1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টেনিসের তারকা

১ জানুয়ারি ২০১৩

ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা নববর্ষের দিনেই ব্রিসবেন ইন্টারন্যাশনাল থেকে নিজেকে সরিয়ে নিলেন৷ তবে ২০১২ তাঁর দারুণ কেটেছে৷ ভালো করেছেন ব্রিটেনের অ্যান্ডি মারে’ও৷ তবে আগামীতে আরো ভালো করতে চান তিনি৷

ছবি: dapd

কলারবোনে চোট থাকলে সার্ভ করা কিংবা মাথার উপরের বল মারা খুব সহজ নয়৷ ওদিকে ২০১২ সালেও শারাপোভাকে ব্রিসবেন বাদ দিতে হয়েছিল পায়ের গোছে চোটের দরুণ৷ কাজেই তিনি সোজা মেলবোর্নে যান অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতি হিসেবে৷ এবারেও নাকি তিনি তা'ই করবেন৷

শারাপোভা নিজেই বলেছেন, তিনি তাঁর অভিজ্ঞতা থেকে জানেন যে, অস্ট্রেলিয়ান ওপেন-এর মতো বড় টুর্নামেন্টের আগে একগাদা ম্যাচ না খেলে শরীরটাকে ঠিক রাখাই বেশি প্রয়োজন৷ ওদিকে ২০১২ সম্পর্কে তাঁর বক্তব্য: ওটা ছিল তাঁর খেলোয়াড়ি জীবনের সবচেয়ে স্মরণীয় বছর৷ বিশেষ করে ফ্রেঞ্চ ওপেন জেতা এবং লন্ডনের অলিম্পিক উদ্বোধন অনুষ্ঠানে রাশিয়ার পতাকা বহন করার দুর্লভ সম্মান৷

বলা দরকার, ২৫-বছর-বয়সি শারাপোভা এর আগে কখনো অলিম্পিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেননি৷ এছাড়া তিনিই হলেন প্রথম রুশ মহিলা ক্রীড়াবিদ, যাকে রুশ পতাকা বহনের সুযোগ দেওয়া হল৷ ‘‘খুবই আবেগপূর্ণ, এক অবিশ্বাস্য অভিজ্ঞতা,'' বলেছেন শারাপোভা৷

অ্যান্ডি মারে'কে নাইট উপাধি পেতে গেলে কি করতে হবে?

ইউএস ওপেন হাতে অ্যান্ডি মারেছবি: Reuters

৭৬ বছর পরে আবার এক ব্রিটিশ টেনিস খেলোয়াড় একটি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতেছেন, সেই সঙ্গে লন্ডন অলিম্পিকের স্বর্ণপদক৷ কাজেই স্কটল্যান্ডের এই আদি বাসিন্দাটিকে নিয়ে যে যুক্তরাজ্যে মাতামাতি হবে, তা তো জানাই কথা৷ এমনকি নববর্ষের হনার্স লিস্টে যে মারে'কে শুধুমাত্র ওবিই দেওয়া হয়েছে, তা'তে মারে'র ভক্তরা ক্ষুণ্ণ৷ বিশেষ করে যখন প্রথম ট্যুর দ্য ফ্রঁস জেতা ব্রিটিশ সাইক্লিস্ট ব্র্যাডলে উইগিন্স কিংবা অলিম্পিক ইয়ট-চালক বেন এইনস্লে নাইট উপাধি পেয়েছেন৷

মারে'র কিন্তু তাতে আপত্তি নেই৷ ব্রিসবেনে তিনি নিজেই বলেছেন, তাঁর আরো কয়েকটি টুর্নামেন্ট জেতা দরকার, তবে তিনি নাইট উপাধির যোগ্য হবেন৷ অবশ্য এটা বিনয় কি বিনয় নয়, ইউএস ওপেন জেতা অ্যান্ডি মারে'র ক্ষেত্রে সেটা বলা শক্ত৷ তিনি যখন নিউ ইয়র্কে খেলছেন তখন দর্শকদের আসনে ছিলেন সার শন কনারি এবং সার অ্যালেক্স ফার্গুসন, প্রথামতো যাদের সার শন এবং সার অ্যালেক্স বলে সম্ভাষণ করার কথা৷ মারে তাদের বলেন শন এবং আলেক্স৷

নয়তো এই সব সাফল্যের ফলে তাঁর জীবন খুব বেশি বদলায়নি, বললেন মারে৷ এছাড়া তাঁর কোচ ইভান লেন্ডল সব ধরণের পরিস্থিতিই দেখেছেন এবং তাঁকে পরামর্শ দেবার জন্য আছেন৷ নতুন বছরে অনেক চাপ আসবে, কিন্তু ২০১২'র তুলনায় তা বেশি হবে বলে মনে করেন না অ্যান্ডি মারে৷

এসি/জেডএইচ (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ