1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দোষী সাব্যস্ত বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক

১৯ জুলাই ২০১৮

টেরেসা মে-কে হত্যাচেষ্টায় দোষী সাব্যস্ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক৷ ২০ বছর বয়সি নাইমুর রহমানকে সন্ত্রাসী কার্যক্রমের প্রস্তুতি নেয়ার দায়ে অভিযুক্ত করেছে ওল্ড বেইলি কোর্ট৷

USA Theresa May in Philadelphia
ছবি: Reters/M. Makela

পুলিশ বলছে, প্রথমে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ডাউনিং স্ট্রিটের অফিসের গেটে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল নাইমুরের৷ তারপর বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে অফিসে ঢুকে ছুরি বা বন্দুক ব্যবহার করে হত্যা করা হতো টেরেসা মে-কে৷

১০ নং ডাউনিং স্ট্রিট ব্রিটিশ প্রধানমন্ত্রীদের রাষ্ট্রীয় বাসভবন এবং অফিস৷ ভবনটি সবসময়ই কড়া নিরাপত্তার চাদরে ঢাকা থাকে৷ তবে রাস্তার শেষ প্রান্তে পর্যটক ও দর্শনার্থীদের জন্য একটি গেট আছে৷

মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম কমান্ডের প্রধান ডিন হেডন বলেন, ‘‘আমরা এমন এক ব্যক্তির কথা বলছি, যে পুলিশ সদস্যসহ অন্যান্য অনেক মানুষকে হত্যা, জখম ও পঙ্গু করে ফেলতে পারতো৷''

ব্রিটিশ নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা ‘এমআই ফাইভ'-এর সদস্যরা পরিচয় গোপন করে নাইমুরের সাথে অনলাইনে ঘনিষ্ঠ হন৷ নাইমুর ভেবেছিলেন তিনি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট- আইএসের সদস্যদের সাথে কথা বলছেন৷ তখনই তার কাছ থেকে ডাউনিং স্ট্রিট পরিকল্পনার তথ্য পান ব্রিটিশ গোয়েন্দারা৷

গত নভেম্বরে গোয়েন্দাদের একটি সাজানো বৈঠকে যোগ দিতে এলে তাকে আটক করা হয়৷ এ সময় তার কাছ থেকে দুটি নকল বিস্ফোরকও উদ্ধার করেন গোয়েন্দারা৷

হেডন জানান, নাইমুরের এক মামা সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দিয়েছেন এবং তার কাছ থেকেই ব্রিটেনে হামলার পরিকল্পনার উৎসাহ পেয়েছেন নাইমুর৷

পুলিশ বলছে, এই পরিকল্পনা দুই বছর ধরে কার্যকর করার চেষ্টা করছেন নাইমুর৷ কিন্তু গত বছর তার মামা সিরিয়ায় এক ড্রোন হামলায় মারা যাওয়ায় পরিকল্পনা ভেস্তে যায়৷

এডিকে/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ