1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টেস্ট ক্রিকেটে তৃতীয় ডাবল সেঞ্চুরি করলেন ইউনুস

১১ ডিসেম্বর ২০১১

ইউনুস খানের ডাবল সেঞ্চুরির সুবাদে বাংলাদেশকে ইনিংসের ব্যবধানে হারানোর স্বপ্ন দেখছে পাকিস্তান৷ এই নিয়ে টেস্ট ক্যারিয়ারে তিনবার ডাবল সেঞ্চুরি করলেন ইউনুস খান৷

Pakistan's captain Younus Khan reacts, during a press conference ahead of the Champions Trophy Cricket tournament, in Johannesburg, Saturday, Sept. 19, 2009. (AP Photo/Karel Prinsloo)
সাফল্যের হাসি ইউনুস খানের চোখে-মুখেছবি: AP

তবে এজন্য ইউনুসের ভাগ্যকেও ধন্যবাদ দিতে হয়, নয়তো ১৩৮ রানের মাথাতেই শেষ হয়ে যেতো তার ইনিংস৷ রুবেল হোসেনের বলে ইলিয়াস সানির হাতে ধরা পড়লেও আম্পায়ার নো-বল কল করেন৷ ফলে বাংলাদেশের শিবিরে নেমে আসে হতাশা৷ এর আগের দিন ৯৮ রানে অপরাজিত ছিলেন ইউনুস খান৷ আজ দিনের শুরুতেই সেঞ্চুরি পূর্ণ করেন তিনি৷ তাঁকে অবশ্য যোগ্য সহযোগিতা দিয়েছেন পাকিস্তানের আরেক ব্যাটসম্যান আসাদ শফিক৷ টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন তিনি৷ তবে এতে বাংলাদেশি ফিল্ডারদেরও অবদান রয়েছে৷ আসাদের ৪৩ রানের মাথায় তাঁর ক্যাচ ফেলে দেন রুবেল হোসেন৷ শেষ পর্যন্ত ১০৪ রান করেন তিনি৷ অন্যদিকে ইউনুস খানের ডাবল সেঞ্চুরি পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ইনিংস ডিক্লেয়ার করেন পাকিস্তানি অধিনায়ক মিসবাহ উল হক৷ ২৯০ বলে করা ডাবল সেঞ্চুরির ইনিংসে রয়েছে ১৮টি চার এবং তিনটি ছয়ের মার৷ পাকিস্তানের আরেক ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজও এই ইনিংসে সেঞ্চুরি করেছেন৷ তিনি করেন ১৪৩ রান৷ পাকিস্তানের প্রথম ইনিংসে সংগ্রহ পাঁচ উইকেটের বিনিময়ে ৫৯৪ রান৷ বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ ছিল মাত্র ১৩৫ রান৷

সাকিব ও রাজ্জাক (ফাইল ছবি)ছবি: AP

এদিকে ৪৫৯ রানে পিছিয়ে থেকে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শুরু হয়৷ দিন শেষে টাইগারদের সংগ্রহ চার উইকেটে ১৩৪ রান৷ উইকেটে এখনও টিকে রয়েছেন সাকিব আল হাসান আর ওপেনার নাজিমুদ্দিন৷ দুজনেরই সংগ্রহ ৪১ রান করে৷ গত বেশ কিছুদিন ধরে বাংলাদেশ দলের ব্যাটিংয়ে যেন দুঃস্বপ্ন ভর করেছে৷ দ্বিতীয় ইনিংসের শুরুতেও মনে হচ্ছিলো সেটা অব্যাহত রয়েছে৷ মাত্র ৮০ রানের মাথায় চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হন নাসির হোসেইন৷ এরপর সাকিব ব্যাটিংয়ে নামার পর যেন কিছুটা আশার আলো দেখা যাচ্ছে৷ অন্তত সাকিবের ব্যাটে আবারও সেই পুরনো সুর শোনা যাচ্ছে৷ ইনিংস পরাজয় ঠেকাতে সেটাই এখন বাংলাদেশ শিবিরে একমাত্র আশার আলো৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ