1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত

১৪ মার্চ ২০২৩

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট ড্র করেও ভারত পুরুষদের টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাল। ফাইনাল অস্ট্রেলিয়ার সঙ্গে।

ছবি: Munir uz Zaman/AFP/Getty Images

নিউজিল্যান্ডের সৌজন্যে টেস্ট ক্রিকেট প্রতিযোগিতার চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাল ভারত। ক্রাইস্টচার্চে শেষ বলে এক রান করে টেস্ট জেতে নিউজিল্যান্ড। হেরে যায় শ্রীলঙ্কা। সেই সঙ্গে তাদের টেস্ট ক্রিকেটের ফাইনালে ওঠার স্বপ্নও শেষ হয়ে যায়। অস্ট্রেলিয়ার সঙ্গে  শেষ টেস্ট ড্র করেও ফাইনালে উঠে যায় ভারত।

গতবারও ভারত এই প্রতিযোগিতার ফাইনালে উঠেছিল। কিন্তু নিউজিল্যান্ডের কাছে তারা হেরে যায়। এবার দেশের মাটিতে তারা ২-১-এ অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতেছে। কিন্তু ওভালে ফাইনালে কঠিন লড়াইয়ের মুখে পড়বে ভারত। কারণ, দেশের মাটিতে স্পিন সহায়ক পিচ করে প্রথম দুইটি টেস্টে জিতেছিল রোহিত শর্মার দল। তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার স্পিন বোলিংয়ের সামনে তারা মুখ থুবড়ে পড়ে। শেষ টেস্টে কোনও ঝুঁকি না নিয়ে ব্যাটিং সহায়ক একেবারে পাটা উইকেটে খেলেছে তারা। শেষ দিনে মাত্র দুইটি উইকেটই নিতে পেরেছে তারা।

আগামী ৭ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হবে। ভারত এই প্রতিযোগিতায় খেলা শুরু করেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। তারা ২-১-এ এগিয়েছিল। কিন্তু কোভিডের জন্য শেষ টেস্ট বাতিল হয়।  পরে সেই টেস্ট ম্যাচ হলে ভারত হারে। তবে তারা শ্রীলঙ্কা, বাংলাদেশ, নিউজিল্যান্ডকে হারায়। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে দেশের মাটিতে হারিয়ে তারা ফাইনালে ওঠার যোগ্যতা পায়।

 অস্ট্রেলিয়াকে হারাবার পিছনে বড় ভূমিকা পালন করেছে দুই স্পিনার রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। দুজনেই যুগ্মভাবে ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন। শেষ টেস্টে বিরাট কোহলি ১৮৬ করেছেন। শুভমন গিলও শতরান করেছেন।

 জিএইচ/এসজি(আইসিসি ক্রিকেট ডটকম)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ