1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টেবিল টেনিস বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ

৬ মে ২০১১

আগামী রবিবার থেকে নেদারল্যান্ডস-এর রটারডাম এ শুরু হচ্ছে টেবিল টেনিসের বিশ্বকাপ প্রতিযোগিতা৷ ১৫ মে পর্যন্ত চলবে এই আসর৷ বাংলাদেশ এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে৷

২০০৯ সালের বিশ্বকাপে জার্মান টিমছবি: AP

১২২টি দেশের ৭২৬ জন খেলোয়াড়, ১৩০০ হোটেল কক্ষ, ১০ হাজার টেবিল টেনিস বল, সাড়ে তিন'শ সাংবাদিক আর ৫০ কোটি টেলিভিশন দর্শক – এই নিয়েই শুরু হচ্ছে টেবিল টেনিসের বিশ্বের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ৷ এই আসরের এবারের আয়োজক জার্মানির প্রতিবেশী দেশ নেদারল্যান্ডস৷ সেখানকার রটারডাম শহরে অনুষ্ঠিত হবে এটি৷ সকল প্রস্তুতি চূড়ান্ত৷ আয়োজকরা প্রচণ্ড ব্যস্ত৷ ইতিমধ্যেই সেখানে আসতে শুরু করেছেন খেলোয়াড়রা৷

এই বিশ্ব আসরে প্রায় ১১ বছর পর আবারো অংশগ্রহণ করছে বাংলাদেশ৷ বাংলাদেশের ৩ খেলোয়াড় – মানস চৌধুরী, হানিফ হ্যামলেট এবং জাতীয় চ্যাম্পিয়ন মাহবুব বিল্লাহ অংশ নিচ্ছেন৷

জার্মানির ব্রেমেন শহরে ২০০৬ সালে বসেছিল বিশ্বকাপের আসরছবি: AP

এ বিশ্বকাপ প্রতি বছর অনুষ্ঠিত হয়, তবে একটু অন্যভাবে৷ এক বছর হয় একক, আর পরের বছরটি হয় দ্বৈত৷ এবারের আসরটিতে হবে একক প্রতিযোগিতা৷ এতে অংশ নেবেন পুরুষ এবং মহিলারা৷ তবে বাংলাদেশ থেকে মহিলা দল অংশগ্রহণ করছে না৷ তার কারণ তুলে ধরে টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক সামশুল আলম আনু সাংবাদিকদের বলেছেন, ‘‘বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলার মতো পারফরমেন্স আমাদের মেয়েদের এখনো হয়নি৷ তাদের খেলার মান উন্নয়নের জন্য চেষ্টা করা হচ্ছে৷''

এদিকে, রটারডামে অনুষ্ঠিত বিশ্বকাপ প্রতিযোগিতায় ভারতীয় ১০ সদস্যের দলের নেতৃত্ব দিচ্ছেন শরৎ কামাল৷ এই দলটি চীন থেকে নেদারল্যান্ডস-এর উদ্দেশ্যে রওয়ানা করছেন৷ চীনে বেশ কিছু সময় ধরে দলটির প্রশিক্ষণ হয়েছে৷ তাদের আশাবাদ এই আসরে তারা বেশ ভালো করবেন৷

বিশ্বকাপ শেষ হবার কিছুদিন বাদেই অর্থাৎ আগামী জুনে শ্রীলঙ্কায় বসছে দক্ষিণ এশীয় টেবিল টেনিস প্রতিযোগিতা৷ বাংলাদেশ এতে হল্যান্ডের অভিজ্ঞতা কাজে লাগাতে চায়৷ দলের খেলোয়াড় মাহবুব বিল্লাহ বলেন, ‘‘টেবিল টেনিসের বিশ্বকাপে খেলবেন ওয়ার্ল্ডের প্রথম শ্রেণীর খেলোয়াড়রা৷ আমরা সেই মাপের খেলোয়াড় নই৷ তবে যাদের সাথেই খেলতে নামি, ভালো খেলার চেষ্টা এবং অভিজ্ঞতা অর্জন করতে চাই সেখান থেকে৷ যা শ্রীলঙ্কায় কাজে লাগবে৷''

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ