1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টোকিও অলিম্পিক গেমসের প্রথম ইভেন্ট স্থগিত

২৮ জানুয়ারি ২০২১

স্থগিত হয়ে গেল টোকিও অলিম্পিক গেমসের প্রথম ইভেন্ট আর্টিস্টিক সুইমিং। আগামী ৪ মার্চ এই ইভেন্ট হওয়ার কথা ছিল।

জাপানে স্থগিত অলিম্পিক গেমসের প্রথম ইভেন্ট। ছবি: Reuters/A. Perawongmetha

করোনার কারণে টোকিও অলিম্পিক গেমসের প্রথম ইভেন্ট দুই মাস পিছিয়ে দেয়া হলো। আগামী ৪ থেকে ৭ মার্চ আর্টিস্টিক সুইমিং ইভেন্ট হবে বলে ঠিক ছিল। কিন্তু জাপানে করোনা এখনো কাবুতে আসেনি। তাই ঠিক হয়েছে, এই ইভেন্ট হবে মে মাসে।

জাপানে এখন করোনা রুখতে জরুরি অবস্থা জারি আছে। বিদেশ থেকে জাপানে ঢোকার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে। অন্তত ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই কড়াকড়ি থাকবে। তাই আর্টিস্টিক সুইমিং ইভেন্ডের সঙ্গে জড়িত কর্মকর্তারা জানিয়েছেন, কোনো ঝুঁকি নেয়া হচ্ছে না। মে মাসে এই ইভেন্ট হবে। তাঁরা ক্রীড়াবিদদের জন্য সব চেয়ে অনুকূল পরিবেশ দিতে চান।

তবে আপাতত শুধু এই ইভেন্টই পিছনো হয়েছে। এপ্রিলে ডাইভিং ওয়ার্ল্ড কাপ এবং মে মাসে ম্যারাথন সুইমিং প্রতিযোগিতা আছে। সেগুলি পিছনো হয়নি।

জাপানে অলিম্পিক গেমস হবে কি না, তা নিয়ে এখনো সংশয় আছে। করোনার কারণে এক বছর পর অলিম্পিক গেমস হবে। কিন্তু সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে, জাপানের ৮০ শতাংশ মানুষ মনে করেন, অলিম্পিক গেমস হবে না বা হওয়া উচিত নয়। প্রধানমন্ত্রী অবশ্য চান, দেরিতে হলেও অলিম্পিক গেমস হোক।

জিএইচ/এসজি(এপি, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ