1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টেলিফোনে আড়িপাতা নিয়ে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী

১৪ ডিসেম্বর ২০১০

টু-জি স্পেকট্রাম বন্টনে নীরা রাডিয়ার জনসংযোগ সংস্থা সরকারের ওপর প্রভাব খাটিয়েছিল কিনা তা জানতে রাডিয়ার টেলিফোনে আড়ি পাতা হয়েছিল এবং সেই টেপ মিডিয়ার কাছে ফাঁস হওয়ায় কর্পোরেট মহলে দেখা দেয় তীব্র প্রতিক্রিয়া৷

ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংছবি: AP

ফোনে আড়ি পাতা নিয়ে এই প্রথম মুখ খুললেন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং৷ বললেন, ফোনে আড়ি পাতার রেকর্ড করা টেপ ফাঁস হওয়ায় কর্পোরেট মহলের অসন্তোষ তিনি উপলব্ধি করতে পারছেন৷ কীভাবে তা ফাঁস হলো সে সম্পর্কে তিনি ক্যাবিনেট সচিবকে এক মাসের মধ্যে রিপোর্ট দিতে বলেছেন৷ নতুন দিল্লিতে এক বণিক সম্মেলনে মনমোহন সিং বলেন, ফোনে আড়ি পাতার ক্ষমতা সরকারি সংস্থাকে দেয়া হয়েছে দেশের নিরাপত্তার স্বার্থে৷ কিন্তু তার অপব্যবহার যাতে না হয়, তারজন্য আরো সতর্ক হওয়া দরকার৷

কংগ্রেস জোট সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রধান দপ্তরগুলি কীভাবে বন্টন করা হবে এবং টু-জি স্পেকট্রাম বন্টনে কাকে বিশেষ সুবিধা দেয়া হবে নীরা রাডিয়ার জনসংযোগ সংস্থা বিভিন্ন কোম্পানির হয়ে সরকারের ওপর প্রভাব বিস্তার করেছিল কিনা তা জানতে সরকার নীরা রাডিয়ার ফোনে আড়ি পাতে দীর্ঘদিন ধরে৷ শিল্পপতি, ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং সাংবাদিকদের সঙ্গে রাডিয়ার টেলিফোনের কথোপকথন রেকর্ড করা হয় প্রায় পাঁচ হাজার টেপে৷এবং সেইসব টেপ ফাঁস করা হয় মিডিয়াতে ও ইন্টারনেটে৷ ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে বিশিষ্ট শিল্পপতি রতন টাটা সুপ্রিম কোর্টে মামলা করেন৷ বলেন, ব্যক্তিগত গোপনীয়তা তাঁর সাংবিধানিক অধিকার৷ দেশের নিরাপত্তার স্বার্থে ফোনে আড়ি পাতা নিয়ে তাঁর কিছু বলার নেই৷ বিশিষ্ট ব্যাঙ্কার দীপক পারেখ মনে করেন, ফোনে ব্যক্তিগত কথোপকথন ফাঁস করায় বাণিজ্যিক মহল যথেষ্ট বিব্রত ও আহত৷ আরেক শিল্পপতি বলেন, আয়কর ফাঁকি বা অবৈধ অর্থ পাচার ধরাই যদি এর উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে তা ধরার অন্য উপায় ছিল৷

সুপ্রিম কোর্টের নির্দেশে গত সপ্তাহে কেন্দ্রীয় সরকার রেকর্ড করা টেপ জমা দেন শীর্ষ আদালতে৷ হলফনামা পেশ করে সরকার বলেন, নীরা রাডিয়ার বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগ থাকায় তাঁর ফোনে আড়ি পাতা হয়েছিল৷ এই সব কথোপকথন থেকে রাজনৈতিক মহলের সঙ্গে বাণিজ্যিক মহলের গাঁটছড়ার একটা ছবি উঠে আসে৷

বিজেপি শীর্ষ নেতা এল.কে আডবানির মন্তব্য, প্রধানমন্ত্রী আড়ি পাতা টেপ কী করে ফাঁস হলো তা নিয়ে যতটা উদ্বিগ্ন, বিভিন্ন দুর্নীতি নিয়ে মোটেই উদ্বিগ্ন নন৷ বিজেপি আজ দুর্নীতির ইস্যু নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলনে পথে নামে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ