1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যে নারীদের টিভিতে দেখা যায় না

২৯ জুলাই ২০১৭

জার্মানির ফিল্ম-টেলিভিশনে ত্রিশোর্ধ্ব মহিলাদের অনুপাত লক্ষণীয়ভাবে কম, বলছে একটি জরিপ৷ প্রৌঢ়া বা প্রবীণাদের যদি বা দেখা পাওয়া যায়, তাও সব বাঁধাধরা, গতানুগতিক ভূমিকায়৷

Maria Furtwängler Vorstellung Studie zur Geschlechterfrage im Fernsehen
ছবি: picture-alliance/dpa/B. Pedersen

জার্মান ফিল্ম-টেলিভিশনের জগতে নারী-পুরুষের আপেক্ষিক অবস্থান বিবেচনা করে দেখছিলেন রস্টক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা৷ জার্মান অভিনেত্রী মারিয়া ফুর্টভ্যাঙ্গলার-এর উদ্যোগে সূচিত এই জরিপে ২০১৬ সালের প্রায় ৩,০০০ ঘণ্টা টেলিভিশন অনুষ্ঠান ও ২০১১ থেকে ২০১৬ সালের মধ্যে মুক্তিপ্রাপ্ত ৮০০টি জার্মান ভাষাভাষি ছবি পরীক্ষা করে দেখা হয়৷ গত ২০ বছরে এ ধরনের কোনো জরিপ করা হয়নি, বলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দাবি করা হয়েছে৷

জার্মান ফিল্ম-টেলিভিশনে ৩০ বছর বয়স অবধি নারী-পুরুষের অনুপাত প্রায় এক – কিন্তু তার পরেই মহিলাদের অনুপাত কমতে থাকে৷ তিরিশের পর মহিলারা পুরুষদের অর্ধেক ‘রোল' বা চরিত্রে অভিনয় করার সুযোগ পান – এক প্রাত্যহিক সোপ অপেরা ও টিভি সিরিয়ালগুলি ছাড়া, যেখানে মহিলা চরিত্রের কোনো কমতি নেই৷ কিন্তু সোপ বা সিরিয়াল জার্মান টেলিভিশন প্রোগ্রামগুলির একটি অকিঞ্চিৎকর অংশ৷ পঞ্চাশের পর প্রতি তিনটি পুরুষ চরিত্রের জন্য থাকে মাত্র একটি মহিলা চরিত্র৷

ছবি: picture alliance/dpa/NDR/Meyerbroeker

মান্ধাতার আমলের ভাবমূর্তি

জার্মান টেলিভিশনের মহিলা চরিত্ররা দৃশ্যত আজও প্রেম ও বিবাহের স্বপ্নে মশগুল: যে সব মহিলা চরিত্রকে তাদের পেশা অথবা কাজের ভিত্তিতে দেখানো হচ্ছে, তাদের সংখ্যা ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে ব্যস্ত নারী চরিত্রদের তুলনায় অর্ধেক – বলে জরিপে দেখা গেছে৷

টক শো-তে এক্সপার্ট বা বিশেষজ্ঞ হিসেবে যাদের ডাকা ও দেখানো হয়, তাদের ৭৯ শতাংশই পুরুষ; গেম শো-র হোস্ট, সাংবাদিক এবং নিউজ অ্যাংকরদের ৭২ শতাংশ হলেন পুরুষ৷ এমনকি ছোটদের প্রোগ্রামের প্রতি চারটি চরিত্রের মধ্যে তিনটিই হলো ছেলে৷

একটা বয়সের পরে মহিলারা অদৃশ্য হয়ে যান, টেলিভিশন থেকে উধাও হয়ে যান – বলেছেন ৫০ বছর বয়সি সফল অভিনেত্রী ফুর্টভ্যাঙ্গলার, যিনি বস্তুত পেশায় ডাক্তার৷ তাঁর কাছে এটা এক ধরনের ‘‘সূক্ষ্ম বৈষম্য''৷ ফিল্ম ইন্ডাস্ট্রিতেও টপ পজিশনগুলি সবই পুরুষদের অধিকারে, ‘‘মহিলাদের দৃষ্টিকোণ পুরোপুরি অনুপস্থিত'', বলেন ফু্র্টভ্যাঙ্গলার৷

ডাগমার ব্রাইটেনবাখ/এসি

জার্মানিতেও যে এমনটা হয়, সেটা ভাবতে পারেন? জানান আমাদের, লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ