1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টেনেহিঁচড়ে যাত্রী নামানো!

২৯ সেপ্টেম্বর ২০১৭

সম্প্রতি যুক্তরাষ্ট্রে সাউথওয়েস্ট এয়ারলাইনের এক বিমান থেকে টেনেহিঁচড়ে এক নারী যাত্রীকে নামানোর ঘটনা ঘটেছে৷ অন্য যাত্রীদের করা সেই ভিডিও সাথে সাথেই ভাইরাল হয়ে যায়৷ পরে অবশ্য বিমান কতৃপক্ষ সেই যাত্রীর কাছে ক্ষমা চেয়েছে৷

ছবি: picture-alliance/dpa/E.S. Lesser

মঙ্গলবার বাল্টিমোর থেকে লসএঞ্জেলেসে যাচ্ছিলেন এক যাত্রী৷ ফ্লাইটে অনেকেরই পোষা প্রাণী ছিল৷ আর প্রাণীতেই তাঁর মারাত্মক অ্যালার্জির সমস্যা৷ ফ্লাইট কর্মকর্তাদের সেটি জানালে তাঁরা উল্টো বলেন, এমন কোনো মেডিকেল সার্টিফিকেট তো তিনি আগে দেননি৷ কাজেই তাঁকে প্লেন ছাড়তে হবে৷

এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে আইন প্রয়োগকারী সংস্থাকে ডাকা হয়৷

ভিডিওটিতে দেখা যায়, আইন শৃংখলাবাহিনীর কযেকজন সদস্য সেই নারীকে রীতিমতো টেনেহিঁটড়ে সিট থেকে তুলে বের করে আনছেন৷ এ সময় বার বার তাঁকে বলতে শোনা যায়, ‘‘আমাকে স্পর্শ করবে না৷ আমি হেঁটে যেতে পারব৷’’

তারপরও তাঁকে টানতে থাকে পুলিশ সদস্যরা৷ তাঁকে না ছেড়েই ব্যঙ্গ করে পাল্টা বলে, ‘‘ঠিক আছে, তাহলে হাঁটো৷’’

এক পর্যায়ে সেই যাত্রী চিৎকার করে বলেন, ‘‘আমি একজন প্রফেসর, কী করছো আমার সাথে!’’

এই ঘটনার জন্য পরে ক্ষমা চেয়েছে সাউথওয়েস্ট এয়ারলাইন৷ কর্তৃপক্ষ বলেছে, ‘‘স্থানীয় আইন শৃংখলাবাহিনীর সদস্যরা ওই যাত্রীকে টেনে নামিয়েছে৷ এই ঘটনায় আমরা ভীষণভাবে মর্মাহত হয়েছি৷ আমরা এর জন্য ক্ষমাপ্রার্থী্৷ আমরা সরাসরি সেই প্রফেসরের সঙ্গেও যোগাযোগ করব৷’’

এই ঘটনায় ফ্লাইট থেকে হিংস্রভাবে নামানোর আরও কিছু উদাহরণ মনে পড়ে যায়৷ এপ্রিলে ইউনাইটেড এয়ারলাইন্স থেকে এক যাত্রীকে নামানোর সময় তো তার মুখ রক্তাক্ত অবস্থায় ছিল৷ পরের মাসেই ডেল্টার এক ফ্লাইটে ক্যালিফোর্নিয়ার এক পরিবারকে সিট ছাড়তে রীতিমতো বুট দিয়ে আঘাত করা হয়৷

এএম/এসি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ