মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ায় বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে দীর্ঘ প্রতীক্ষিত সংস্কার ও বিনিয়োগ আসতে পারে বলে মনে করছেন বাংলালিংকের মূল কোম্পানি ভিওনের প্রধান কান তেরজিওগ্লো৷
বিজ্ঞাপন
রয়টার্সকে তিনি বলেন, ‘‘আমি খুশি যে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এমন একজন হয়েছেন, যিনি আমাদের খাত সম্পর্কে খুব ভালোভাবে পরিচিত৷ তিনি বিদেশি বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগকারীরা কী চান সে সম্পর্কে খুব ভালোভাবে অবগত৷''
ইউনূসের অলাভজনক প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম ও নরওয়ের টেলিনর গ্রুপ যৌথভাবে গ্রামীণফোনের মালিক৷
প্রযুক্তি নীতি ও মানবাধিকার বিষয়ক অলাভজনক প্রতিষ্ঠান টেক গ্লোবাল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক সাবহানাজ রশীদ দিয়াও মনে করছেন অত্যন্ত জটিল, প্রতিযোগিতামূলক ও নিয়ন্ত্রিত টেলিকম খাতে সংস্কার আনতে ইউনূসের অভিজ্ঞতা কাজে লাগবে৷
তিনি বলেন, ব্যাংকিং ও মোবাইল ফিন্যান্সিয়াল সেবা প্রদানকারী সংস্থাগুলোর মধ্যে প্রতিযোগিতা এবং আর্থিকখাতের সংস্কারের দিকে সরকারকে আগে মনোযোগ দিতে হবে৷
মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর বৈশ্বিক সংগঠন গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশন (জিএসএমএ) গত মে মাসে জানায়, বাংলদেশের ৪০ শতাংশ পুরুষ ও ২৪ শতাংশ নারী মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করছেন৷ এ হার ভারতে ৫৩ শতাংশ ও ৩৭ শতাংশ, ইন্দোনেশিয়ায় ৬৯ শতাংশ ও ৬৩ শতাংশ, পাকিস্তানে ৫৩ শতাংশ ও ৩৩ শতাংশ৷
এছাড়া বাংলাদেশে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারকারীর ২৪ শতাংশ নারী এবং ১৫ শতাংশ পুরুষ প্রতিবন্ধকতা হিসেবে ডাটা প্যাকেজের বাড়তি দামের বিষয়টি চিহ্নিত করেছেন বলে জানিয়েছে জিএসএমএ৷
বিশ্বের শীর্ষ ৮টি টেলিযোগাযোগ কোম্পানি
টেলিযোগাযোগ শিল্প গত কয়েক বছরে ব্যাপক উন্নতি করেছে৷ ব্যবসা এবং প্রাত্যহিক জীবনের অংশ হয়ে উঠেছে এটি৷ ছবিঘরে জেনে নিন বিশ্বের সেরা ৮টি টেলিযোগাযোগ কোম্পানির কথা৷
ছবি: dapd
চায়না মোবাইল লিমিটেড
চীনের শীর্ষ টেলিযোগাযোগ কোম্পানি এটি৷ এদের গ্রাহক সংখ্যা ৮৪ কোটি ৯০ লাখ৷ ২০১৭ সালের এপ্রিল পর্যন্ত এর বাজার দর ছিল ২১ হাজার ৫৩০ কোটি ডলার৷
ভেরিজোন কমিউনিকেশনস ইনকর্পোরেশন
এটি যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ টেলিযোগাযোগ কোম্পানি৷ ২০১৭ সালের এপ্রিলে এর বাজার দর ছিল ১৯ হাজার ১৭২ কোটি মার্কিন ডলার৷ ভেরিজোন বর্তমানে ১৫০টি দেশে কাজ করছে৷
ছবি: Reuters
এটি অ্যান্ড টি ইনকর্পোরেশন
এটি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম টেলিযোগাযোগ কোম্পানি৷ এর বাজার দর ২৪ হাজার ৫৫৮ কোটি মার্কিন ডলার৷ এটি বিশ্বের ২০০ টি দেশে ‘ভয়েস সার্ভিস’ প্রদান করে এবং এ সব দেশে এদের ৩৪ হাজার ওয়াইফাই হটস্পট রয়েছে৷ এদের ওয়েবসাইটে বলা হয়েছে, এরা ৩৫ কোটি ৫০ লাখ মানুষকে সেবা দিয়ে থাকে৷
ছবি: Reuters/S. Stapleton
ভোডাফোন গ্রুপ প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার
এদের সদরদপ্তর যুক্তরাজ্যে৷ এদের মোবাইল ব্যবহারকারী গ্রাহক সংখ্যা ৪৪ কোটি ৪০ লাখ৷ ২০১৬ সালে এপ্রিলে এর বাজার দর ছিল ৬ হাজার ৮৪১ কোটি মার্কিন ডলার৷ ভোডাফোন যুক্তরাজ্যের অন্যতম দামি ব্র্যান্ড এবং ২৬ টি দেশে এদের মোবাইল সুবিধা রয়েছে৷
ছবি: Getty Images/S. Barbour
নিপ্পন টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন করপোরেশন
জাপানের এই টেলিযোগাযোগ কোম্পানিটির বাজার দর ২০১৭ সালের এপ্রিলে ছিল ৮ হাজার ৬১৩ কোটি মার্কিন ডলার৷
ছবি: David Clausmeier/NC14
সফটব্যাংক গ্রুপ কর্পোরেশন
এটি ১৯৮১ সালে জাপানের এই কোম্পানিটি যাত্রা শুরু করে, সফটওয়্যার পরিবেশক হিসেবে৷ এর বাজার দর ৮১ হাজার ৪৫৯ মিলিয়ন মার্কিন ডলার৷
ছবি: Getty Images/AFP/K. Nogi
ডয়চে টেলিকম ডয়চে টেলিকম এজি
জার্মান এটি কোম্পানিটির মোবাইল গ্রাহক সংখ্যা ১০ কোটিরও বেশি৷ বর্তমানে ৫০টি দেশে তাদের ২ লাখ ১৮ হাজারেরও বেশি কর্মী রয়েছে৷ এর বাজার দর ৭ হাজার ৬১১ কোটি মার্কিন ডলার৷
ছবি: Reuters/W. Rattay
টেলিফোনিকা এসএ
স্পেনের এই কোম্পানিটি ২১টি দেশে সেবা দিচ্ছে৷ তবে এর বেশিরভাগ গ্রাহক ল্যাটিন অ্যামেরিকার৷ এই কোম্পানির বাজার দর ৫ হাজার ২৮৪ কোটি মার্কিন ডলার৷ এই কোম্পানির তিনটি ব্র্যান্ডের আলাদা টার্গেট গ্রাহক আছে৷ মুভিস্টার স্পেন আর ল্যাটিন অ্যামেরিকায় সেবা দেয়, ওটু যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, জার্মানি, চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়ায় সেবা দেয় আর ভিভো ব্রাজিলে সেবা দেয়৷