পারলেন না সফরকারী ক্যারিবিয়ানরা৷ টেস্ট সিরিজ হারের পর এবার ওয়ানডেতেও সিরিজ হারলেন ২-১ ম্যাচে৷ সিলেটে সিরিজ নির্ধারণী ম্যাচ হেসেখেলে ৮ উইকেটে জিতেছে বাংলাদেশ৷
বিজ্ঞাপন
আর এই জয় নির্ধারিত হয়েছে ১১ ওভার ৩ বল বাকি থাকতেই৷ গল্পটা সম্ভবত লেখা হয়ে গেছে টসেই৷ আগের ম্যাচে পরাজয় এসেছিল আগে ব্যাট করে৷ তাই তৃতীয় ম্যাচে মাশরাফি টস জিতে ব্যাটিংয়ে পাঠালেন উইন্ডিজ দলকে৷
আগের ম্যাচ জিতে সিরিজের আশা বাঁচিয়ে রাখা হোপ এদিনও খেললেন একাই৷ বাংলাদেশের নিয়ন্ত্রিত স্পিন আর পেস অ্যাটাকে একমাত্র তিনিই পরপর দু’ম্যাচে তুলে নিলেন শতক৷ বাকিদের প্যাভিলিয়নের পথ দেখালেন মিরাজ, মুস্তাফিজ, সাকিব, মাশরাফি ও সাইফুদ্দিনরা৷ মিরাজ সর্বোচ্চ ৩ উইকেট নেন৷ মুস্তাফিজ, সাকিব ও মাশরাফি নেন ২টি করে উইকেট৷ হোপের অপরাজিত ১০৮ ও অতিরিক্ত ১৬ রান বাদ দিলে বাকি সবাই মিলে করেন ৭৪ রান৷ মোট সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৯৮ রান৷
জবাবে ৪৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ৷ লিটন দাশ ফেরেন ২৩ করে৷ এরপর অভিজ্ঞ তামিম ও সম্প্রতি ফর্মের ঝলক ফিরে পাওয়া সৌম্য খুব দ্রুতই সহজ করে ফেলেন ম্যাচ৷ ৮১ বলে ৮০ করে যখন সৌম্য ফেরত যান তখন জিততে প্রয়োজন আর ২৩ রান৷ মুশফিককে সাথে নিয়ে ৮১ রানে অপরাজিত থাকা তামিম সহজেই সময়ের অনেক আগেই পৌঁছে যান গন্তব্যে৷ ম্যাচসেরা হন মিরাজ৷
ওয়েস্ট ইন্ডিজের একমাত্র স্বান্ত্বনা দুই সেঞ্চুরির কল্যাণে শাই হোপের সিরিজসেরা হবার স্বীকৃতি৷
বাংলাদেশের ক্রিকেট রেকর্ড
ক্রিকেট দুনিয়ায় বাংলাদেশের খেলোয়াড়রা বারবার নিজেদের প্রমাণ করেছেন৷ চলুন এক নজরে দেখে নিই বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে কারা সেরা৷
ছবি: Getty Images/AFP/I. S. Kodikara
সেরা ব্যাটসম্যান
ওয়ানডে, টেস্ট ও টিটোয়েন্টি তিন ফরম্যাটেই বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল৷ তিনি এরই মধ্যে টেস্টে চার হাজার, ওয়ানডেতে ৬ হাজার ও টিটোয়েন্টিতে দেড় হাজার রানের মাইলফলক পেরিয়েছেন৷
ছবি: Getty Images/AFP/Strdel
সেরা বোলার
টেস্ট ও টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলার সাকিব আল হাসান৷ টেস্টে ২০০ উইকেটের মাইলফলক এরই মধ্যে পেরিয়েছেন৷ তবে ওয়ানডেতে এখনো মাশরাফিই সেরা৷ অবশ্য মাশরাফি ক্রিকেট ছেড়ে দিলে সাকিব যে কোনো সময়ই টপকে যেতে পারেন তাঁকে৷
ছবি: Getty Images/AFP/M. Melville
সেরা অলরাউন্ডার
সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার৷ তাই বিনাবাক্যে বাংলাদেশেরও সেরা অলরাউন্ডার তিনি৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
সেরা উইকেটরক্ষক
তিন ফরম্যাটেই বাংলাদেশের সেরা উইকেটরক্ষক মুশফিকুর রহিম৷ মিস্টার ডিপেন্ডেবল ব্যাট হাতেই শুধু দলের হাল ধরেন না, সব ফরম্যাটেই সবচেয়ে বেশি ডিসমিসালের মালিক তিনি৷
ছবি: Reuters/D. Gray
সবচেয়ে বড় ইনিংস
টেস্টে ২০১৮ সালের নভেম্বরে মুশফিকের ২১৯ রানের অপরাজিত ইনিংসটিই বাংলাদেশের সেরা৷ ওয়ানডেতে ২০০৯ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে তামিমের ১৫৪ এবং ২০১৬ সালে বিশ্ব টি-টোয়েন্টির বাছাই পর্বে ওমানের বিপক্ষে তাঁর অপরাজিত ১০৩ রান এই ফর্মেটে বাংলাদেশের কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ ইনিংস৷
ছবি: AP
সেরা বোলিং
এক টেস্টে ১২ উইকেট নেবার অভিজ্ঞতা দু’বার হয়েছে মেহেদী হাসান মিরাজের৷ এনামুল হক জুনিয়রেরও আছে একটি৷ তবে ইকোনমিতে মিরাজই সেরা৷ ওয়ানডেতে মাশরাফি, রুবেল ও মুস্তাফিজ তিনজনেরই এক ম্যাচে ৬ উইকেট নেয়ার অভিজ্ঞতা আছে৷ তবে ইকোনমি রেটের কারণে কেনিয়ার বিপক্ষে ২০০৬ সালে নাইরোবিতে মাশরাফির ২৬ রানে ৬ উইকেটের বোলিংটিই এগিয়ে৷ টি-টোয়েন্টিতে ইলিয়াস সানি ও মুস্তাফিজের ৫ উইকেট নেবার অভিজ্ঞতা হয়েছে৷
ছবি: Picture-alliance/AP Photo/A.M. Ahad
সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান
টেস্টে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ড এখনো বাংলাদেশের মোহাম্মদ আশরাফুলের৷ শ্রীলঙ্কার বিপক্ষে ২০০১ সালে কলম্বোয় ১৭ বছর ৬১ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন তিনি৷ বাংলাদেশের হয়েও তিনি সব ফরম্যাটে সবচেয়ে কনিষ্ঠ সেঞ্চুরিয়ান৷
ছবি: Lakruwan Wanniarachchi/AFP/Getty Images
সর্বকনিষ্ঠ ৫ উইকেট শিকারি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে অভিষেকেই পাঁচ উইকেট নিয়েছেন বাংলাদেশের তরুণ স্পিনার নাঈম হাসান৷ ১৭ বছর বয়সে তিনি এই মাইলফলক অর্জনের মাধ্যমে গড়েছেন বিশ্বরেকর্ড৷