টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন ব্রেট লি
২৪ ফেব্রুয়ারি ২০১০এর আগে সিডনি মর্নিং হেরাল্ড এক প্রতিবেদনে জানিয়েছে, ইনজুরি আক্রান্ত ৩৩ বছর বয়সী ব্রেট লি এই সপ্তাহে অবসরে যাবার ঘোষণা দিতে পারেন৷ ক্রিকেট অস্ট্রেলিয়াও বিষয়টির দিকে ইঙ্গিত করে জানিয়েছিল, লি এই সপ্তাহে সংবাদ সম্মেলন করতে পারেন৷ আর তাই সত্য হলো, লি বুধবার জানালেন, টেস্ট ক্রিকেট আর নয়৷ তবে, একদিনের কিংবা টোয়েন্টি টোয়েন্টিতে দেখা যেতে পারে তাকে৷
দ্যা হেরাল্ড কোন সুত্র উল্লেখ না করেই জানায়, লি বেশ কিছুদিন থেকেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবার চিন্তা করছিলেন৷ বিষয়টি নিয়ে আলোচনার খুঁজছিলেন বিশেষ কেউকে যে একই সমস্যায় পড়েছিল৷ আর তাই ফ্লিনটফের সঙ্গে আলোচনায় বসেন তিনি৷ কারণ গতবছর টেস্ট ক্রিকেট থেকে অবসরে গেছেন ফ্লিনটফ৷
প্রসঙ্গত পা এবং কনুইয়ের ইনজুরির কারণে ২০০৮ সালের ডিসেম্বর থেকেই টেস্ট খেলা থেকে বিরত আছেন ব্রেট লি৷ ১৯৯৯ সালে ক্রিকেটে নাম লেখানোর পর থেকে এখন পর্যন্ত লি খেলেছেন ৭৬টি টেস্ট ম্যাচ৷ শিকার করেছেন ৩১০টি উইকেট৷ ভারতের লোভনীয় আইপিএল টোয়েন্টি টোয়েন্টি সিরিজেও দেখা যাবে তাঁকে৷
প্রতিবেদক: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়