এ বছর টোকিও অলিম্পিক হবে কিনা এ নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা৷ তবে জাপান এখনো অলিম্পিক আয়োজনে মরিয়া৷ জাপানের প্রধানমন্ত্রী মনে করেন, অলিম্পিক আয়োজন করে মানবজাতি দেখাবে করোনাকে হারানো সম্ভব৷
বিজ্ঞাপন
২০২০ অলিম্পিক আগামী ১৬ জুলাই শুরু হয়ে ৯ আগস্ট শেষ হওয়ার কথা৷ সেই হিসেবে আসর শুরু হতে মাত্র পাঁচ মাস বাকি৷ এ সময় দেশে দেশে চোখে পড়ার কথা অলিম্পিক প্রস্তুতির ব্যস্ততা৷ অথচ সবাই এখন করোনা ভাইরাস নিয়ে ব্যস্ত৷ প্রতিদিন আসছে নতুন নতুন দেশে করোনা ছড়ানোর খবর, প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা৷
ক্রীড়াঙ্গনেও পড়েছে কর্নার থাবা৷ খেলাধুলায় বিশ্বের প্রায় সব বড় প্রতিযোগিতাই আপাতত বন্ধ৷ যা-ও বা দু-একটা চলছে, সেগুলোতে কোনো দর্শক থাকছে না৷
এভাবে খেলা চালাতে গিয়েও পড়তে হচ্ছে সমস্যায়৷ করোনার আতঙ্কের মাঝেও খেলতে বাধ্য করায় মাস্ক পড়ে মাঠে নেমে প্রতিবাদ জানিয়েছেন ব্রাজিলের ক্লাব গ্রেমিওর খেলোয়াড়রা৷
খেলাধুলায় করোনার প্রভাব
বিশ্বজুড়ে আতঙ্কে পরিণত হয়েছে করোনা ভাইরাস৷ এই ভাইরাসের কারণে বৈশ্বিক অর্থনীতি আজ হুমকির মুখে৷ ক্রীড়াঅঙ্গনেও পড়েছে করোনার প্রভাব৷
ছবি: AFP/I. Bonotto
আইপিএল
করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর আয়োজন আগামী ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে৷ ২৯ মার্চ আইপিএল শুরু হওয়ার কথা ছিল৷
লা লিগা
১২ মার্চ থেকে পরবর্তী দুই সপ্তাহ পর্যন্ত স্প্যানিশ ফুটবল লিগ লা লিগার সব ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়েছে৷
ছবি: picture-alliance/AA/B. Akbulut
সিরি আ
ইটালিতে করোনা ভাইরাস ভয়াবহ মাত্রায় ছড়িয়েছে৷ এরইমধ্যে মৃত্যু এক হাজার ছাড়িয়েছে৷ স্থগিত করা হয়েছে ইতালিয়ান ফুটবল লিগ সির আ৷
ইংলিশ প্রিমিয়ার লিগ
দলের এক খেলোয়াড়ের করোনা ভাইরাস সংক্রমণের লক্ষণ দেখা দেওয়ার পর ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের দল এভারটন তাদের মূল টিম ও কোচিং স্টাফদের আইসোলেশনে পাঠিয়েছে৷ শুক্রবার পুরো লিগই আগামী ৩ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়৷
ছবি: picture-alliance/empics/M. Egerton
ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজ বাতিল
মাঝপথেই বাতিল হয়েছে শ্রীলঙ্কা-ইংল্যান্ড টেস্ট সিরিজ৷ ইংল্যান্ডের সব খেলোয়াড় এবং স্টাফকে দেশে ফিরে যেতে বলা হয়েছে৷
ছবি: AFP/Getty Images/L. Parnaby
ক্যালাম হডসন-অডয়
ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের দল চেলসির উইঙ্গার ক্যালাম হডসন-অডয় করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন৷ তিনি ইংলিশ লিগে করোনা পজেটিভ হওয়া প্রথম খেলোয়াড় ৷ আর্সেনালের বস মাইকেল আর্টেটাও টেস্টে পজেটিভ হওয়ার পর আইসোলেশনে আছেন৷
ছবি: picture-alliance/empics
উয়েফার সব প্রতিযোগিতা স্থগিত
চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরোপা লিগসহ উয়েফার সব প্রতিযোগিতা পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত স্থগিত করা হয়েছে৷
ছবি: picture-alliance/empics/M. Egerton
রেয়াল মাদ্রিদ
রেয়াল মাদ্রিদ বাস্কেটবল দলের এক খেলোয়াড় ফুটবল দলের অনুশীলন ক্যাম্প ব্যবহার করেছিলেন৷ পরে টেস্টে তার করোনা ধরা পড়ে৷ এর প্রেক্ষিতে রেয়াল মাদ্রিদের মূল ফুটবল দলের সবাই স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে রয়েছেন৷
ছবি: picture-alliance/empics/N. Potts
ক্রিস্টিয়ানো রোনাল্ডো স্বেচ্ছা কোয়ারেন্টাইনে
ইতালির ক্লাব ফুটবল দল ইয়ুভেন্তুসের এক ডিফেন্ডারের করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর খেলোয়াড়-স্টাফসহ মোট ১২১ জন স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গেছেন৷ ওই দলে ক্রিস্টিয়ানো রোনাল্ডও আছেন৷
ছবি: AFP/A. Pizzoli
দর্শকহীন স্টেডিয়াম
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড তিন ওয়ানডে সিরিজের সবগুলোই দর্শকহীন মাঠে হবে৷
ছবি: Prabhakar Mani Tiwari
মুজিববর্ষের আয়োজনও স্থগিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষকী উপলক্ষে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ২১ ও ২২ মার্চ হওয়ার কথা ছিল৷ অনির্ধারিত সময়ের জন্য ম্যাচগুলো স্থগিত করা হয়েছে৷
ছবি: DW/S. Hossain
11 ছবি1 | 11
আসলে ধীরে ধীরে আতঙ্ক ছড়িয়ে পড়ছে খেলোয়াড়দের মনে৷ আতঙ্ক ছড়ানোর কারণও আছে৷ ইতিমধ্যে ইংলিশ ক্লাব আর্সেনাল পড়েছে মহাদুশ্চিন্তায়৷ তাদের ম্যানেজার মিকেল আরতেতাকে ধরে বসেছে করোনা৷ স্পেনের ফুটবল ক্লাব ভ্যালেন্সিয়ার মূল দলের অন্তত ৩৫ ভাগ খেলোয়াড় করোনায় সংক্রমিত বলে ক্লাব কর্তৃপক্ষই জানিয়েছে৷ এ অবস্থায় পাঁচ মাস পরে অলিম্পিক আয়োজন কি আদৌ সম্ভব? এক কথায় ‘না’ বলে দেয়ার সময় এখনো আসেনি৷ তবে সংশয় ক্রমশ বাড়ছে৷ ফ্রান্সের অলিম্পিক কাউন্সিলের প্রধান বলেছেন, করোনা পরিস্থিতি ইতিমধ্যে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে৷ এমন পরিস্থিতিতে অলিম্পিক আয়োজনের ভাবনা থেকে সরে আসা উচিত বলে মনে করেন তিনি৷ ক্রীড়াঙ্গনের অনেকেই যে তার সঙ্গে একমত হবেন তাতে কোনো সন্দেহ নেই৷ তবে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে তা মানতে নারাজ৷ এখনো তিনি মনে করছেন, অলিম্পিক হবে, অলিম্পিক ঠিকভাবে আয়োজন করে মানবজাতি প্রমাণ করবে করোনা হেরে গেছে৷
অলিম্পিক গেমস বাতিল হলে বিশাল আর্থিক ক্ষতি হবে জাপানের৷ আসরের শুধু প্রস্তুতিতেই বারোশ' কোটি ডলার খরচ করেছে তারা৷
শেষ পর্যন্ত শঙ্কা সত্যি হবে, নাকি অলিম্পিক আয়োজন করে সত্যিই করোনার বিরুদ্ধে মানবজাতির জয় নিশ্চিত করবে জাপান তা বুঝতে বেশিদিন অপেক্ষা করতে হবে না৷
আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিল (আইওসি) ইতিমধ্যে আসন্ন টোকিও অলিম্পিক আয়োজনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বিভিন্ন দেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শুরু করেছে৷ এ আলোচনা থেকে শিগগিরই একটা সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে৷
এসিবি/ কেএম (রয়টার্স)
করোনা আতঙ্ক: কীভাবে কোয়ারান্টিন উপভোগ করবেন
করোনা ভাইরাস বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছে৷ ছোঁয়াচে এই ভাইরাস ছড়িয়ে পড়া রোধে আক্রান্তদের ‘আইসোলেশনে’, রাখা হচ্ছে৷ সন্দেহভাজনদেরও ১৪ দিন হোম কোয়ারান্টিনে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে৷ বুদ্ধি খাটালে কোয়ারান্টিনও হতে পারে উপভোগ্য৷
ছবি: picture-alliance/dpa/SvenSimon
বই পড়ে
চরম ব্যস্ত এ পৃথিবীতে সারা বিশ্বেই বই পড়ুয়াদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে৷ কোয়ারান্টিনের সময়ে বই হয়ে উঠতে পারে আপনার প্রিয় সঙ্গী৷ এত দিন ‘পড়ব, পড়ব’ করেও সময়ের কারণে যে বইগুলো পড়ে উঠতে পারছিলেন না, সেগুলো নিয়ে বসে যেতে পারেন৷
কোয়ারান্টিনে থাকার সময় আপনি নতুন নতুন রেসিপিতে রান্নার চেষ্টা করতে পারেন৷ এমন সব খাবার রান্না করতে পারেন যা খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে৷
ছবি: Miguel Medina/AFP/Getty Images
শরীরচর্চা
দৈনন্দিন কাজের চাপে অনেকেই শরীরচর্চার সময় পান না৷ কোয়ারান্টিনে থাকার সময় আপনি অনায়াসেই শরীরচর্চা করতে পারেন৷ তবে বাইরের কোনো জিমে যেতে পারবেন না৷ ঘরে ব্যায়ামের যন্ত্র না থাকলেও চিন্তা নেই৷ করতে পারেন ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ বা যোগব্যায়াম৷ এটা একইসঙ্গে আপনার শরীরকে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সক্ষম করে তুলবে৷
ছবি: picture-alliance/dpa/K.-D. Gabbert
ঘরদোর পরিষ্কার করা
কোয়ারান্টিনে থাকার সময় আপনি বাড়িঘর ঝকঝকে তকতকে করে মনের মতো সাজিয়ে নিতে পারেন৷
করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বেই মেলা, কনসার্ট, সম্মেলনসহ নানা অনুষ্ঠান আয়োজন বন্ধ হয়ে গেছে৷ খেলা হচ্ছে দর্শকহীন মাঠে৷ এ নিয়ে মন খারাপ না করে আপনি সহজেই অনলাইনে নানা সরাসরি অনুষ্ঠানের দর্শক হতে পারেন৷
ছবি: DW/R. Akbar Putra
দেখতে পারেন টেলিভিশন
এখন কত নাটক, সিনেমা, টিভি সিরিজ বা ওয়েব সিরিজ হচ্ছে৷ টেলিভিশনে সেগুলো দেখে নিতে পারেন৷
১৪ দিনের কোয়ারান্টিনে থাকলে আপনার হাতে তখন অফুরন্ত সময়৷ এই সময়ে নানা ধরনের বোর্ড গেম খেলে মস্তিষ্ক ঝালিয়ে নিতে পারেন৷
ছবি: picture-alliance/dpa/S. Stache
আয়করের হিসাব-নিকাশ
হাস্যকর শোনালেও এই সময়ে ঠান্ডা মাথায় বসে আপনি নিজের আয়করের হিসাবনিকাশ করে ফেলতে পারেন৷ তবে খুব বেশি চাপের হয়ে গেলে হাল ছেড়ে দেওয়াই ভালো৷
ছবি: Colourbox
দক্ষতা বাড়াতে নতুন কিছু শেখা
কোয়ারান্টিনে থাকার দিনগুলোতে অনলাইন থেকে আপনি নতুন কিছু শিখতে পারেন৷ শিখতে পারেন নতুন কোনো ভাষা৷ অনলাইনে সহজেই এটা করা যায়, কোথাও কোথাও বিনামূল্যেই পাবেন৷ তাই কোয়ারেন্টাইনে সময় কিভাবে কাটাবেন তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই৷
ছবি: Colourbox
স্মৃতি রোমন্থন
কোথাও বেড়াতে গিয়েছিলেন, দারুণ সময় কাটিয়েছেন৷ তুলেছেন অসংখ্য ছবি৷ কোয়ারান্টিনের সময় খুলে বসতে পারেন সেসব ছবির অ্যালবাম৷ মনে মনে চলে যেতে পারেন সেই সময়ে৷ কিংবা বন্ধু বা পরিবারের সঙ্গে কাটানো আনন্দের স্মৃতি রোমন্থন করেও কাটিয়ে দিতে পারেন বন্দি থাকার সময়টা৷