অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট ড্র করেও ভারত পুরুষদের টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাল। ফাইনাল অস্ট্রেলিয়ার সঙ্গে।
বিজ্ঞাপন
নিউজিল্যান্ডের সৌজন্যে টেস্ট ক্রিকেট প্রতিযোগিতার চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাল ভারত। ক্রাইস্টচার্চে শেষ বলে এক রান করে টেস্ট জেতে নিউজিল্যান্ড। হেরে যায় শ্রীলঙ্কা। সেই সঙ্গে তাদের টেস্ট ক্রিকেটের ফাইনালে ওঠার স্বপ্নও শেষ হয়ে যায়। অস্ট্রেলিয়ার সঙ্গে শেষ টেস্ট ড্র করেও ফাইনালে উঠে যায় ভারত।
গতবারও ভারত এই প্রতিযোগিতার ফাইনালে উঠেছিল। কিন্তু নিউজিল্যান্ডের কাছে তারা হেরে যায়। এবার দেশের মাটিতে তারা ২-১-এ অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতেছে। কিন্তু ওভালে ফাইনালে কঠিন লড়াইয়ের মুখে পড়বে ভারত। কারণ, দেশের মাটিতে স্পিন সহায়ক পিচ করে প্রথম দুইটি টেস্টে জিতেছিল রোহিত শর্মার দল। তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার স্পিন বোলিংয়ের সামনে তারা মুখ থুবড়ে পড়ে। শেষ টেস্টে কোনও ঝুঁকি না নিয়ে ব্যাটিং সহায়ক একেবারে পাটা উইকেটে খেলেছে তারা। শেষ দিনে মাত্র দুইটি উইকেটই নিতে পেরেছে তারা।
এশিয়া কাপ ক্রিকেট নিয়ে বিতর্ক বাড়লো
এশিয়া কাপ পাকিস্তানে হওয়া নিয়ে বিতর্ক চলছে। সেই বিতর্ক আরো বাড়িয়ে দিয়েছেন ভারতীর স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
ছবি: Anjum Naveed/AP/picture alliance
এশিয়া কাপ নিয়ে বিতর্ক
এবার এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু ভারতীয় বোর্ডের সচিব জয় শাহ ঘোষণা করে দিয়েছেন, পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না ভারতীয় দল। ভারতের দাবি, অন্য কোনো দেশে এশিয়া কাপ করতে হবে।
ছবি: Surjeet Yadav/AFP/Getty Images
পাকিস্তানের জবাব
পাকিস্তান জানিয়েছে, এশিয়া কাপ খেলতে ভারত যদি তাদের দেশে না আসে, তাহলে পাকিস্তানও ভারতে গিয়ে একদিনের ক্রিকেটের বিশ্বকাপ খেলবে না।
ছবি: Anjum Naveed/AP/picture alliance
অশ্বিনের বোমা
এই বিতর্ককে আরো বাড়িয়ে দিয়ে অশ্বিন বলেছেন, পাকিস্তানের পক্ষে একদিনের বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেয়া সম্ভব নয়। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন এই মন্তব্য করেছেন। তার মতে, পাকিস্তান হুমকি দিচ্ছে ঠিকই, কিন্তু বাস্তবে তারা এই সিদ্ধান্ত নিতে পারবে না।
ছবি: Ryan Lim/AFP/Getty Images
শাহিদ আফ্রিদির বক্তব্য
পাকিস্তানের সাবেক ক্রিকেটার শাহিদ আফ্রিদি বলেছেন, ভারত যদি চোখ রাঙায় বা কড়া সিদ্ধান্ত নেয়, তাহলে পাকিস্তানেরও উচিত কঠোর সিদ্ধান্ত নেয়া। একটা সময় আসে যখন এই ধরনের সিদ্ধান্ত নেয়া জরুরি।
ছবি: ARIF ALI/AFP
আইসিসি-র ভূমিকা
শাহিদ আফ্রিদির মতে, এই পরিস্থিতিতে আইসিসি-র ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। কিন্তু আইসিসি-ও বিসিসিআইয়ের সামনে কিছু করতে পারবে বলে তিনি মনে করেন না।
ছবি: ASIF HASSAN/AFP
সিদ্ধান্ত মার্চে
পাকিস্তানে এশিয়া কাপ হবে কি না, তা মার্চে ঠিক হতে পারে। আগামী মাসে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের(এসিসি) বৈঠকে আছে। আবার আইসিসি-র বৈঠকও আছে। সেখানেই এশিয়া কাপ পাকিস্তানে হবে নাকি কোনো নিরপেক্ষ দেশে হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে।
ছবি: Surjeet Yadav/AFP/Getty Images
6 ছবি1 | 6
আগামী ৭ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হবে। ভারত এই প্রতিযোগিতায় খেলা শুরু করেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। তারা ২-১-এ এগিয়েছিল। কিন্তু কোভিডের জন্য শেষ টেস্ট বাতিল হয়। পরে সেই টেস্ট ম্যাচ হলে ভারত হারে। তবে তারা শ্রীলঙ্কা, বাংলাদেশ, নিউজিল্যান্ডকে হারায়। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে দেশের মাটিতে হারিয়ে তারা ফাইনালে ওঠার যোগ্যতা পায়।
অস্ট্রেলিয়াকে হারাবার পিছনে বড় ভূমিকা পালন করেছে দুই স্পিনার রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। দুজনেই যুগ্মভাবে ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন। শেষ টেস্টে বিরাট কোহলি ১৮৬ করেছেন। শুভমন গিলও শতরান করেছেন।