২৫ শে মার্চ থেকে শুরু হয়েছে টোকিও অলিম্পিকের ১২১ দিনের টর্চ রিলে বা মশাল দৌড়৷ ২৩ জুলাই ফুকুশিমায় শেষ হবে এটি৷
বিজ্ঞাপন
করোনার কারণে কোনো দর্শক ছাড়াই সেখানে টর্চ রিলের মূল অনুষ্ঠান হবে৷ রাস্তায় দাঁড়িয়ে টর্চ রিলে দেখা যাবে, তবে সেজন্য যথার্থ সুরক্ষাবিধি মেনে চলতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷
ফুকুশিমার উত্তর-পূর্বাঞ্চল থেকে শুরু হয় এই রিলে৷ সেখানে ২০১১ সালে ভূমিকম্প, সুনামিতে ফুকুশিমা পারমাণবিক চুল্লির বিপর্যয়ে ১৮ হাজার মানুষের মৃত্যু হয়েছিল৷
জাপানের ক্রীড়াবিদ আজুসা ইওয়াশিমিজু প্রথম মশাল হাতে নিয়ে দৌড়ান৷ এই অনুষ্ঠানে কোনো দর্শক ছিল না৷ পুরো অনুষ্ঠানটি স্ট্রিমিং করে লাইভ দেখানো হয়েছে৷ আয়োজক এবং জাপান সরকার অলিম্পিক আয়োজনের ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখালেও দেশের ৮০ ভাগ মানুষ মনে করেন করোনাকালে এই আয়োজন স্থগিত বা বাতিল করা উচিত ছিল৷
জাপানে এখনো সাধারণ মানুষ টিকা নেয়ার সুযোগ পাননি৷ করোনার সংক্রমণে দেশটিতে এ পর্যন্ত ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে৷
মশাল দৌড়ে ১০ হাজার দৌড়বিদ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে৷ এপ্রিলে ভেন্যুর ধারণক্ষমতা ঘোষণা করা হবে৷ এ বছর বিদেশি দর্শকদের ছাড়াই টোকিওতে অলিম্পিকের আয়োজন হবে৷ গত বছরের ২৪শে জুলাই অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল৷ করোনার কারণে তা এক বছরের জন্য স্থগিত করা হয়৷ ২৩ শে জুলাই টোকিওতে শুরু হচ্ছে অলিম্পিক, যা ৮ আগস্ট পর্যন্ত চলবে৷
এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)
গতবছর ১৯ মার্চের ছবিঘরটি দেখুন...
টোকিও অলিম্পিক: অনিশ্চয়তা এবং লাভ-ক্ষতির হিসাব
২০২০ সালের ‘গ্রেটেস্ট শো অন আর্থ’, অর্থাৎ অলিম্পিক গেমস নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। দেখা যাক কেন এখনো অনিশ্চয়তা আর আসর হলে বা না হলে কার কত ক্ষতি হতে পারে।
ছবি: picture-alliance/dpa/V. Melnikov
কবে শুরু?
শুরু হওয়ার কথা আগামী ২৪ জুলাই থেকে। কিন্তু করোনা ভাইরাসের কারণে মৃত্যুর মিছিল শুরু হওয়ায় আসরের আয়োজন নিয়েই দেখা দেয় অনিশ্চয়তা।
ছবি: picture-alliance/dpa/ZUMA/A. Vafeiadakis
আইওসি এখনো অনড়
গত সোমবার বেশ কিছু দেশের কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। আলোচনা শেষে এক বিবৃতিতে আইওসি বলেছে, "গেমসের চার মাসের বেশি বাকি থাকতে কঠোর কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই। এখনই কিছু অনুমান করতে যাওয়া হবে অগঠনমূলক।" আয়োজক জাপানের প্রধানমন্ত্রী আগেই বলেছেন, তার দেশ চায় সময়মতো অলিম্পিক আয়োজন করে করোনা ভাইরাসের বিরুদ্ধে মানবজতির জয় ঘোষণা করতে।
ছবি: Reuters/A. Konstantinidis
কেন অনড় আইওসি?
মূল কারণ টাকা। অলিম্পিক গেমস না হলে বা পিছিয়ে গেলে আয়োজক জাপান, আইওসি, ক্রীড়াবিদ, স্পন্সর এবং প্রচারের সত্ত্ব পাওয়া টিভি চ্যানেল- সবারই বিশাল অঙ্কের ক্ষতি হবে। তাই আগেই 'নেতিবাচক' সিদ্ধান্ত নিতে সবাই নারাজ।
ছবি: picture-alliance/dpa/Maxppp/Kyodo
কেন ক্ষতি?
১১ হাজার ক্রীড়াবিদের এই আয়োজন সার্থক করতে প্রচুর অর্থ ব্যয় করেছে সব পক্ষ। আয়োজক জাপান, আইওসি এবং অংশগ্রহণেচ্ছু দেশগুলো অনিবার্য কারণে আসর পেছাতে বা বাতিল করতে বাধ্য হলে ইনস্যুরেন্স কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি করতে পারবে। আগেভাগে পেছানো বা বাতিল করা হলে ক্ষতিপূরণ দেবে না ইনস্যুরেন্স কোম্পানি।
ছবি: picture-alliance/imageBROKER/S. Belcher
বড় ক্ষতির আশঙ্কায় জাপান
টোকিও অলিম্পিকের আয়োজক কমিটি গত ডিসেম্বরে জানিয়েছিল, আসরের আয়োজনে তাদের ১১৫০ কোটি ডলারের মতো খরচ হয়ে গেছে। আয়োজকরা তখনই বলেছিল, ম্যারাথন টোকিও থেকে সাপ্পোরোতে সরিয়ে নেয়াসহ আরো কিছু কাজে যে ব্যয় হবে তা হিসেব করা হয়নি।
ছবি: picture-alliance/AP/Wang Zhao
অলিম্পিক না হলে স্পন্সরদের সর্বনাশ
স্পন্সর কোম্পানিগুলোর ক্ষতির দিকটাও মাথায় রাখতে হচ্ছে আয়োজক কমিটি এবং আইওসিকে। টয়োটা, ব্রিজস্টোন, প্যানাসনিক এবং স্যামসাংয়ের মতো প্রতিষ্ঠান প্রচুর বিনিয়োগ করেছে এই আসরে। জাপানের কোম্পানিগুলোই নাকি ২৭৫ কোটি ডলারেরও বেশি খরচ করেছে।
ছবি: picture alliance/AP Photo
আইওসির আর্থিক দুশ্চিন্তা
অলিম্পিক আয়োজনে সর্বোচ্চ ২৩০০ কোটি ডলার ব্যয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন মহাযজ্ঞে আইসির অবদান সাত কোটি ৪০ লক্ষ ইউরো।
ছবি: Imago-Images/Xinhua
ক্রীড়াবিদদের ক্ষতি
প্রতি চার বছর পর আসে একটা সুযোগ। ক্রীড়াবিদদের প্রস্তুতিও চলে চার বছর ধরে। আসর না হলে সব কষ্ট মাটি, সব স্বপ্ন ধুলিস্যাৎ।
ছবি: picture-alliance/dpa/D. Jones
আসর হলে কী সমস্যা?
সবচেয়ে বড় ঝুঁকি দর্শক এবং ক্রীড়াবিদদের নভেল করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার।
ছবি: picture-alliance/dpa/V. Melnikov
অলিম্পিক বাতিলের অতীত
১৯১৬, ১৯৪০ আর ১৯৪৪ - এই তিনবার অলিম্পিক হয়নি। সেই তিনবার না হওয়ার কারণ ছিল বিশ্বযুদ্ধ।
ছবি: Reuters/D.Sagolj
পরে হলে কবে?
জুলাইতে না হলে আগামী অক্টোবর মাসে আয়োজন করা যেতে পারে অলিম্পিক গেমস।তখন হলে সমস্যা শুধু যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল এনবিসির। কারণ, সেপ্টেম্বরে শুরু হবে এনএফএল। বাস্কেটবলের এই আকর্ষণীয় আসরের সম্প্রচারসত্ত্ব পেয়েছে এনবিসি। অবশ্য বাতিল না করলে আগামী বছর বা তার পরেও হতে পারে অলিম্পিক৷ তাতে অন্য ধরনের জটিলতার আশঙ্কা থাকলেও সেটাও হবে মন্দের ভালো৷