপ্লুত নাদাল৷ তিনি বলেন, ‘‘২০০৯ সালের কঠিন সময়ের পর আবারও এক নম্বরে পৌঁছা এবং ইউএস ওপেন জয় একটা দারুণ আনন্দের বিষয়৷ আমার লক্ষ্য থাকে সবসময় আরো একটু ভালো করার এবং আগের বছরের চেয়ে আরো ভালো খেলোয়াড়ে পরিণত হওয়ার৷''

এদিকে, ২০ বছর বয়েসি ভজনিয়াকি জয়ের ক্ষেত্রে বেশ ধারাবাহিকতা বজায় রেখে খেলেছেন সারা বছরই৷ পন্টে ভেড্রা, কোপেনহেগেন, মন্ট্রিয়াল, নিউ হ্যাভেন, টোকিও এবং বেইজিং সবগুলোতেই শিরোপা ছিনিয়ে নিয়েছেন ভজনিয়াকি৷ বর্ষসেরা হওয়ার আনন্দ প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘‘আইটিএফ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়াটা সত্যি অনেক সম্মানের ব্যাপার৷ বিশেষ করে আগের সব চ্যাম্পিয়নদের পাশে আমার নাম উঠে আসায় আমি খুবই গর্বিত৷ ২০১০ সালটা আমার জন্য একটি সেরা বছর৷ তবে ২০১১ সালকে আমি আরো ভালো করতে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছি৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ